চলতি বিজয় হাজারে ট্রফিতে ব্যাটে-বলে দুরন্ত ছন্দে রয়েছেন ঋষি ধাওয়ান। সার্ভিসেসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সেমিফাইনালে ব্যাট হাতে ৮৪ রানের অধিনায়কোচিত ইনিংস খেলার পাশাপাশি ৪টি উইকেটও নেন তিনি। সেই সুবাদে টুর্নামেন্টের ইতিহাসে সব থেকে বেশি উইকেট শিকারিদের তালিকায় অশোক দিন্দাকে টপকে যান ধাওয়ান।
1/10বিনয় কুমার: বিজয় হাজারে ট্রফির ৭৮টি ম্যাচে সব থেকে বেশি ১৩৫টি উইকেট নিয়েছেন আর বিনয় কুমার।
2/10পীযূষ চাওলা: বিজয় হাজারে ট্রফিতে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন চাওলা। তিনি ৭৪টি ম্যাচে ১৩০টি উইকেট নিয়েছেন।
4/10অমিত মিশ্র: ৭২টি ম্যাচে সিদ্ধার্থের মতোই ১২৬টি উইকেট নিয়েছেন অমিত মিশ্র। তবে তিনি কউলের থেকে বেশি ম্যাচ খেলার জন্য তালিকার চার নম্বরে জায়গা করে নিয়েছেন।