বাংলা নিউজ > ময়দান > ফ্লপ করছেন ম্যাক্সওয়েল, পাশে পেলেন সতীর্থদের

ফ্লপ করছেন ম্যাক্সওয়েল, পাশে পেলেন সতীর্থদের

গ্লেন ম্যাক্সওয়েল (ANI)

এবার তাদের দেশেই বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। তবে সেই আসর শুরুর আগেই কিছুটা হলেও চাপে অস্ট্রেলিয়া দল। তাদের চিন্তার অন্যতম কারণ তাদের তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট হাতে ফর্মহীনতা।

শুভব্রত মুখার্জি: গতবারের টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া দল। আমিরশাহিতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে ফাইনালে নিউজিল্যান্ড দলকে হারিয়ে খেতাব জিতেছিল অজিরা। এবার তাদের দেশেই বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। তবে সেই আসর শুরুর আগেই কিছুটা হলেও চাপে অস্ট্রেলিয়া দল। তাদের চিন্তার অন্যতম কারণ তাদের তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট হাতে ফর্মহীনতা। তবে এই কঠিন সময়ে তার পাশে এসে দাঁড়িয়েছেন তার সতীর্থরা। তাকে দলের গুরুত্বপূর্ণ অংশ মেনে নিয়েছেন কার্যত সকলেই।

গ্লেন ম্যাক্সওয়েল হঠাৎ করেই ফর্মহীনতার সম্মুখীন হয়েছেন। তার শেষ ছটি ইনিংসে তিনি দুই অঙ্কের রানও করতে পারেননি। ম্যাক্সির পাশে দাঁড়িয়ে ক্রিকেট ডট কম ডট এইউকে জস হ্যাজেলউড বলেছেন 'আমি সম্প্রতি গ্লেনের সঙ্গে অনেকটাই ক্রিকেট খেলেছি। বিশেষ করে আরসিবি (রয়্যাল চ্যালেজ্ঞার্স ব্যাঙ্গালোর) এবং অস্ট্রেলিয়া দলের হয়ে। ক্রিকেট খেলাটার তিনটি দিকেই (ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং) ও অনবদ্য।'

তিনি আরও যোগ করেন 'মাঠে যতক্ষণ গ্লেন ম্যাক্সওয়েল থাকে ততক্ষণ ও দলকে হয় ব্যাট না হয় বল হাতে অথবা ফিল্ডিং করে জেতানোর ক্ষমতা রাখে। সুতরাং আমাদের দলের গুরুত্বপূর্ণ অংশ ও। দলের‌ ভারসাম্যটা ও থাকলে সুন্দরভাবে রক্ষিত হয়। আমরা কখনও চাই না ও নিজের স্বাভাবিক খেলাটা ছেড়ে অন্যভাবে খেলুক। ও এমন এক ক্রিকেটার যে বলটা দেখে খেলে। আর এটাই আমরা সবসময় ওর কাছ থেকে চাই।'

হ্যাজেলউডের মতে 'আমাদের দলে ব্যাটিং গভীরতা রয়েছে। ও (গ্লেন ম্যাক্সওয়েল) তার গুরুত্বপূর্ণ অঙ্গ। ও ক্রিজে নেমে কোনও ভয় ছাড়াই নিজের আক্রমণাত্মক খেলাটা খেলতে পারে। সেটা প্রথম ছয় ওভারেই হোক কিংবা তারপরে স্পিনের বিরুদ্ধে। স্পিনের‌ বিরুদ্ধে তো ও ধ্বংসাত্মক ব্যাটিং করে। ফলে আমি যেটা মনে করি সেটা হল ওকে মুক্তমনে থাকতে হবে। তাহলেই ও নিজের খেলাটা খেলতে পারবে।' উল্লেখ্য ৩৩ বছর বয়সি ম্যাক্সওয়েল ভারতের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া ৩ম্যাচের টি-২০ সিরিজে ৩ ম্যাচে মাত্র ৭ রান করেছিলেন। যার মধ্যে আবার একটি ইনিংসে তিনি শূন্য রানেই আউট হয়ে যান।

বন্ধ করুন