বাংলা নিউজ > ময়দান > ভিডিয়ো: T20 Blast 2023-এ জ্বলে উঠেছেন শাহিন আফ্রিদি, পরপর দু ম্যাচের প্রথম বলেই নিলেন উইকেট

ভিডিয়ো: T20 Blast 2023-এ জ্বলে উঠেছেন শাহিন আফ্রিদি, পরপর দু ম্যাচের প্রথম বলেই নিলেন উইকেট

T20 Blast 2023-এ জ্বলে উঠেছেন শাহিন আফ্রিদি (ছবি-টুইটার)

টি টোয়েন্টি ব্লাস্টের লিসেস্টারশায়ার ফক্সের বিরুদ্ধে বল হাতে আবারও উজ্জ্বল পারফরমেন্স করলেন পাকিস্তানের পেস বোলার। টি-টোয়েন্টি ব্লাস্ট ম্যাচে টানা দ্বিতীয়বারের মতো ইনিংসের প্রথম বলে উইকেট শিকার করলেন শাহিন আফ্রিদি।

নটিংহ্যামশায়ারের জার্সি গায়ে বল হাতে ফের জবলে উঠলেন পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি। টি টোয়েন্টি ব্লাস্টের লিসেস্টারশায়ার ফক্সের বিরুদ্ধে বল হাতে আবারও উজ্জ্বল পারফরমেন্স করলেন পাকিস্তানের পেস বোলার। টি-টোয়েন্টি ব্লাস্ট ম্যাচে টানা দ্বিতীয়বারের মতো ইনিংসের প্রথম বলে উইকেট শিকার করলেন শাহিন আফ্রিদি। এদিনের ম্যাচে পিটার হ্যান্ডসকম্বকে আউট করে এমনটা করেছেন শাহিন। টি-টোয়েন্টি ব্লাস্টে নিজেদের দলের আগের ম্যাচেই খেলায় প্রথম ওভারের প্রথম বলেই উইকেট পেয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। সেই ম্যাচে ইনিংসের প্রথম বলে ওয়ারউইকশায়ারের অ্যালেক্স ডেভিসকে আউট করেছিলেন শাহিন।

পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন আফ্রিদি ইংল্যান্ডে চলতি টি-টোয়েন্টি ব্লাস্টে ইতিহাস তৈরি করেছিলেন। যখন তিনি ওয়ারউইকশায়ারের বিরুদ্ধে ম্যাচের প্রথম ওভারেই চার উইকেট নিয়েছিলেন। হ্যাঁ, এর মাধ্যমেই টি-টোয়েন্টি ক্রিকেটে ইনিংসের প্রথম ওভারে চার উইকেট নেওয়া বিশ্বের প্রথম বোলার হয়ে গিয়েছিলেন শাহিন আফ্রিদি। তিনি তাঁর ওভারে মাত্র সাত রান খরচ করে এই কীর্তিটি করেছিলেন। যদিও এই দুর্দান্ত পারফরম্যান্সের পরেও তাঁর দলকে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল। দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচ সেরার পুরস্কার পেয়েছিলেন শাহিন আফ্রিদি।

সেই ম্যাচের পরে আবার বল হাতে জ্বলে উঠলেন শাহিন শাহ আফ্রিদি। তিনি লিসেস্টারশায়ারের বিরুদ্ধে নিজের চার ওভারের স্পেলে দিলেন মোট ২৬ রান এবং তিনি শিকার করলেন মোট দুটি উইকেট। লিসেস্টারশায়ারের ব্যাটিং ইনিংসের প্রথম বলেই পিটার হ্যান্ডসকম্বকে সাজঘরে ফেরান তিনি। শাহিনের বলে অ্যালেক্স হ্যালসের হাতে ক্যাচ দিয়ে আউট হন পিটার হ্যান্ডসকম্ব। এরপরে রোমান ওয়াকারকে সাজঘরের পথ দেখান শাহিন আফ্রিদি। এভাবেই এই ম্যাচে দুই উইকেট শিকার করেন তিনি।

ম্যাচের কথা বললে এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল নটিংহ্যামশায়ার। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৬৮ রান তুলেছিল তারা। টম মোরেস দলের হয়ে সর্বোচ্চ ৪০ বলে ৬৮ রানের ইনিংস খেলেন। এই ম্যাচে ব্যাট হাতে রানের খাতা খুলতেই পারেননি আফ্রিদি। লিসেস্টারশায়ারের হয়ে মিচেল ফিনান তিন উইকেট শিকার করেছিলেন।

জবাবে ব্যাট করতে নেমে লিসেস্টারশায়ার নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে। রোমাঞ্চকর ম্যাচে মাত্র চার রানে হেরে যায় তারা। লিসেস্টারশায়ারের হয়ে ৫০ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলেন উয়ান মুল্ডার। এছাড়াও ঋষি প্যাটেল ২০ বলে ৩৭ রানের ইনিংস খেলেন। বল হাতে নটিংহ্যামশায়ারের হয়ে দুটি করে উইকেট নেন শাহিন আফ্রিদি, ম্যাথিউ কার্টার, ইমাদ ওয়াসিম ও কালভিন হ্যারিসন। এই ম্যাচ জেতায় পয়েন্ট টেবিলে নিজেদের গ্রুপে চার নম্বরে উঠে এল শাহিন আফ্রিদির দল। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট। তবে তাদের শেষ দু ম্যাচে শাহিন যে ভাবে পারফর্ম করছেন তা দেখে প্রতিপক্ষের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

অতি ভারী বৃষ্টি ৯ জেলায়, শনিতে বইবে ঝোড়ো হাওয়াও, বিশ্বকর্মা পুজোয় এরকমই হবে? বৃষ্টিস্নাত দিল্লিতে যেন দীপাবলি! ‘হিরোর’ বরণ পেয়ে কেজরি বললেন ‘জেলের গরাদও….’ ১৭টি ছক্কা, ৫টি চার! মাত্র ৩৩ বলে সেঞ্চুরির গণ্ডি টপকে তাণ্ডব আইপিএল তারকার পুজোর গান গেয়ে ট্রোলড বাবুল!‘আমরা সফট টার্গেট বলেই…’, ফুঁসে উঠলেন তৃণমূলের বাবুল CPM বিধায়কদের সঙ্গে বৈঠক, বিয়েবাড়ির ভেজ কাউন্টার- একাকী মমতার ছবিতে মিমের বন্যা আগামী পাঁচ বছরের মধ্যে বৃষ্টিপাত ও আবহাওয়া নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা ভারতের ১৯৮৪তে ছিনতাই হওয়া বিমানে ছিলেন বাবা, সেদিনের চমকে দেওয়া ঘটনা সামনে আনলে জয়শঙ্কর বেস কিচেন পালটেগেল ক্লাউড কিচেনে, মুম্বই থেকে পরিবর্তন শুরু ভারতীয় রেলে বেঁচে আছেন লাদেন পুত্র, সলতে পাকাচ্ছেন বাবার সংগঠনে, নিরাপত্তায় ৪৫০ যোদ্ধা বিশ্বব্যাপী ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করবে স্যামসাং, প্রভাব পড়বে ভারতেও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.