দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট পড়ে যেতেই ইনিংস সমাপ্তির ঘোষণা করল শ্রীলঙ্কা। স্কোরবোর্ডে তখন তাদের সংগ্রহ ১৯৪। ফলে পাল্লেকেলের দ্বিতীয় টেস্টে জয় পেতে বাংলাদেশকে এখন করতে হবে ৪৩৭ রান।
নিজেদের লক্ষ্যে পৌঁছাতে গিয়ে প্রথমেই হোঁচট খায় বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। নিজের ২৪ রানে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। রমেশ মেন্ডিসের বলে নিরোশানের হাতে ক্যাচ তোলেন তামিম। তবে আউট হওয়ার আগে পর্যন্ত বেশ চালিয়েই খেলেছিলেন বাংলাদেশের এই ওপেনিং ব্যাটসম্যান। ২৬ বলে করলেন ২৪ রান। যারমধ্যে ছিল ১টি ছয় ও তিনটি চার।
দ্বিতীয় ইনিংসে ভালো বোলিং করেছেন তাইজুল ইসলাম। ৭২ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান এসেছে অধিনায়ক দিমুথ করুনারত্নের ব্যাট থেকে। এছাড়া ধনঞ্জয়া ডি’সিলভা ৪১ রানর করেন। পাথুন নিশাঙ্কা আর নিরোশান ডিকওয়েলা দুজনেই করেন ২৪ রান।
ম্যাচের দ্বিতীয় ইনিংসে তাইজুলের ৫ উইকেট ছাড়াও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ আর সাইফ হাসান।
শ্রীলঙ্কা পাল্লেকেলের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসেও ৭ উইকেটে ৪৯৩ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে প্রবীণ জয়াউইক্রমার স্পিনে দিশেহারা হয়ে যায় এবং ২৫১ রানেই গুটিয়ে যায়। যদিও বাংলাদেশকে প্রথম ইনিংসে ফলোঅন দেয়নি শ্রীলঙ্কা। ২৪২ রানে এগিয়ে থাকা লঙ্কানরা দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সামনে পর্বতসমান রান করেন। এখন বাংলাদেশ সেই পর্বতে ওঠার চেষ্টা চালাচ্ছে। চতুর্থ দিনে শেষ পর্যন্ত উইকেটে টিকে থাকার লড়াই চালাবে বাংলাদেশ।
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের প্রথম টেস্ট ড্র হলেও দ্বিতীয় টেস্টের ফল দেখার আশায় ক্রিকেট বিশ্ব। তবে শ্রীলঙ্কার হাতে চলে যাওয়া টেস্ট ম্যাচকে বাংলাদেশের ব্যাটিং শক্তি কীভাবে বাঁচায় সেটাই এখন দেখার।