শুভব্রত মুখার্জি: ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আর বেশি দেরি নেই। হাতে রয়েছে তিন মাসের কিছুটা বেশি সময়। তার আগেই চিন্তার ভাঁজ পড়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কপালে। ডান হাতি মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ারের পিঠের চোট এখনও সারেনি। চোট এতটাই গুরুতর পর্যায়ে পৌঁছেছিল যে সম্প্রতি বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে অর্থাৎ এনসিএতে নাকি তাঁকে ইনজেকশনও দিতে হয়েছে। এনসিএর এক সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে যে শ্রেয়সের পিঠের চোটের যা অবস্থা তাতে করে আসন্ন ২০২৩ এশিয়া কাপেও অনিশ্চিত তিনি।
কলকাতা নাইট রাইডার্সের তারকা কয়েকমাস আগে ভারতের মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ টেস্টে পিঠের ব্যথার কারণেই আর ব্যাট করতে নামতে পারেননি। এই চোটের ফলে আইপিএল এমনকি ডব্লুটিসির ফাইনালেও খেলতে পারেননি তিনি। বর্তমানে বেঙ্গালুরুতে এনসিএতে রিহ্যাবে রয়েছেন শ্রেয়স আইয়ার। সেখানে ফিজিওথেরাপির মধ্যে রয়েছেন তিনি। ভারতের আসন্ন ক্যারিবিয়ান সফরের দলেও এই ২৮ বছর বয়সি ব্যাটারকে নির্বাচন করা হয়নি। যশস্বী জসওয়াল এবং রুতুরাজ গায়কোয়াড়ের মতন তারকারা জায়গা করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে। ভারত ক্যারিবিয়ান সফরে তাদের প্রথম টেস্ট খেলবে ১২ জুলাই ডমিনিকাতে।
এনসিএর এক সূত্র অনুযায়ী শ্রেয়স আইয়ারের চোটের এই মুহূর্তে যা অবস্থা তাতে করে এশিয়া কাপে তিনি যে খেলবেন তা একেবারেই নিশ্চিত নয়। এবারের এশিয়া কাপ খেলা হবে হাইব্রিড মডেলে। চারটি ম্যাচ হবে পাকিস্তানে। বাকি সবকটি ম্যাচ হবে শ্রীলঙ্কায়। এখনও পর্যন্ত যা খবর তাতে অগস্ট-সেপ্টম্বর মাসেই খেলা হবে এই টুর্নামেন্ট। তার আগে শ্রেয়সের পিঠের চোট তাঁকে এতটাই সমস্যায় ফেলছিল যে ব্যথা কমাতে তাঁকে ইনজেকশনও নিতে হয়েছে। চলতি বছরেই পিঠের চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলা হয়নি তার। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজেও 'স্টিফ ব্যাক' এর সমস্যার কথা জানিয়েছিলেন তিনি। ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকে নানা সময়ে চোট আঘাতের সমস্যায় ভুগতে হয়েছে তাঁকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।