জমে উঠেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল ২০২৩)। ক্রিকেটের নানা আকর্ষণীয় দৃশ্য সামনে আসছে। শুক্রবার মুলতান সুলতান ও পেশোয়ার জালমির মধ্যে খেলায় এমনই এক দৃশ্য ক্রিকেট বিশ্বের সামনে এসেছে। সুলতানদের হয়ে তিন নম্বরে ব্যাট করতে আসা তরুণ ব্যাটসম্যান সাইম আইয়ুব তার স্টাইলিশ ব্যাটিং দিয়ে ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করে দিয়েছেন। দ্রুত ব্যাটিং করতে গিয়ে মাত্র ৩৩ বলে অর্ধশতরান হাঁকিয়েছিলেন তিনি। এই সময় সাইম মারেন ৩টি চার ও ৩টি ছক্কা। এই ইনিংস খেলার সময়ে সাইম আয়ুব থার্ডম্যানের উপর দিয়ে এমন স্টাইলিশ ছক্কা মেরেছেন যে দর্শকদের অবাক করেছে। এই ছক্কা দেখে সকলে শুধু তাকিয়েই ছিলেন।
আরও পড়ুন… ভারতের পিচে সব সময় যথেষ্ট পেস থাকে- অস্ট্রেলিয়ার ইনিংস ধ্বংস করে কী বললেন মহম্মদ শামি?
সপ্তম ওভারের শেষ বলে এই দৃশ্য দেখা যায়। ৯ বলে ১৮ রান করার পর ক্রিজে খেলছিলেন স্যাম। এই ওভারের প্রথম বলটি আব্বাস আফ্রিদি করতে আসেন। বল আসার সঙ্গে সঙ্গে সাইম এক পায়ে দাঁড়িয়েছিলেন এবং না তাকিয়েই, পায়ের মাঝখানে ব্য়াট পেতে বলটি তুলে দেন থার্ডম্যানের উপর দিয়ে। সাইমের এই স্টাইলিশ ছয়টি এতটাই দর্শনীয় ছিল যে এই ছক্কার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে পিসিবি। এই ছক্কা দেখে ধারাভাষ্যকাররাও ব্যাটারের প্রশংসা করতে ক্লান্ত হননি। তবে দুর্দান্ত ব্যাটিং করা স্যাম ৩৭ বলে ৫৬ রান করে আউট হন। ১৫তম ওভারের পঞ্চম বলে উসামা মিরের বলে আউট হন তিনি। সুলতানদের ২১১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে জালমি ১৫.১ ওভারে ১৩৫ রানে ৭ উইকেট হারিয়েছিল। এরপর ১৮.৫ ওভারে ১৫৪ রানে গুটিয়ে যায় পুরো দল। মুলতান সুলতান ম্যাচ জিতেছে ৫৬ রানের বিশাল ব্যবধানে।
আরও পড়ুন… IPL এবার উত্তরপূর্বে! সঞ্জুরা খেলবেন অসমে, RR-এর হোম গ্রাউন্ড গুয়াহাটি
সাইম আইয়ুবের বয়স হল মাত্র ২০ বছর। পাকিস্তানের করাচি শহরে জন্মগ্রহণ করেছেন সাইম আইয়ুব। বাঁ-হাতি এই ব্যাটসম্যান এখনও পর্যন্ত ১০টি প্রথম শ্রেণি, ১৪টি লিস্ট এ এবং ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণিতে তাঁর গড় ৩২.২৫, লিস্ট এ-তে ৪৬.৬৪ এবং টি-টোয়েন্টিতে ২৫.৪০। ২০২১ সালে তাঁর টি-টোয়েন্টিতে অভিষেক হয়ে ছিল। তার ছোট ক্যারিয়ারে তিনি তাঁর স্টাইলিশ ব্যাটিং দিয়ে সকলকে মুগ্ধ করেছে। অনেকেই সাইম আইয়ুবের শট দেখে সূর্যকুমার যাদবের কথা মনে করেছেন। সোশ্যাল মিডিয়াতে অনেকেই সূর্যের শটের সঙ্গে আইয়ুবের শটের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন। তবে সূর্য যে উচ্চতায় পৌঁছে গিয়েছে তাতে এই একটা ক্লিপ এখনই আইয়ুবকে সেই উচ্চতায় নিয়ে যেতে পারবে না।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।