পোর্ট অফ স্পেনে ছক্কা হাঁকিয়ে ভারতীয় ইনিংসের বাউন্ডারি-ওভার বাউন্ডারির সিলসিলা শুরু করেন রোহিত শর্মা। ছক্কা হাঁকিয়ে পূর্ণ করেন ব্যক্তিগত অর্ধশতরান। মাঝে টেস্ট ওপেনার হিসেবে ২০০০ রানের মাইলস্টোন টপকান হিটম্যান। এমনকি ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অর্ধশতরান করার পথে রোহিত ধোনিকে পিছনে ফেলে গড়ে ফেলেন একটি দুর্দান্ত নজির। সব মিলিয়ে কুইন্স পার্ক ওভালে ছেয়ে রইলেন ভারত অধিনায়ক।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। ইনিংসের ৪.৫ ওভারে কেমার রোচের বলে ছক্কা হাঁকান রোহিত। ভারতের প্রথম ইনিংস তথা টেস্টের এটিই প্রথম বাউন্ডারি। পরে ১৮.২ ওভারে কেমার রোচের বলেই ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত শর্মা। ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৭৪ বলে ৫০ রানের গণ্ডি টপকান হিটম্যান।
প্রথম দিনের চায়ের বিরতিতে ভারত ২৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১২১ রান তোলে। রোহিত শর্মা ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০২ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন।
গম্ভীর ও গাভাসকরের রেকর্ড ভাঙলেন রোহিত:-
রোহিত শর্মা টেস্টে ভারতের হয়ে ৪০টি ইনিংসে ওপেন করতে নেমে ২০০০ রান পূর্ণ করেন। তিনি এই নিরিখে পিছনে ফেলে দেন সুনীল গাভাসকর ও গৌতম গম্ভীরকে। গাভাসকর ও গম্ভীর ৪৩টি ইনিংসে ওপেন করতে নেমে ২০০০ রান পূর্ণ করেন। দ্রুততম ওপেনার হিসেবে ভারতের হয়ে টেস্টে ২০০০ রান করা ব্যাটারদের তালিকায় রোহিত উঠে আসেন দ্বিতীয় স্থানে। ভারতের হয়ে ওপেন করতে নেমে সব থেকে কম ৩৯টি ইনিংসে ২০০০ রান করার রেকর্ড রয়েছে বীরেন্দ্র সেহওয়াগের।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলার লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
সব থেকে বেশি আন্তর্জাতিক রানে সেহওয়াগ ও ধোনিকে টপকালেন রোহিত:-
তিন ফর্ম্যাট মিলিয়ে সব থেকে বেশি আন্তর্জাতিক রানের নিরিখে বীরেন্দ্র সেহওয়াগ ও মহেন্দ্র সিং ধোনিকে টপকে গেলেন রোহিত শর্মা। ভারত, এশিয়া একাদশ ও আইসিসি একাদশের হয়ে মাঠে নেমে সেহওয়াগ তিন ফর্ম্যাট মিলিয়ে মোট ১৭২৫৩ রান সংগ্রহ করেছেন। ভারত ও এশিয়া একাদশের হয়ে মাঠে নেমে ধোনি তিন ফর্ম্যাট মলিয়ে ১৭২৬৬ রান সংগ্রহ করেছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে পর্যন্ত তিন ফর্ম্যাট মিলিয়ে রোহিতের সংগ্রহে ছিল ১৭২১৮ রান। সুতরাং, সেহওয়াগকে টপকাতে রোহিতের দরকার ছিল ৩৫ রান। ধোনিকে টপকাতে ৪৮ রান দরকার ছিল হিটম্যানের। হাফ-সেঞ্চুরিতে পৌঁছনোর পথে রোহিত পিছনে ফেলে দেন বীরু ও মাহিকে।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি আন্তর্জাতিক রান:-
১. সচিন তেন্ডুলকর- ৩৪৩৫৭ রান
২. বিরাট কোহলি- ২৫৪৬১ রান (এই টেস্টের আগে পর্যন্ত)
৩. রাহুল দ্রাবিড়- ২৪২০৮ রান
৪. সৌরভ গঙ্গোপাধ্যায়- ১৮৫৭৫ রান
৫. রোহিত শর্মা- ১৭২৮১ রান (এই টেস্টের প্রথম দিনের লাঞ্চ পর্যন্ত)
৬. মহেন্দ্র সিং ধোনি- ১৭২৬৬ রান
৭. বীরেন্দ্র সেহওয়াগ- ১৭২৫৩ রান
৮. মহম্মদ আজহারউদ্দিন- ১৫৫৯৩ রান
৯. সুনীল গাভাসকর- ১৩২১৪ রান
১০. যুবরাজ সিং- ১১৭৭৮ রান
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।