শুভব্রত মুখার্জি: আইপিএলের ইতিহাসে অন্যতম সফলতম ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। পাঁচ-পাঁচটি আইপিএলের শিরোপা জিতেছে তারা। তাদের এই শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন যে সব ক্রিকেটার, তাঁদের অন্যতম ক্যারিবিয়ান টি-২০ বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো।মরশুমের পর মরশুম একাধিক ম্যাচ কখনও ব্যাট হাতে আবার কখনও বল হাতে জিতিয়েছেন ব্র্যাভো। সিএসকের পাঁচটি ট্রফির মধ্যে চারটি ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন এই তারকা ক্রিকেটার। পঞ্চম ট্রফি জয়েও তাঁর অবদান থাকলেও, এবার ক্রিকেটার হিসেবে নয়, তিনি দলের সঙ্গে যুক্ত ছিলেন বোলিং কোচ হিসেবে। সেই সম্বন্ধে বলতে গিয়েই সিএসকের কিউয়ি কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, ২০২৩ আইপিএলে সিএসকে ডোয়েন ব্র্যাভোকে দলে ক্রিকেটার হিসেবে না রাখায়, দুঃখ পেয়েছিলেন তিনি।
আরও পড়ুন: ০-৪ সিরিজ হারলেও অধিনায়ক বদল হয় না- রোহিতের সমালোচনার মাঝে ধোনিকে ঠুকলেন গাভাসকর
বর্তমানে আমেরিকাতে মেজর লিগ ক্রিকেটের খেলা চলছে। সেখানেই সিএসকে ফ্র্যাঞ্চাইজির অপর দল টেক্সাস সুপার কিংসের হয়ে খেলছেন ব্র্যাভো। সেই দলের হয়ে ফের জুটি বেঁধেছেন সিএসকের দীর্ঘদিনের কোচ এবং ক্রিকেটার স্টিফেন ফ্লেমিং এবং ডোয়েন ব্র্যাভো। মেজর লিগ ক্রিকেটের ম্যাচে টিএসকের হয়ে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করেছেন ডোয়েন ব্র্যাভো। ওয়াশিংটন ফ্রিডমের বিরুদ্ধে ৩৯ বলে ৭৬ রানের এক দুরন্ত অপরাজিত ইনিংস খেলেছেন। যদিও টিএসকেকে ম্যাচ জেতাতে পারেননি ব্র্যাভো। ম্যাচ শেষে টিএসকের হেড কোচ স্টিফেন ফ্লেমিং জানান, ২০২৩ আইপিএলে সিএসকে তাঁকে ক্রিকেটার হিসেবে না নেওয়ার ফলে আঘাত পেয়েছিলেন ব্র্যাভো।
ফ্লেমিং বলেন, ‘আজকের এই পারফরম্যান্স (টিএসকের হয়ে ফ্রিডমের বিরুদ্ধে) ঘড়ির কাটাকে যেন পিছিয়ে নিয়ে গিয়েছিল। ব্র্যাভো ওঁর পারফরম্যান্সের মধ্যে দিয়ে ঘড়িকে কয়েক বছর পিছিয়ে নিয়ে যায়। ও দেখিয়ে দিতে চেয়েছিল যে, এখনও ওঁর মধ্যে কতটা খেলা বাকি রয়েছে। এটা দেখানোর জন্য ব্র্যাভো মুখিয়ে রয়েছে। কারণ ২০২৩ সালে সিএসকে যখন ওঁকে দলে ক্রিকেটার হিসেবে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তখন খুব আঘাত পেয়েছিল ও। আর সেই কারণেই ও আরও বেশি করে তেতে রয়েছে নিজেকে প্রমাণ করতে। ও অসাধারণ প্রতিভাবান একজন ক্রিকেটার।’
প্রসঙ্গত ২০২৩ সালে পঞ্চম আইপিএল জিতেছে চেন্নাই সুপার কিংস দল। সেই দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব সামলান ডোয়েন ব্র্যাভো। কী ভাবে সিএসকের বোলিং কোচের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি সেই নেপথ্য কাহিনীও কিছু দিন আগেই সামনে এনেছিলেন ডোয়েন ব্র্যাভো। চেন্নাই দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি হঠাৎ করেই তাঁকে একদিন ফোন করে বোলিং কোচের দায়িত্ব নেওয়ার অনুরোধ করেছিলেন, যা তিনি ফেলতে পারেননি।
উল্লেখ্য, ওয়াশিংটন ফ্রিডম প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৬৩ রান করে। ম্যাথু শর্ট করেন ৫০ বলে ৮০ রান। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় টিএসকে। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৫৭ রান তোলা সম্ভব হয়েছে তাদের পক্ষে। আর তা সম্ভব হয়েছে ডোয়েন ব্র্যাভো অনবদ্য অপরাজিত ৭৬ রানের সুবাদেই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।