
The Ashes: চোট পাওয়া হ্যাজেলউডের বদলে অ্যাডিলেড টেস্টে মাঠে নামছেন কে? প্রথম একাদশ জানিয়ে দিল অস্ট্রেলিয়া
১ মিনিটে পড়ুন . Updated: 15 Dec 2021, 04:54 PM IST- ডেভিড ওয়ার্নার কি ডে-নাইট টেস্টে মাঠে নামতে পারবেন? স্পষ্ট হয়ে গেল ছবিটা।
চোটের জন্য অ্যাসেজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন অভিজ্ঞ পেসার জোস হ্যাজেলউড। ফলে অ্যাডিলেড টেস্টের প্লেয়িং ইলেভেনে অস্ট্রেলিয়াকে বদল করতেই হতো। দ্বিতীয় টেস্ট শুরুর আগের দিনই অস্ট্রেলিয়া তাদের প্লেয়িং ইলেভেন জানিয়ে দেয়। প্রত্যাশা মতোই তাতে বদল চোখে পড়ে।
হ্যাজেলউডের বদলে অ্যাডিলেডের ডে-নাইট টেস্টে মাঠে নামতে চলেছেন ঝাই রিচার্ডসন। এছাড়া প্রথম টেস্টের বাকি দশজন নিজেদের জায়গা ধরে রেখেছেন প্লেয়িং ইলেভেনে। যার অর্থ, চোটের জন্য অনিশ্চয়তায় থাকা ডেভিড ওয়ার্নারকে নিয়েও ছবিটা স্পষ্ট হয়ে যায়। ফিট হয়ে ওঠা ডেভিড মাঠে নামছেন দ্বিতীয় টেস্টেও।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: মার্কাস হ্যারিস, ডেভিড ওয়ার্নার, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ, ট্রেভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (ক্যাপ্টেন), মিচেল স্টার্ক, ন্যাথন লিয়ঁ ও ঝাই রিচার্ডসন।