হেতমায়ের থেকে ক্রিস লিন, রয়েছেন যুব বিশ্বকাপের তারকাও, আমিরশাহির নতুন টি-২০ লিগ International League T20-র জন্য ১৪ জনের স্কোয়াড গড়ে নিল আদানি গ্রুপের নতুন ক্রিকেট দল গালফ জায়ান্টস। দেখে নিন ক্রিকেটারদের তালিকা।
1/15দিল্লি ছেড়ে আইপিএলে রাজস্থান রয়্যালসে যোগ দেওয়া ক্যারিবিয়ান তারকা শিমরন হেতমায়েরকে জালে তুলল গালফ জায়ান্টস।
2/15অভিজ্ঞ ব্রিটিশ অল-রাউন্ডার ক্রিস জর্ডনকে দলে নিল আদানি গ্রুপের নতুন ক্রিকেট দল। টি-২০ ক্রিকেটে জর্ডন কতটা কার্যকরী, এতদিনে সেটা সবার জানা।
3/15অস্ট্রেলিয়ার আগ্রাসী টপ অর্ডার ব্যাটসম্যান ক্রিস লিন যোগ দিলেন গালফ জায়ান্টসে। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁকে ছাড়ে কিনা, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
4/15একদা কলকাতা নাইট রাইডার্সে খেলে যাওয়া ব্রিটিশ টপ অর্ডার ব্যাটসম্যান টম ব্যান্টন যোগ দিলেন গালফ জায়ান্টসে। ওপেন করার পাশাপাশি উইকেটকিপিং করেন ব্যান্টন।
5/15নমিবিয়ার হয়ে মাঠে নামা ডেভিড ওয়াইজ যোগ দিলেন গালফ জায়ান্টস দলে। টি-২০ ক্রিকেটে অত্যন্ত কার্যকরী অল-রাউন্ডার তিনি।
8/15ইংল্যান্ডের অল-রাউন্ডার জেমি ওভার্টনকে দলে নিয়ে শক্তি বাড়াল গালফ জায়ান্টস।
9/15নিজের অভিষেক টি-২০ ম্যাচেই বিরাট কোহলিকে সাজঘরে ফিরিয়ে চমকে দিয়েছিলেন রিচার্ড গ্লিসন। সেই ম্যাচে তিনি আউট করেন রোহিত শর্মা এবং ঋষভ পন্তকেও। এহেন ব্রিটিশ পেসারকে ইন্টারন্যাশনাল লিগ টি-২০'র জন্য দলে নিল গালফ জায়ান্টস।