ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নতুন চেয়ারম্যান পদের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। বর্তমান আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে তাঁর মেয়াদ বাড়াতে চান না। বার্কলে ২০২০ সালের নভেম্বরে আইসিসির চেয়ারম্যান নিযুক্ত হন। তিনি ভারতের শশাঙ্ক মনোহরের স্থলাভিষিক্ত হয়েছিলেন।২০২০সালের জুলাই মাসে তাঁর পদ থেকে পদত্যাগ করেছিলেন শশাঙ্ক মনোহর।
দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ উভয়েই আইসিসির পরবর্তী সভাপতি হতে চান। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে আইসিসির নতুন সভাপতি হওয়ার দৌড়ে সৌরভ এবং শাহ এগিয়ে রয়েছেন। এই দুজনের মধ্যে কেউ যদি পরবর্তী আইসিসি সভাপতি হনতবে তিনি হবেন ভারতের পঞ্চম কর্মকর্তা,যিনি আইসিসির শীর্ষ পদে অধিষ্ঠিত হবেন। এর আগে জগমোহন ডালমিয়া (১৯৯৭-২০০০), শরদ পাওয়ার (২০১০-২০১২), এন শ্রীনিবাসন (২০১৪-২০১৫) এবং শশাঙ্ক মনোহর (২০১৫-২০২০) এই পদে ছিলেন।
বর্তমান আইসিসি চেয়ারম্যান, বার্কলে, অকল্যান্ডে অবস্থিত একজন পেশাদার আইনজীবী। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে পেশাদার প্রতিশ্রুতির কারণে বার্কলে তাঁর মেয়াদ বাড়াতে চান না এবং এমন পরিস্থিতিতে২০২২সালের নভেম্বরে আইসিসি তার নতুন চেয়ারম্যান পেতে পারে। আইসিসি সভাপতি দুই বছরের জন্য নির্বাচিত হন এবং ছয় বছরের বেশি বাড়ানো যায় না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।