চলতি ইন্ডিয়া ওপেন টেনিস টুর্নামেন্টে বড় সাফল্য পেল চিরাগ-সাত্ত্বিক জুটি। ডেনমার্কের কিম এসট্রপ ও অ্যানডার্স রাসমুসেন জুটিকে ২১-৭, ২১-১০ পরাজিত করে চলে গেল সেমিফাইনালে। অন্যদিকে, তরুণ তারকা এইচএস প্রণয়ও পৌঁছে গিয়েছেন সেমিফাইনালে। সিঙ্গেলসে তিনি পরাজিত করলেন তাইপের ওয়াং জু ওইকে। খেলার ফলাফল দাঁড়ায় ২১-১১, ১৭-২১, ২১-১৮। এই জয়ের সঙ্গে, প্রথমবারের জন্য এই টুর্নামেন্টের সেমিফাইনালে গেলেন তিনি। ম্যাচ শেষে ভারতের তরুণ তারকারা এক সাক্ষাৎকারে খুশি প্রকাশ করেছেন এই জয় সম্পর্কে। তাঁদের বক্তব্য যে আগামী ম্যাচের জন্য তাঁরা প্রস্তুত এবং সেদিকেই আপাতত তাঁদের নজর।
জয় প্রসঙ্গে চিরাগ শেট্টি দাবি করেছেন, 'কিম ও অ্যানডার্স দুজনেই খুব ভালো খেলোয়াড়। ওদের সঙ্গে খেলাটা স্কিলের সঙ্গে বুদ্ধিরও ছিল। এই ম্যাচের যে মানসিক চাপ সামলাতে পারবে সেই জিতবে এবং সেটা আমরা করতে পেরেছি বলেই ওদেরকে পরাজিত করতে সফল হয়েছি। আমরা সচরাচর কোন ম্যাচেই মাইন্ডগেম খেলি না, কিন্তু এই ম্যাচে আমরা সেটা করেছিলাম। আমাদের দুজনের প্রধান লক্ষ্য ছিল ওদেরকে আমাদের তালে খেলানোর। আমরা নজর রাখছিলাম খেলা চলাকালীন যে কোনও রকমে যেন আমরা ওদের তালে না চলতে শুরু করি। আমরা যেভাবে শুরু করেছিলাম এবং সেভাবেই শেষ করেছি ম্যাচটা। আমরা সত্যি খুশি এই ম্যাচটা জিততে পেরে এবং এই মুহূর্তে আমি এটাই বলব যে আগামী ম্যাচের জন্য আমরা দুজনেই প্রস্তুত। আপাতত আমরা সেদিকেই মনোযোগ দিচ্ছি এবং খেলার এই গতিটা বজায় রাখতে চাইছি।'
অন্যদিকে, এই জয় প্রসঙ্গে মুখ খোলেন এইচএস প্রণয়ও। তিনি বলেন, 'ওয়াং জু ওই নিঃসন্দেহে একজন দারুণ ও প্রতিভাশালী খেলোয়াড়। ওর বিরুদ্ধে ম্যাচটা আজকে একেবারেই সহজ ছিল না আমার কাছে। প্রথমথেকেই ও আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলতে নেমেছিল। তবে আমার প্রথম লক্ষ্য ছিল প্রথম গেমটা জেতা এবং সেটাই আমি করে দেখিয়েছি। কারণ আমি ভালো করেই জানতাম ও জয় দিয়ে শুরু করলেই, সেই গতিটা ও ম্যাচজুড়ে বজায় রাখবে। দ্বিতীয় গেমটা একেবারেই আমার জন্য ভালো যায়নি। তবে আমি এই বিষয়টা নিয়ে খুশি যে তৃতীয় গেমে আমি দারুণ কামব্যাক করতে পেরেছি। বিগত ছয় মাস ধরে শি ইউ কি দারুণ খেলছে এবং ভালো ফর্মেই রয়েছে। সুতরাং আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে খেলাটা অত্যন্ত কঠিন হবে। তাই এই মুহূর্তে আমি নিজের শরীরকে বিশ্রাম দিচ্ছি পরবর্তী ম্যাচে ফিট থাকার জন্য। আগামী ম্যাচের জন্য আমি প্রস্তুত।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।