বাংলা নিউজ > ময়দান > দ্বিতীয় ব্রিটিশ ক্রিকেটার হিসেবে টেস্টে ৯ হাজার রান পূরণ করলেন জো রুট, গড়লেন একগুচ্ছ নজির

দ্বিতীয় ব্রিটিশ ক্রিকেটার হিসেবে টেস্টে ৯ হাজার রান পূরণ করলেন জো রুট, গড়লেন একগুচ্ছ নজির

‘ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’: জো রুট।

জো রুট ক্রিজে কাটিয়েছেন ৫৩৩ মিনিট। মেরেছেন ১৮টি চার। ইংল্যান্ড যদি অলআউট না হত, সেক্ষেত্রে হয়তো চলতি বছরে তৃতীয় দ্বিশতরান করে ফেলতেন জো রুট। ইংল্যান্ডের প্রথম ইনিংসে তিনি অপরাজিত থাকলেন ১৮০ রানে।

ভারতের বিরুদ্ধে জোর রুট যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন। নাটিংহ্যামে প্রথম টেস্টের প্রথম ইনিংসে অর্ধশতরান এবং দ্বিতীয় ইনিংসে শতরান করেছিলেন জো রুট। আর লর্ডসের প্রথম ইনিংসে তাঁর অপরাজিত ১৮০ রানের অসাধারণ একটি ইনিংস। যেন রূপকথার গল্প লিখে ফেললেন জো রুট। সেই সঙ্গে গড়লেন একগুচ্ছে নজির। জানেন সেগুলি কি?

১) ইংল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ৯ হাজার রান পূর্ণ করে ফেললেন জো রুট। ২০১৫ সালে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালেস্টার কুক এই মাইলস্টোন স্পর্শ করেছিলেন। শুক্রবারই গ্রাহাম গুচের ৮৯০০ রানের রেকর্ড টপকে ইংল্যান্ডের সর্বাধিক টেস্ট রান সংগ্রহকারীর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন রুট।

২) এ দিকে যদি টেস্ট অভিষেক ধরা যায়, তবে দ্রুততম হিসেবে ৯ হাজার রান পূরণ করে ফেললেন রুট। তিনি এই মাইলস্টোন টপকাতে নিলেন ৮ বছর ২৪৪ দিন। কুকের সেখানে সময় লেগেছিল ৯ বছর ৯৩ দিন।

৩) সবচেয়ে কম ১৭২টি টেস্ট ইনিংসে ৯ হাজার রান পূরণ করার রেকর্ড রয়েছে শ্রীলঙ্কার কুমার সঙ্গকারার ঝুলিতে। ভারতের রাহুল দ্রাবিড়ের লেগেছিল ১৭৬টি টেস্ট ইনিংস। রুটের লাগল ১৯৬টি টেস্ট ইনিংস, কুক নিয়েছিলেন ২০৪টি টেস্ট ইনিংস। সচিন তেন্ডুলকর টেস্ট কেরিয়ারের ১৪ বছর ৪৮তম দিনে ৯ হাজার রান পূর্ণ করেছিলেন ১৭৯তম ইনিংসে। কুক অবশ্য রুটের চেয়ে এগিয়ে থাকলেন বয়সের নিরিখে। ৩০ বছর ১৫৯ দিনে কুক ৯ হাজার রান পূর্ণ করেছিলেন। সেখানে রুট ৩০ বছর ২২৭ দিনে ৯ হাজার রান পূরণ করলেন।

৪) রুট লর্ডসে চতুর্থ টেস্টে শতরান করে স্পর্শ করলেন অ্যালান ল্যাম্ব, ইয়ান বেল, অ্যালেস্টার কুকের নজির। লর্ডসে সবচেয়ে বেশি টেস্টে শতরান রয়েছে মাইকেল ভন ও গ্রাহাম গুচের। তাঁদের ৬টি করে সেঞ্চুরি রয়েছে। পাঁচটি করে রয়েছে কেভিন পিটারসেন ও অ্যান্ড্রু স্ট্রসের। দিলীপ বেঙ্গসরকারের আবার লর্ডসে টেস্ট ৩টি শতরান রয়েছে। 

৫) টেস্টে কুকের শতরান রয়েছে ৩৩টি, কেভিন পিটারসেনের ২৩টি। কেপির ঘাড়ে ইতিমধ্যেই নিঃশ্বাস ফেলতে শুরু করলেন ইংল্যান্ড অধিনায়ক। ২২তম টেস্ট শতরান করে তিনি স্পর্শ করলেন চার পূর্বসূরীর নজির। জিওফ্রে বয়কট, কলিন কাউড্রে, ইয়ান বেল ও ওয়ালি হ্যামন্ড ইংল্যান্ডের হয়ে ২২টি টেস্ট শতরান করেছিলেন। ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে রুট একাদশ টেস্টে শতরান পেলেন। চলতি বছরে এটি তাঁর পঞ্চম টেস্ট সেঞ্চুরি।

৬) একমাত্র কুক দেশের অধিনায়ক হিসেবে ১২টি টেস্টে শতরান করেছেন। ভারত ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজে সর্বাধিক শতরানকারীর নিরিখে সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় ও অ্যালেস্টার কুকের নজির এদিন স্পর্শ করলেন রুট। ভারত-ইংল্যান্ড সিরিজে সকলেরই টেস্ট শতরানের সংখ্যা ৭। তবে প্রথম ইংল্যান্ড অধিনায়ক হিসেবে মোট ৬ বার দেড়শোর বেশি রান করলেন রুট। ইংল্যান্ডের প্রথম ইনিংসে তিনি অপরাজিত থাকলেন ১৮০ রানে। ইংল্যান্ড যদি অলআউট না হত, সেক্ষেত্রে হয়তো চলতি বছরে তৃতীয় দ্বিশতরান করে ফেলতেন জো রুট। গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিশতরানের পর চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধেও ডাবল সেঞ্চুরি করেছিলেন ব্রিটিশ অধিনায়ক।

৭) ২০১১ সালে ইয়ান বেল এক ক্যালেন্ডার ইয়ারে পাঁচটি টেস্টে শতরান করেছিলেন। আজ সেই নজিরও স্পর্শ করলেন জো রুট। তবে রুটই প্রথম ইংল্যান্ডের অধিনায়ক যিনি এক ক্যালেন্ডার ইয়ারে পাঁচটি শতরান করে রেকর্ড গড়লেন। কুকের পর ইংল্যান্ডের দ্বিতীয় তথা বিশ্বের সপ্তম ব্যাটসম্যান হিসেবে ভারতের বিরুদ্ধে টেস্টে ২ হাজার রানও এদিন পূরণ করেছেন জো রুট।

সত্যি কথা বলতে, চলতি বছরে টেস্টের পরিসংখ্যান অনুযায়ী জো রুটের ধারেকাছে আসবেন না বিশ্বের কোনও ব্যাটসম্যান। ১০টি টেস্টে ১৯টি ইনিংসে তাঁর রান এখন ১২৪৪। সর্বাধিক ২২৮। গড় ৬৯.১১। স্ট্রাইক রেট ৫৭.১১। এই বছর কোনও টেস্টেই তিনি শূন্য রানে আউট হননি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ঘণ্টায় সাড়ে ৬ লাখ টাকা খরচ! ডায়মন্ড মডেলের হিসেব দিলেন অভিষেক,১০ বছরে কত জানেন? কীভাবে ব্যাকিং ছাড়া এক দশক পার করলেন বলিউডে? সহজ সত্যিটা বললেন তাপসী দুরন্ত তুষার দেশপান্ডের গতির সামনে থমকে গেল ট্র্যাভিসদের SRH, ৭৮ রানে জিতল CSK SRK-র ছেলের বলে মারতে পারল না রিঙ্কু, KKR ফ্যানরা বলল 'স্টার্ক কে? আব্রাম খেলুক! কসবার আনন্দপুরে রক্তাক্ত বিজেপি নেত্রী, গ্রেফতার আসরাফ সহ ২ 'সব ঠিক আছে তো?' ছেলেকে নিয়েই জন্মদিনের আনন্দে মাতোয়ারা কোয়েল, গরহাজির রানে DC ম্যাচের আগে ইডেনের পিচ নিয়ে কি খুশি নন KKR-এর হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত 'বাবা, আমি আর পারছি না!' দুর্গাপুরে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্যমৃত্যু ক্লপ যুগের শেষ, এবার লিভারপুলের দায়িত্বে আর্নে স্লট ইডেন গার্ডেন্সে নাইটদের বধ করে মিষ্টি দই দিয়ে সেলিব্রেশন পঞ্জাব ক্রিকেটারদের

Latest IPL News

দুরন্ত তুষার দেশপান্ডের গতির সামনে থমকে গেল ট্র্যাভিসদের SRH, ৭৮ রানে জিতল CSK SRK-র ছেলের বলে মারতে পারল না রিঙ্কু, KKR ফ্যানরা বলল 'স্টার্ক কে? আব্রাম খেলুক! DC ম্যাচের আগে ইডেনের পিচ নিয়ে কি খুশি নন KKR-এর হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ইডেন গার্ডেন্সে নাইটদের বধ করে মিষ্টি দই দিয়ে সেলিব্রেশন পঞ্জাব ক্রিকেটারদের ইডেনের পিচ পরীক্ষায় DC ডিরেক্টর সৌরভ, KKR-র জন্য নাইটদের অনুশীলনে শাহরুখ রিঙ্কুর পর আবার কোন ক্রিকেটার পেলেন বিরাট কোহলির ব্যাট? দেখুন… IPL 2024-বোলারদের বাঁঁচান, আইপিএলে ব্যাটারদের দাদাগিরি দেখে আবেদন অশ্বিনের ১৫ বছর ধরে জেতাচ্ছি, নিজেরা না খেলে এরা স্ট্রাইক রেট নিয়ে লাফাচ্ছে, তোপ বিরাটের অপরাজিত ৭০-এও নায়ক নন কোহলি, ৪১ বলের শতরানে RCB-কে জেতালেন ব্রিটিশ তারকা IPL 2024- দিল্লি ম্যাচের আগেই দুই ক্রিকেটারকে নিয়ে বড় আপডেট দিলেন নাইটদের কোচ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.