একসঙ্গে দুই সহকারী কোচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল দিল্লি ক্যাপিটালস। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে অজিত আগরকর ও শেন ওয়াটসনকে বিদায় জানাল দিল্লি ফ্র্যাঞ্চাইজি।
২০২২ সালের মেগা আইপিএল নিলামের পরে আগরকর ও ওয়াটসন দিল্লি শিবিরে সাপোর্ট স্টাফ হিসেবে যোগ দেন। তবে ২০২৩-এর আইপিএল অভিযান নিতান্ত হতাশাজনকভাবে শেষ হওয়ায় পরেই এমন পদক্ষেপ নেয় ক্যাপিটালস।
১০ দলের টুর্নামেন্টে এবার নয় নম্বরে শেষ করার পরেই দিল্লির কোচিং টিমে রদবদল হতে পারে বলে শোনা যাচ্ছিল। নিশানায় ছিলেন হেড কোচ রিকি পন্টিং ও সহকারী কোচ শেন ওয়াটসন। আপতত পন্টিংয়ের চাকরি বহাল থাকলেও বিদায় নিতে হল ওয়াটসনকে।
অন্যদিকে অজিত আগরকর ভারতের নতুন নির্বাচক প্রধান নিযুক্ত হতে পারেন অবিলম্বে। একাধিক হেভিওয়েট প্রাক্তনীর নাম ঘোরাফেরা করছে বোর্ডের অন্দরমহলে। তবে দৌড়ে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়ার প্রাক্তন পেসার।
উল্লেখ্য, দিল্লি ক্যাপিটালস আইপিএল ২০২৩-এর ১৪টি লিগ ম্যাচের মধ্যে মাত্র ৫টি ম্যাচে জয় তুলে নিতে সক্ষম হয়। ৯টি ম্যাচে হারের মুখ দেখতে হয় তাদের। ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে কেবলমাত্র সানরাইজার্স হায়দরাবাদের উপরে অবস্থান করে ক্যাপিটালস।
হেড কোচ রিকি পন্টিং ও ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভবিষ্যৎ নিয়ে আগেই ইঙ্গিত মিলেছে দিল্লি ক্যাপিটালসের তরফে। দিল্লি শিবির যে দুই কিংবদন্তিকে সামনে রেখেই নতুন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করছে, সেটা স্পষ্ট বুঝিয়ে দেন পার্থ জিন্দাল। ক'দিন আগেই জিন্দাল টুইট করে জানান যে, পন্টিং ও সৌরভকে সঙ্গে নিয়েই তাঁরা নতুন মরশুমে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেছেন ইতিমধ্যেই।
এবছর নিয়মিত অধিনায়ক ঋষভ পন্তের অভাব টের পায় দিল্লি ক্যাপিটালস। গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া যাবৎ ক্রিকেট থেকে দূরে রেয়েছেন তিনি। পন্ত দ্রুত সুস্থ হয়ে উঠছেন বটে, তবে এখনও ব্যাট হাতে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। নিজের শারীরিক সক্ষমতা ফিরিয়ে আনার দিকেই আপাতত যাবতীয় মনোসংযোগ রয়েছে তরুণ উইকেটকিপার-ব্যাটারের। শারীরিকভাবে ফিট হয়ে ওঠার পরেই স্কিল ট্রেনিং শুরু করবেন ঋষভ।
পন্তের বদলে এবছর আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেন ডেভিড ওয়ার্নার। নিজে ব্যাট হাতে রান পেলেও অজি তারকা সামনে থেকে উদ্দীপ্ত করতে পারেননি সতীর্থদের। সুতরাং আগামী মরশুমে ঋষভ পন্ত ফিরে এলে তাঁর হাতেই পুনরায় উঠতে পারে নেতৃত্বের ব্যাটন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।