শুভব্রত মুখার্জি: ইতিমধ্যেই লেজেন্ডস লিগ ক্রিকেটের দু'টি মরশুম খেলা হয়ে গিয়েছে। বিশ্ব ক্রিকেটের মঞ্চকে কাঁপানো প্রাক্তন তারকা ক্রিকেটারদের মিলনমেলা বলা যায় এই লেজেন্ডস লিগ ক্রিকেটে। আর তৃতীয় সংস্করণে সেখানেই খেলতে চলেছেন মিসবাহ উল হক, শাহিদ আফ্রিদি, মুথাইয়া মুরলিথরন, শান্তাকুমারন শ্রীসন্ত, লেন্ডল সিমন্সের মতন প্রাক্তন তারকারা।
আরও পড়ুন: বোলারদের অপমান করা হচ্ছে- জাম্পার রানআউট করা নিয়ে হাসির মন্তব্যে চটেছেন অশ্বিন
প্রসঙ্গত ২০২৩ সালের ফেব্রুয়ারি -মার্চ মাসে হতে চলেছে লেজেন্ডস লিগ ক্রিকেটের তৃতীয় সংস্করণ। কাতারের দোহাতে এ বারের আসর বসতে চলেছে। গত মরশুমে প্রথম বার এই লিগের আসর বসেছিল ভারতে। সেখানে প্রতিযোগিতামূলক একটা লিগের সাক্ষী থাকে দর্শকরা। গত মরশুমে ভারতের ছ'টি শহরে খেলা হয়েছিল ১৫ টি ম্যাচ। গোটা বিশ্ব জুড়ে ১.২ বিলিয়ন মানুষ আনন্দ উপভোগ করেছিলেন।
আরও পড়ুন: আমি বোলার হলে ওর খেলায় দুঃখ পেতাম, T20-তে ও সেরা- সূর্যের প্রেমে ডুবে হার্দিক
বর্তমান যে ফর্ম্যাটে লিগ খেলা হয়, তাতে ফেব্রুয়ারি মাসে খেলবে তিনটি দল। এরা হল এশিয়ান লায়ন্স, ইন্ডিয়ান মহারাজাস এবং ওয়ার্ল্ড জায়ান্টস। গত বছর বিশ্ব জায়ান্টসরা জিতেছিল প্রথম ট্রফিটি। লিগ সম্প্রতি প্রাক্তন আম্পায়ার সাইমন টফেলকে লিগের ম্যাচ এথিক্স এবং রেগুলেশনের ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিটি ম্যাচের স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত এই লিগে খেলার বিষয়ে যারা তাঁদের চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন তাঁরা হলেন -
১) ওয়ার্ল্ড জায়ান্টস:- শাহিদ আফ্রিদি (পাকিস্তান),মিসবাহ উল হক (পাকিস্তান)
২) এশিয়ান লায়ন্স:- মুথাইয়া মুরলিথরন (শ্রীলঙ্কা)
৩) ইন্ডিয়ান মহারাজাস:- শান্তাকুমারান শ্রীসন্থ (ভারত)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।