শুভব্রত মুখার্জি: চলতি মহিলা টি-২০ বিশ্বকাপের ম্যাচে শুক্রবার কেপটাউনে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। কার্যত একপেশে একটা ম্যাচের সাক্ষী থেকেছে দর্শকরা। যেখানে নিউজিল্যান্ড ব্যাটাররা রীতিমতো ছেলে খেলা করেছে বাংলাদেশ বোলারদের নিয়ে। ফলে ম্যাচে ৭১ রানের বিরাট বড় ব্যবধানে জয় পেয়েছে নিউজিল্যান্ড দল। তাদের এই জয়ে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তাদের ওপেনার ব্যাটার সুজি বেটস। তাঁর মারকুটে দুরন্ত ইনিংস ফারাক গড়ে দিয়েছে দুই দলের। আর এই ইনিংস খেলেই ইতিহাস গড়ে ফেলেছেন তিনি । গড়ে ফেলেছেন এক নয়া নজির। মহিলা টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক ম্যাচ সেরার পুরস্কার পাওয়া ক্রিকেটার হয়েছেন তিনি।
আরও পড়ুন… ভিডিয়ো: দেখুন পাকিস্তানের সূর্যকুমার যাদবকে! এই শট দেখে নিশ্চিত অবাক হবেন
আর এই নজির গড়ার পথে এদিন সুজি বেটস টপকে যান প্রাক্তন ইংরেজ ব্যাটার চার্লট এডওয়ার্ডসকে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ সেরা হয়ে টি-২০ বিশ্বকাপের মঞ্চে আটবার এই পুরস্কার জিতলেন তিনি। আর সঙ্গে সঙ্গেই ভেঙে দিলেন চার্লট এডওয়াডর্সের নজির। যিনি মহিলা টি-২০ বিশ্বকাপে সাতবার এই সম্মান অর্জন করেছিলেন। পাশাপাশি অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলিও এই পুরস্কার পেয়েছেন সাতবার। এ ছাড়া তালিকায় রয়েছেন দুই ক্যারিবিয়ান তারকা ডিয়েন্দ্রা ডটিন এবং স্টেফানি টেলর। দুজনেই ছয় বার করে এই পুরস্কার জেতার কৃতিত্ব অর্জন করেছিলেন।
আরও পড়ুন… IPL এবার উত্তরপূর্বে! সঞ্জুরা খেলবেন অসমে, RR-এর হোম গ্রাউন্ড গুয়াহাটি
এদিন ম্যাচে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড দল। প্রথম থেকেই খুনে মেজাজে ব্যাটিং করেছেন সুজি বেটস। মাত্র ৬১ বলে তিনি করেছেন ৮১ রান। ১৩২.৭৮ স্ট্রাইক রেটে করেছেন রান। তাঁর ইনিংস সাজানো ছিল ৭টি চার এবং একটি ছয়ে। ৮১ রানের ইনিংস খেলে তিনি অপরাজিত থেকে যান। তাঁকে যোগ্য সঙ্গত দেন ওপেনার বার্নাদিন। যিনি ২৬ বলে করেছেন ৪৪ রান। এছাড়াও ইনিংসের শেষদিকে ম্যাডি গ্রিন ২০ বলে ৪৪ রান করে অপরাজিত থেকে যান। ফলে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৮৯ রান করে নিউজিল্যান্ড। ১৯০ রানের জয়ের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বাংলাদেশ দল ২০ ওভারে আট উইকেটে ১১৮ রান করতে সমর্থ হয়। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেছেন শোর্না আখতার। এছাড়াও মুর্শিদা খাতুন করেছেন ৩০ রান। ওপেনার শামিমা সুলতানা ১৪ রান করেন। এছাড়া আর কোন ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। ফলে ৭১ রানের বিরাট ব্যবধানে ম্যাচ হারতে হয় বাংলাদেশকে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।