দিনকয়েক ধরেই জল্পনা চলছিল। শেষপর্যন্ত তাতেই সিলমোহর পড়ল। একদিনের ক্রিকেটেও ভারতের অধিনায়ক হতে চলেছেন রোহিত শর্মা। যিনি দিনকয়েক আগেই বিরাট কোহলির হাত থেকে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব নিয়েছেন। তার ফলে এবার থেকে শুধুমাত্র টেস্টেই নেতৃত্ব দেবেন বিরাট।
এমনিতে ভারতকে একদিনের ক্রিকেটে ১০ টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর জয়ের রেকর্ড ৮০ শতাংশ। বিরাটের অনুপস্থিতিতে ভারতকে এশিয়া কাপ জিতিয়েছিলেন। ফাইনালে হারিয়েছিল বাংলাদেশ। এবার স্থায়ীভাবে রোহিতের হাতেই অধিনায়কত্বের ব্যাটন উঠেছে। আগামী বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ থেকেই ৫০ ওভারের ক্রিকেটে রোহিত-যুগ শুরু হতে চলেছে। তার ফলে এবার থেকে সাদা বলের সবধরনের ফরম্যাটেই ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত। যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটেও ভারতের নেতৃত্ব দিতে শুরু করেছেন। ঘরের মাঠে নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রোহিতের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। শুধুমাত্র লাল বলেই ভারতের অধিনায়ক থাকছেন বিরাট।
একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে বিরাটের রেকর্ড:
৯৫ টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। জিতেছেন ৬৫ টি ম্যাচ। করেছেন ৫,৪৪৯ রান। গড় ৭২.৬৫। তাঁর নেতৃত্বে একাধিক দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে ভারত। তবে বিরাটের নেতৃত্বে কোনও বড় টুর্নামেন্ট জেতেনি টিম ইন্ডিয়া। ২০১৯ সালের বিশ্বকাপে সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে কার্যত বশ্যতা স্বীকার করতে হয়েছিল। যা বিরাটের একদিনের অধিনায়কত্বে চোনা হিসেবে থেকে যাবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।