শুভব্রত মুখার্জি: কাতার ফুটবল বিশ্বকাপের আগেই ধাক্কা খেল স্প্যানিশ ফুটবল দল। নিজেদের ঘরের মাটিতে দীর্ঘ চার বছর অপরাজেয় থাকার পরে ভেঙে গেল তাদের অপরাজিত থাকার রেকর্ড। শনিবার রাতেই তাদের হারতে হল সুইজারল্যান্ড দলের কাছে। ফলে ঘরের মাঠে স্পেনের জয়রথ থামিয়ে দিল সুইজারল্যান্ড। নিজেদের দেশের মাটিতে ২০১৮ সালের অক্টোবরের পর থেকে কোন ম্যাচে হারেনি স্পেন। প্রায় চার বছর ধরে তারা টানা ২২টি ম্যাচ অপরাজিত ছিল। অবশেষে সুইজারল্যান্ডের কাছে এসে ধাক্কা খেল স্প্যানিশ 'আর্মাডা'।
প্রসঙ্গত ২০১০ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা সাম্প্রতিককালে বেশ ভালো ফর্মে রয়েছেন। তাদেরকে আসন্ন কাতার বিশ্বকাপেও অনেকে ফেভারিট হিসেবে মেনে নিচ্ছেন। এবার উয়েফা নেশন্স লিগের ম্যাচে তাদেরকে ঘরের মাঠে হারিয়ে দিল সুইসরা। বিশ্বকাপের আগেই পাওয়া এই হারের তেঁতো স্বাদ তাদের জন্য চিন্তার কারণ বলেই মত দেশের ফুটবল পন্ডিতদের। নেশন্স লিগের দুই নম্বর গ্রুপে রয়েছে দুই দল। সেখানকার ম্যাচে স্পেনের বিরুদ্ধে সুইজারল্যান্ড জিতল ২-১ গোলে। উল্লেখ্য নেশন্স লিগের চলতি আসরে এটিই স্পেনের প্রথম হার।
আরও পড়ুন… এক শব্দের টুইটে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ভূয়সি প্রশংসা অশ্বিনের
লা রোমারেডা স্টেডিয়ামে ম্যাচের ২১ মিনিটে ম্যানুয়েল আকাঞ্জির করা গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। বিরতিতে যাওয়ার সময়তে ১-০ গোলে এগিয়ে ছিল সুইস দল। দ্বিতীয়ার্ধে জর্দি আলবার গোলে সমতা ফেরায় স্পেন। তবে সমতা ফেরানোর তিন মিনিট পরেই ব্রিল এম্বোলোর গোলে এগিয়ে যায় সুইসরা। এরপরে সুযোগ পেলেও আর সেই গোল শোধ করতে পারেনি স্পেন। ফলে ২-১ গোলে হারতে হয় তাদের।
এই হারের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারাতে হল তাদের। শীর্ষে উঠে এসেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। তারা অপর ম্যাচে আবার ৪-০ গোলে হারিয়ে দিয়েছে চেক প্রজাতন্ত্রকে। মাঠে রক্তাক্ত নাক নিয়েই খেলা চালিয়ে যান রোনাল্ডো। এমনকি গোলও করেছেন তিনি। প্রসঙ্গত স্প্যানিশ দল সুইজারল্যান্ডের বিরুদ্ধে আগের ১৮টি ম্যাচে মাত্র একটি ম্যাচে হেরেছিল। আর সেটি ছিল ২০১০ সালের বিশ্বকাপে গ্রুপপর্বে ইনিয়েস্তাদের প্রথম ম্যাচ। সেই ম্যাচে ১-০ গোলে হারের পর শনিবার রাতে ফের হারের মুখ দেখল লা রোজারা। এই হারের ফলে তাদের ফাইনালে যাওয়ার সমীকরণ বেশ কঠিন হল তা বলাই বাহুল্য।
আরও পড়ুন… ৩ ওভারে দরকার ৩০ রান, বলটা আমায় দাও! ২০০৭ বিশ্বকাপের স্মৃতি তুলে ধরলেন ভাজ্জি
নেশন্স লিগের গ্রুপের পাঁচ ম্যাচে দুটি জয়, দুটি ড্র ও একটি ম্যাচে পরাজয়ের ফলে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আপাতত রয়েছে স্পেন। সমান সংখ্যক ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পর্তুগাল। মঙ্গলবার রাতে শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই ইউরোপীয়া জায়ান্ট। যে ম্যাচটি একেবারে 'ডু অর ডাই' ম্যাচ স্পেনের সামনে। তাদেরকে জিততেই হবে। আর অপরদিকে ড্র করলেই হবে পর্তুগালের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।