ডট বল করে তরুণ ব্যাটসম্যানকে চোখ রাঙিয়ে এমন জবাব পাবেন, সেটা বোধহয় স্বপ্নেও ভাবেননি এস শ্রীসন্ত। টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা নির্বাসন কাটিয়ে সদ্য মাঠে ফিরেছেন। সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে মন্দ বোলিং করছেন না অভিজ্ঞ পেসার। তবে নতুন প্রজন্মের ক্রিকেটাররা যে কতটা ডাকাবুকো, সেটা হাড়ে হাড়ে টের পেলেন তিনি।
মুম্বইয়ের বিরুদ্ধে কেরলের গ্রুপ লিগের ম্যাচে শ্রীসন্ত বল করছিলেন তরুণ যশস্বী জসওয়ালকে। ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলে যশস্বী স্টেপ-আউট করে বল বাউন্ডারিতে পাঠানোর চেষ্টা করেন। তবে বল তাঁর ব্যাটে লাগেনি।
শ্রীসন্ত ব্যাটসম্যানের কাছে গিয়ে আগ্রাসন দেখান। চোখ রাঙানোর ফল যে তাঁকে এভাবে পেতে হবে, সেটা আগে থেকে আন্দাজ করা সম্ভব ছিল না।
ঠিক পরের বলেই শ্রীসন্তকে মিডউইকেটের উপর দিয়ে ছক্কা মারেন জসওয়াল। তার পরের বলেও ছক্কা হাঁকান যশস্বী। ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে জোড়া ছক্কা মারার পর চতুর্থ বলও বাউন্ডারিতে পাঠান তিনি। শেষ পর্যন্ত শ্রীসন্ত সেই ওভারে ১৮ রান খরচ করেন। মহম্মদ আজহারউদ্দিনের দুরন্ত শতরানের সুবাদে যদিও কেরল শেষমেশ পরাজিত করে মুম্বইকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।