বাংলা নিউজ > ময়দান > ‘কোনও চাপ তৈরি করেনি সৌরভের বোর্ড’, বিরাট অধিনায়কত্ব ছাড়ার পর দাবি BCCI কর্তার

‘কোনও চাপ তৈরি করেনি সৌরভের বোর্ড’, বিরাট অধিনায়কত্ব ছাড়ার পর দাবি BCCI কর্তার

বিরাট কোহলি। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

ওই বোর্ড কর্তা দাবি করেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের হারের জন্য বিরাট অধিনায়কত্ব ছেড়েছেন বলে মনে হয় না।

টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার জন্য বিরাট কোহলির উপর কোনও চাপ তৈরি করেনি ভারতীয় বোর্ড। এমনই দাবি করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কোষাধ্যক্ষ অরুণ ধামাল। সেইসঙ্গে দাবি করেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের হারের জন্য বিরাট অধিনায়কত্ব ছেড়েছেন বলে মনে হয় না।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ দাবি করেন, টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার জন্য বিরাটের উপর কোনওরকম চাপ তৈরি করেনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। চাপ তৈরি করেননি নির্বাচকরা। পুরোটাই একান্তভাবে বিরাটের সিদ্ধান্ত। বিরাট অনায়াসে আরও দু'তিন বছর টেস্ট দলের অধিনায়কত্ব চালিয়ে যেতে পারতেন বলে দাবি করেছেন বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ।

শনিবার সন্ধ্যায় কিছুটা চমকে দিয়েই ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দেন বিরাট। কী কারণে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন, সে বিষয়ে কিছু না জানালেও ভারতের সবথেকে সফল টেস্ট অধিনায়ক বলেন, ‘আমি যা কিছু করি, তাতে বরাবর ১২০ শতাংশ উজাড় করে দেওয়ার তত্ত্বে বিশ্বাস করে এসেছি। আমি যদি সেটা করতে না পারি, তাহলে আমি ভালোভাবে জানি যে সেটা করা আমার পক্ষে ঠিক নয়। আমার হৃদয়ে পুরোপুরি স্বচ্ছতা আছে। আমার দলের প্রতি আমি অসত্‍ হতে পারব না।’

যদিও একটি মহলের তরফে দাবি করা হয়, সৌরভের বোর্ডের জন্যই টেস্ট দলেরও অধিনায়কত্ব ছাড়তে বাধ্য হয়েছেন। সেই দাবি উড়িয়ে দিয়েছেন বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ। তাহলে কি দুর্বল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের কারণেই বিরাট অধিনায়কত্ব ছাড়লেন? সে বিষয়ে বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ বলেন, ‘আমার মনে হয় না যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারের বিষয়টি ওর সিদ্ধান্তে বেশি প্রভাব ফেলেছে। এটা দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের সিরিজ জয় হত। কোনও ভারতীয় অধিনায়ক দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিততে পারেননি। তাই ওটা কারণ হবে না। আমি নিশ্চিত যে ও ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে। ও সাত বছর ধরে দলের নেতৃত্ব দিচ্ছে। ওর মনে হয়েছে, দলের অন্য কারও অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়ার এটা সেরা সময়।’

অধিনায়ক হিসেবে না হলেও সাধারণ খেলোয়াড় হিসেবে বিরাট ভারতীয় দলকে সাফল্য এনে দেবেন বলে আশাপ্রকাশ করেছেন ধুমাল। তিনি বলেন, ‘নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেট দলের সবথেকে সফল অধিনায়ক হলেন বিরাট। আমরা ওর সিদ্ধান্তকে সম্মান জানাই। ভবিষ্যতে ব্যাটার হিসেবে যাতে সাফল্য পায়, সেজন্য আমরা সবাই ওকে শুভেচ্ছা জানাচ্ছি।  আমরা নিশ্চিত যে ওর নেতৃত্ব, মেন্টরশিপ এবং ব্যাটিং দক্ষতায় ভারতীয় ক্রিকেট সাফল্য লাভ করবে।’

বন্ধ করুন