টি-২০ ক্রিকেটে সচরাচর ব্যাটসম্যানদের একতরফা দাপট দেখা যায়। চার-ছক্কার ফুলঝুরি দেখতেই দর্শকরা মাঠে আসেন। কদাচিৎই ২০ ওভারের কোনও ম্যাচে বোলারদের ছড়ি ঘোরাতে দেখা যায়। বৃহস্পতিবার তেমনই একটি ব্যতিক্রমী ম্যাচ দেখা গেল তামিলনাড়ু প্রিমিয়র লিগে, যেখানে আগাগোড়া বোলাররা আধিপত্য দেখান ব্যাটারদের উপরে।
সালেমে লিগের ২১তম ম্যাচে ত্রিচির মুখোমুখি হয় মাদুরাই প্যান্থার্স। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ত্রিচি। যদিও তাদের সেই সিদ্ধান্ত কতটা যথাযথ, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে দিনের শেষে। কেননা শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে ত্রিচি। তারা ১৮.৫ ওভার ব্যাট করেই সব উইকেট হারিয়ে বসে।
একা কুম্ভ হয়ে লড়াই চালান মণি ভারতী। তিনি নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন। ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪০ বলে ৪৮ রান করে সাজঘরে ফেরেন ভারতী। বাকিদের মধ্যে দুই অঙ্কের রান করেন শুধু ফ্রান্সিস রকিন্স ও ডারিল ফেরারিও। ফ্রান্সিস ৩টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ১৮ রানের সতর্ক ইনিংস খেলেন। ডারিল ১টি বাউন্ডারির সাহায্যে ২৩ বলে ২১ রান করে মাঠ ছাড়েন।
এছাড়া টি সরন ৫, জাফর জামাল ১, অ্যান্তনি ৩, গডসন ১, রঘুপতি ১ ও ঈশ্বরন অপরাজিত ১ রান করেন। খাতা খুলতে পারেননি ক্যাপ্টেন গঙ্গা শ্রীধর রাজু ও আর রাজকুমার।
মাদুরাইয়ের ছয় বোলারই পালা করে উইকেট তোলেন। পি সরবন ২৩ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। ১৩ রানে ২টি উইকেট নেন গুরজপনীত সিং। ৬ রানে ২টি উইকেট পকেটে পোরেন অজয় কৃষ্ণ। ওয়াশিংটন সুন্দর ১৩ রান খরচ করে ১টি উইকেট সংগ্রহ করেন। এছাড়া স্বপ্নিল সিং ও মুরুগান অশ্বিন ১টি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে মাদুরাই ১৭ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১০৮ রান তুলে ম্যাচ জিয়ে যায়। অর্থাৎ, ১৮ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে তারা। সুরেশ লোকেশ্বর ৫টি বাউন্ডারির সাহায্যে ৩৯ বলে ৩২ রান করেন। ২টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১১ রান করেন ক্যাপ্টেন হরি নিশান্ত। জগদীশান কৌশিক ১৭ বলে ১৯ রান করেন। তিনি ১টি চার মারেন। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৯ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন স্বপ্নিল সিং। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ১৮ রান করে নট-আউট থাকেন ওয়াশিংটন সুন্দর।
ত্রিচির হয়ে টি নটরাজন ১৪ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। ২টি উইকেট সংগ্রহ করেন কে ঈশ্বরন। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন পি সরবন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।