বাংলা নিউজ > ময়দান > SL v BAN: কী কারণে ঘটল ভরাডুবি? দলের পারফরম্যান্সের ময়নাতদন্তে নেমে জানালেন মোমিনুল হক

SL v BAN: কী কারণে ঘটল ভরাডুবি? দলের পারফরম্যান্সের ময়নাতদন্তে নেমে জানালেন মোমিনুল হক

ম্যাচ জয়ের পর সৌজন্যের করমর্দন নায়ক প্রবীণ জয়াবিক্রমের। ছবি- শ্রীলঙ্কা ক্রিকেট।

দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১-০ তে সিরিজ খোয়াল বাংলা টাইগাররা।

নিউজিল্যান্ডে ভরাডুবির পর শ্রীলঙ্কার বিরুদ্ধেও টেস্ট সিরিজে ফের পরাজয় বাংলাদেশ দলের। প্রথম টেস্ট ড্র করার পর দ্বিতীয় টেস্টে প্রবীণ জয়াবিক্রমে দাপটে ২০৯ রানে লজ্জার হারের সম্মুখীন হতে হল মোমিনুল হক, তামিম ইকবালদের। এর ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে সিরিজ খোয়াল বাংলা টাইগাররা। ম্যাচ হেরে দলের ব্যাটসম্যানদের দিকেই আঙুল তুলছেন অধিনায়ক মোমিনুল।

লঙ্কা বোলারদের বিরুদ্ধে সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবেই দলকে ডুবতে হল বলে দাবি তাঁর। ম্যাচের পর মোমিনুল জানান, ‘আমার মনে হয় না তামিম ভাই ছাড়া আমরা কেউই প্রথম ইনিংসে ভাল ব্যাট করতে পেরেছি। নির্দিষ্ট বোলারদের বিরুদ্ধে নির্দিষ্ট পরিকল্পনার সাথে আমাদের মাঠে নামা উচিত ছিল। এমন ধরনের উইকেটে আপনি অত্যাধিক রক্ষণাত্মক বা আক্রমণাত্মক কোনটাই হতে পারবেন না। যতটা সম্ভব কম ঝুঁকি নিয়ে আপনাকে খেলতে হবে। আমার মনে হয় আমরা নিজেদের পরিকল্পনাগুলো সঠিকভাবে প্রয়োগ করতে ব্যর্থ হই।’

সিরিজে বারংবার ভাল শুরু করেও নার্ভাস নাইন্টিজস-র কবলে পড়তে হয় তামিমকে। দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে ৪৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের হাতে ছিল পাঁচ উইকেট, দরকার ২৬০ রান। তবে মধ্যাহ্নভোজের আগেই ২২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। অযাচিত ব্যাটিং বিপর্যয়ে ফের প্রশ্ন উঠে গেল লাল বলের ক্রিকেটে বাংলাদেশ ব্যাটসম্যানদের দক্ষতা নিয়ে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন