বাংলা নিউজ > ময়দান > IND vs WI 2nd Test: শতরানের দোরগোড়ায় কোহলি, প্রথম দিনে জমাট ব্যাটিং ভারতের
ব্ল্যাকউডের সঙ্গে সৌজন্য বিনিময় কোহলির। ছবি- এপি।

IND vs WI 2nd Test: শতরানের দোরগোড়ায় কোহলি, প্রথম দিনে জমাট ব্যাটিং ভারতের

India vs West Indies 2nd Test Day 1 Live Score: হাফ-সেঞ্চুরি করে সাজঘরে ফেরেন টিম ইন্ডিয়ার দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জসওয়াল। ব্যাট হাতে ফের ব্যর্থ হন শুভমন গিল ও অজিঙ্কা রাহানে।

ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে সিরিজে লিড নিয়েছে ভারত। এবার পোর্ট অফ স্পেনে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে সম্মুখসমরে দু'দল। উভয় দলের কাছে এটি মাইলস্টোন ম্যাচ। কেননা ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বি-পাক্ষিক ক্রিকেটে এটি ১০০তম টেস্ট ম্যাচ। স্বাভাবিকভাবেই মাইলস্টোন ম্যাচ জয় দিয়ে স্মরণীয় করে রাখতে চায় দু'দল। যদিও শক্তি-দুর্বলতার নিরিখে ভারতীয় দল ক্যারিবিয়ানদের থেকে বিস্তর এগিয়ে রয়েছে। তাই ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করাই রোহিতদের একমাত্র লক্ষ্য। অন্যদিকে অঘটন ঘটানোর তাগিদ নিয়েই ত্রিনিদাদের লড়াই জিততে মরিয়া ক্রেগ ব্রাথওয়েটরা।

21 Jul 2023, 03:03:35 AM IST

প্রথম দিনের খেলা শেষ

প্রথম দিনে ৮৪ ওভার ব্যাট করে ভারত প্রথম ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ২৮৮ রান সংগ্রহ করে। বিরাট কোহলি ৮৭ রানে নট-আউট থাকেন। ১৬১ বলের ইনিংসে তিনি ৮টি চার মেরেছেন। রবীন্দ্র জাদেজা ৪টি বাউন্ডারির সাহায্যে ৮৪ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১টি করে উইকেট নেন কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল, জোমেল ওয়ারিকান ও জেসন হোল্ডার।

21 Jul 2023, 02:51:18 AM IST

শতরানের দিতে এগোচ্ছেন কোহলি

৮০ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ২৮৪ রান। কোহলি ৮৩ রানে ব্যাট করছেন। ব্যক্তিগত ৩৬ রানে ব্যাট করছেন রবীন্দ্র জাদেজা। কোহলি ৮টি ও জাদেজা ৪টি চার মেরেছেন।

21 Jul 2023, 02:37:21 AM IST

৭৫ ওভারের খেলা শেষ

৭৫ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ২৭০ রান। কোহলি ১৩২ বলে ৭৪ রান করেছেন। মেরেছেন ৭টি চার। ৫৯ বলে ৩১ রান করেছেন রবীন্দ্র জাদেজা। তিনি ৪টি চার মেরেছেন।

21 Jul 2023, 02:22:22 AM IST

২৫০ টপকাল ভারত

৭২তম ওভারে দলগত ২৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ২৫৯ রান। কোহলি ৬৭  রানে ব্যাট করছেন। জাদেজা ২৭ রানে অপরাজিত রয়েছেন।

21 Jul 2023, 02:12:17 AM IST

৭০ ওভারের খেলা শেষ

৭০ ওভার শেষে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ২৪৮ রান। বিরাট কোহলি ৫৬ রানে ব্যাট করছেন। ২৭ রানে ব্যাট করছেন রবীন্দ্র জাদেজা।

21 Jul 2023, 01:53:51 AM IST

হাফ-সেঞ্চুরি কোহলির

৬৬.১ ওভারে ওয়ারিকানের বলে চার মেরে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট কোহলি। ৬টি বাউন্ডারির সাহায্যে ৯৭ বলে ৫০ রানের গণ্ডি টপকান তিনি। ৬৭ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ২৩৬ রান। কোহলি ৫৪ ও জাদেজা ১৭ রানে ব্যাট করছেন।

21 Jul 2023, 01:49:11 AM IST

জমাট জুটি কোহলি-জাদেজার

 ৬৫ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৪ উইকেটে ২২৭ রান। কোহলি ৯১ বলে ৪৫ রান করেছেন। জাদেজা ৪০ বলে ১৭ রান করেছেন। কোহলি ৫টি ও জাদেজা ২টি চার মেরেছেন।

21 Jul 2023, 01:25:56 AM IST

রোচের ওভারে ৩টি বাউন্ডারি

৬০তম ওভারে কেমার রোচের বলে ২টি চার মারেন বিরাট কোহলি। ১টি চার মারেন রবীন্দ্র জাদেজা। ওভারে মোট ১৪ রান ওঠে। ৬০ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৪ উইকেটে ২১৮ রান। কোহলি ৪১ ও জাদেজা ১২ রানে ব্যাট করছেন।

21 Jul 2023, 01:19:46 AM IST

২০০ টপকাল ভারত

৫৮তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। প্রথম ইনিংসে ভারতের স্কোর ৪ উইকেটে ২০১ রান। বিরাট কোহলি ৩০ ও রবীন্দ্র জাদেজা ব্যক্তিগত ৭ রানে ব্যাট করছেন।

21 Jul 2023, 12:58:11 AM IST

জমাট ব্যাটিং কোহলির

৫৫ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ১৯০ রান। বিরাট কোহলি ২টি বাউন্ডারির সাহায্যে ৫৪ বলে ২২ রান করেছেন। ১৬ বলে ৪ রান করেছেন রবীন্দ্র জাদেজা।

21 Jul 2023, 12:36:34 AM IST

তৃতীয় সেশনের খেলা শুরু

চায়ের বিরতির বলে বিরাট কোহলির সঙ্গে ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা। তিনি গ্যাব্রিয়েলের ভাঙা ওভারের শেষ ২টি বল সতর্ক হয়ে সামলে দেন। ৫১ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১৮২ রান।

21 Jul 2023, 12:16:40 AM IST

রাহানে আউট, চায়ের বিরতি

৫০.৪ ওভারে শ্যানন গ্যাব্রিয়েলের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন অজিঙ্কা রাহানে। ৩৬ বলে ৮ রান করে মাঠ ছাড়েন অজিঙ্কা। ভারত ১৮২ রানে ৪ উইকেট হারানো মাত্রই প্রথম দিনের চায়ের বিরতি ঘোষিত হয়। কোহলি ব্যাট করছেন ৪৪ বলে ১৮ রান করে। তিনি ২টি চার মেরেছেন। দিনের দ্বিতীয় সেশনে ৪টি উইকেট তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

21 Jul 2023, 12:12:23 AM IST

৫০ ওভারের খেলা শেষ

৫০ ওভার শেষে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ১৭৯ রান। বিরাট কোহলি ১৭ রানে ব্যাট করছেন। ৭ রানে ব্যাট করছেন অজিঙ্কা রাহানে।

21 Jul 2023, 12:03:05 AM IST

পার্টনারশিপ গড়ছেন কোহলি-রাহানে

৪৮ ওভার শেষে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ১৭৬ রান। কোহলি ১৫ রানে ব্যাট করছেন। ৬ রানে ব্যাট করছেন ভারতের সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে।

20 Jul 2023, 11:47:52 PM IST

২১ বল খেলে খাতা খুললেন কোহলি

৪৩.৪ ওভারে আলজারি জোসেফের বলে চার মেরে খাতা খোলেন বিরাট কোহলি। ২১টি বল খেলে প্রথম রান সংগ্রহ করেন তিনি। ৪৪ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৩ উইকেটে ১৬৪ রান। কোহলি ৫ ও রাহানে ৪ রানে ব্যাট করছেন।

20 Jul 2023, 11:41:39 PM IST

ভারতের রান তোলার গতি থমকাল

৪৩ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৩ উইকেটে ১৫৯ রান। ১৬ বলে ৪ রান করেছেন অজিঙ্কা রাহানে। ১৭ বল খেলেও এখনও খাতা খুলতে পারেননি বিরাট কোহলি।

20 Jul 2023, 11:25:59 PM IST

রোহিতকে ফেরালেন ওয়ারিকান

৩৮.৫ ওভারে জোমেল ওয়ারিকানের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন রোহিত শর্মা। ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৪৩ বলে ৮০ রান করে মাঠ ছাড়েন হিটম্যান। ভারত ১৫৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অজিঙ্কা রাহানে।

20 Jul 2023, 11:09:13 PM IST

গিলকে ফেরালেন রোচ

৩৫.৪ ওভারে কেমার রোচের বলে জোশুয়া ডা'সিলভার দস্তানায় ধরা পড়েন শুভমন গিল। ২টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১০ রান করেন তিনি। ভারত ১৫৩ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিরাট কোহলি। রোহিত ৭৮ রানে ব্যাট করছেন।

20 Jul 2023, 10:48:20 PM IST

যশস্বীকে ফেরালেন হোল্ডার

৩১.৪ ওভারে জেসন হোল্ডারের বলে ম্যাকেঞ্জির হাতে ধরা পড়েন যশস্বী জসওয়াল। ৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭৪ বলে ৫৭ রান করে মাঠ ছাড়েন তিনি। ভারত ১৩৯ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শুভমন গিল।

20 Jul 2023, 10:39:01 PM IST

৩০ ওভারের খেলা শেষ

৩০ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর বিনা উইকেটে ১৩২ রান। রোহিত ১১৫ বলে ৭৩ রান করেছেন। ৬৮ বলে ৫২ রান করেছেন যশস্বী জসওয়াল। যশস্বীকে দ্বিতীয় সেশনে তুলনায় রক্ষণাত্মক দেখাচ্ছে।

20 Jul 2023, 10:22:54 PM IST

দ্বিতীয় সেশনের খেলা শুরু

লাঞ্চের পরে দ্বিতীয় সেশনের প্রথম ওভারে গ্যাব্রিয়েলের বলে ১টি চার মারেন রোহিত শর্মা। ২৭ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১২৫ রান। রোহিত ৬৭ ও যশস্বী ৫২ রানে ব্যাট করছেন।

20 Jul 2023, 09:36:08 PM IST

জীবনদান পেলেন যশস্বী, লাঞ্চের বিরতি

২৫.৫ ওভারে জেসন হোল্ডারের বলে স্লিপে আথানাজের হাত থেকে জীবনদান পান যশস্বী জসওয়াল। প্রথম দিনের লাঞ্চের বিরতিতে ভারত প্রথম ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ১২১ রান তুলেছে। তারা সাকুল্যে ২৬ ওভার ব্যাট করে। যশস্বী জসওয়াল ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৬ বলে ৫২ রান করেছেন। রোহিত শর্মা ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০২ বলে ৬৩ রানে ব্যাট করছেন।

20 Jul 2023, 09:32:46 PM IST

ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট রেকর্ড

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ১০০টি টেস্টের দীর্ঘ ইতিহাসের উল্লেখযোগ্য তথ্য-পরিসংখ্যানে চোখ রাখতে ক্লিক করুন এখানে- IND vs WI Test History: ভারত নয়, ১০০ টেস্টের দীর্ঘ ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজের পাল্লা ভারি, চোখ রাখুন সাতকাহনে

20 Jul 2023, 09:22:56 PM IST

হাফ-সেঞ্চুরি যশস্বীর

৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন যশস্বী জসওয়াল। ২৩ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর বিনা উইকেটে ১১৮ রান। রোহিত ৬২ ও যশস্বী ৫০ রানে ব্যাট করছেন।

20 Jul 2023, 09:16:00 PM IST

১০০ টপকাল ভারত

২১ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর বিনা উইকেটে ১০১ রান। ৮৬ বলে ৬১ রান করেছেন রোহিত শর্মা। ৪২ বলে ৩৫ রান করেছেন যশস্বী জসওয়াল। রোহিত ৬টি চার ও ২টি ছক্কা মেরেছেন। যশস্বী ৫টি চার ও ১টি ছক্কা মেরেছেন।

20 Jul 2023, 09:02:03 PM IST

হাফ-সেঞ্চুরি রোহিতের

১৮.২ ওভারে কেমার রোচের বলে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত শর্মা। ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৭৪ বলে ৫০ রানের গণ্ডি টপকান হিটম্যান। ১৯ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৯৮ রান। রোহিত ৫৯ রানে ব্যাট করছেন। যশস্বী করেছেন ৩৪ রান।

20 Jul 2023, 08:51:02 PM IST

ওয়ারিকানকে জোড়া বাউন্ডারি রোহিতের

১৬তম ওভারে জোমেল ওয়ারিকানের বলে জোড়া বাউন্ডারি মারেন রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে ৭৫ রান। রোহিত ৪০ ও যশস্বী ৩০ রানে ব্যাট করছেন।

20 Jul 2023, 08:34:27 PM IST

প্রথম ঘণ্টার খেলা শেষ

প্রথম ঘণ্টায় ১৩ ওভার ব্যাট করে ভারত কোনও উইকেট না হারিয়ে ৫৭ রান সংগ্রহ করেছে। ২৭ রানে ব্যাট করছেন রোহিত। যশস্বী ব্যাট করছেন ব্যক্তিগত ২৬ রানে।

20 Jul 2023, 08:31:05 PM IST

৫০ টপকাল ভারত

১১তম ওভারে গ্যাব্রিয়েলের বলে পরপর ২টি চার মারেন রোহিত শর্মা। ১১ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর বিনা উইকেটে ৫১ রান। রোহিত ২৬ ও যশস্বী ২২ রানে ব্যাট করছেন।

20 Jul 2023, 08:19:20 PM IST

১০ ওভারের খেলা শেষ

প্রথম ১০ ওভারে ভারত কোনও উইকেট না হারিয়ে ৪১ রান সংগ্রহ করেছে। ২০ বলে ২১ রান করেছেন যশস্বী জসওয়াল। মেরেছেন ২টি চার ও ১টি ছক্কা। রোহিত শর্মা ৪১ বলে ১৭ রান করেছেন। মেরেছেন ১টি ছক্কা।

20 Jul 2023, 07:59:51 PM IST

জোসেফকে চার-ছক্কা যশস্বীর

ষষ্ঠ ওভারে আলজারি জোসেফের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন যশস্বী জসওয়াল। ৬ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২৭ রান। ১৫ বলে ১৫ রান করেছেন যশস্বী। ২২ বলে ৯ রান করেছেন রোহিতষ

20 Jul 2023, 07:53:54 PM IST

রোচকে ছক্কা রোহিতের

পঞ্চম ওভারে কেমার রোচের পঞ্চম বলে ছক্কা হাঁকান রোহিত শর্মা। ভারতের প্রথম ইনিংস তথা টেস্টের এটিই প্রথম বাউন্ডারি। ৫ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৬ রান। রোহিত ৯ রানে ব্যাট করছেন।

20 Jul 2023, 07:50:05 PM IST

সতর্ক শুরু ভারতের

৪ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৮ রান। ১৬ বলে ২ রান করেছেন রোহিত শর্মা। ৯ বলে ৩ রান করেছেন যশস্বী জসওয়াল। ৩ রান এসেছে অতিরিক্ত হিসেবে।

20 Jul 2023, 07:42:45 PM IST

ওয়েস্ট ইন্ডিজের গেম প্ল্যান নিয়ে জোর সমালোচনা

কুইন্স পার্ক ওভালের পিচে সবুজের লেশমাত্র নেই। স্লো-পিচে টস জিতেও ভারতকে শুরুতে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেন আকাশ চোপড়া, ইশান্ত শর্মারা। প্রথমত, এমন পিচে সবাই টস জিতে শুরুতে ব্যাট করে নিতে চাইবে। কেননা পরের দিকে রান তোলা কঠিন হবে। তাছাড়া অশ্বিনদের বিরুদ্ধে এমন পিচে শেষ ইনিংসে ব্যাট করার ঝুঁকি নেয় ক্যারিবিয়ান দল। তার উপরে ওয়েস্ট ইন্ডিজ এমন পিচে একজন স্পিনারকে (কর্নওয়াল) বসিয়ে একবার বাড়তি পেসারকে (শ্যানন গ্যাব্রিয়েল) মাঠে নামায়। ভারতও অবশ্য এমন পিচে তিনজন পেসার খেলানোয় বিস্ময় প্রকাশ করেন আকাশরা।

20 Jul 2023, 07:34:57 PM IST

ম্য়াচ শুরু, প্রথম বলেই খাতা খুললেন যশস্বী

রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামেন যশস্বী জসওয়াল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বোলিং শুরু করেন কেমার রোচ। প্রথম বলেই তিন রান নিয়ে খাতা খোলেন যশস্বী জসওয়াল। প্রথম ওভারে ৪ রান সংগ্রহ করে ভারত।

20 Jul 2023, 07:21:29 PM IST

ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ

ক্রেগ ব্রাথওয়েট (ক্যাপ্টেন), তেজনারায়ণ চন্দ্রপল, কার্ক ম্যাকেঞ্জি, জার্মাইন ব্ল্যাকউড, আলিক আথানাজে, জোশুয়া ডা'লিসভা (উইকেটকিপার), জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কেমার রোচ, জোমেল ওয়ারিকান ও শ্যানন গ্যাব্রিয়েল। 

20 Jul 2023, 07:18:49 PM IST

ভারতের প্রথম একাদশ

রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ইশান কিষান (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, জয়দেব উনাদকাট, মুকেশ কুমার ও মহম্মদ সিরাজ।

20 Jul 2023, 07:05:02 PM IST

টস হারলেন রোহিত

প্রথম টেস্টের মতো সিরিজের দ্বিতীয় টেস্টেও টস হারলেন রোহিত শর্মা। যদিও ক্যারিবিয়ান দলনায়ক ক্রেগ ব্রাথওয়েট এবার টস জিতে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতকে। সুতরাং, পোর্ট অফ স্পেনে টস হেরে শুরুতে ব্যাট করবে টিম ইন্ডিয়া। রান তাড়া করবে ওয়েস্ট ইন্ডিজ।

20 Jul 2023, 07:01:22 PM IST

টেস্ট অভিষেক মুকেশ কুমারের

পোর্ট অফ স্পেনে ভারতের হয়ে টেস্ট অভিষেক হচ্ছে মুকেশ কুমারের। ভারত-ওয়েস্ট ইন্ডিজ মাইলস্টোন ম্যাচে ইন্ডিয়া ক্যাপ হাতে পেলেন বাংলার পেসার। তিনি শার্দুল ঠাকুরের জায়গায় মাঠে নামার সুযোগ পেয়ে যান। কুঁচকির চোটের জন্য শার্দুল দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারছেন না বলে টসের সময় জানান ক্যাপ্টেন রোহিত শর্মা। ভারত তাদের প্রথম একাদশে এই একটিই রদবদল করে।

20 Jul 2023, 06:55:16 PM IST

ওয়েস্ট ইন্ডিজের পাল্লা ভারি

এখনও পর্যন্ত দু'দেশের মধ্যে খেলা ৯৯টি টেস্টের মধ্যে ভারত জিতেছে ২৩টি ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৩০টি টেস্ট। ড্র হয়েছে ৪৬টি টেস্ট। সুতরাং, পাল্লা ভারি ওয়েস্ট ইন্ডিজের দিকে। যদিও ক্যারিবিয়ান দল শেষবার ভারতের বিরুদ্ধে কোনও টেস্ট ম্যাচ জেতে ২০০২ সালে। গত ২১ বছরে ২৪টি টেস্টে ভারতকে হারাতে পারেনি তারা। শেষ দু'দশকে টানা ৮টি টেস্ট সিরিজে ভারতের কাছে হার মানে ওয়েস্ট ইন্ডিজ। নয় নম্বর সিরিজেও তারা ইতিমধ্যেই ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে।

20 Jul 2023, 06:42:02 PM IST

কোহলির ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ

তিন ফর্ম্যাট মিলিয়ে বিরাট কোহলির ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ এটি। স্বাভাবিকভাবেই এমন ব্যক্তিগত মাইলস্টোন গড়া ম্যাচে আলাদা করে নজর কাড়তে চাইবেন বিরাট। আরও পড়ুন:- মাঠে নামলেই ৫০০ কোহলির, সব থেকে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ১০ ভারতীয় ক্রিকেটার

20 Jul 2023, 06:35:46 PM IST

প্রথম টেস্টের ফলাফল

ডমিনিকায় প্রথম টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ১৫০ রানে। পালটা ব্যাট করতে নেমে ভারত তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ৪২১ রান তোলে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৩০ রানে গুটিয়ে যায়। ভারত এক ইনিংস ও ১৪১ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে। ১৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৮৭ বলে ১৭১ রানের অনবদ্য ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন যশস্বী জসওয়াল।

20 Jul 2023, 06:29:52 PM IST

মাইলস্টোন ম্যাচে জয়ই লক্ষ্য ভারত-ওয়েস্ট ইন্ডিজের

পোর্ট অফ স্পেনের এই ম্যাচটি ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে খেলা ১০০তম টেস্ট ম্যাচ। স্বাভাবিকভাবেই জয় দিয়ে এমন মাইলস্টোন ম্যাচ স্মরণীয় করে রাখতে মরিয়া দু'দল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘দেশের সুরক্ষা নিয়ে আপস করছেন মমতা!’ মতুয়া গড়ে ভোটের আগে সিএএ নিয়ে নড্ডার তোপ তৈরি হবে নিম্নচাপ, তার আগেই অত্যধিক ভারী বৃষ্টির পূর্বাভাস, ঘূর্ণিঝড় কি আসবে? ৪ দিনে ১৯৫০ টাকা বাড়ল দাম, রবিবাসরীয় কলকাতায় কততে বিকোচ্ছে সোনা? বৃষ রাশিতে ত্রিগ্রহী যোগ, ৭ রাশির প্রেমজীবন হবে দারুণ, দেখুন সাপ্তাহিক রাশিফল অমিতাভের পথেই হাঁটলেন জ্যাকি! বিনা অনুমতিতে নাম, কণ্ঠস্বর ব্যবহারে হতে পারে জেল 'এই পাপই ডোবাবে', রামকৃষ্ণ মিশন নিয়ে মমতার বিস্ফোরক মন্তব্যে পালটা তোপ দিলীপের মুম্বই দক্ষিণ লোকসভা কেন্দ্র ২০২৪: দেওরাদের ঘাঁটিতে এবার দুই সেনার লড়াই সকালে খালি পেটে খান কিসমিস ভেজানো জল, ফল পাবেন হাতেনাতে বাংলায় করোনার নয়া প্রজাতিতে আক্রান্ত ৩০, KP.2 নিয়ে তথ্য প্রকাশ সরকারের শ্রেয়া ঘোষালের কন্ঠস্বর ফেক! সুচিত্রার চাঞ্চল্যকর দাবি, ক্ষুব্ধ গায়িকার ভক্তরা

Latest IPL News

ধোনির ১১০ মিটারের ছক্কাই ‘প্লে-অফে পৌঁছে দিল’ RCB-কে! বলের রহস্য ফাঁস কার্তিকের মিলল আনুগত্যের ফল! RCB প্লে অফে যেতেই রাস্তা বন্ধ করে উন্মাদনায় ভাসল বেঙ্গালুরু ভগবানের প্ল্যান..ইউপি-র সতীর্থ যশকে বিশেষ দিনে বার্তা,তাঁকে পাঁচ ছয় মারা রিঙ্কুর IPL প্লে অফে RCB, মাঠে চোখ ভর্তি জল বিরাটের, আপ্লুত অনুষ্কার একাজ দেখার মতো ৩ জন প্রধান প্লেয়ারের চোট পার্থক্য গড়ে দিল- প্লে-অফে উঠতে না পারার অজুহাত রুতুর রুদ্ধশ্বাস লড়াইয়ে ধোনিদের ছিটকে দিয়ে প্লে-অফের টিকিট পকেটে পুরল আরসিবি আদৌ আউট ছিলেন ফ্যাফ? তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ফের প্রশ্ন উঠে গেল- ভিডিয়ো নীতা আম্বানির সঙ্গে দীর্ঘ কথোপথন রোহিতের, থেকে যাওয়ার অনুরোধ করলেন MI-এর মালকিন? শুরু হয়েই বৃষ্টিতে থমকাল RCB vs CSK ম্যাচ, আতঙ্কের চোরা স্রোত বেঙ্গালুরু শিবিরে WPL-এ খেলেন RCB-তে, IPL-এ সমর্থন CSK-কে, তারকাকে ‘লাথি মেরে তাড়াতে’ বলল ফ্যানরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.