সুইচ হিট নয়, বরং স্লগ রিভার্স সুইপ বলাই ভালো। শুক্রবার ভাইটালিটি ব্লাস্টে সারের রহস্য স্পিনার সুনীল নারিনকে যেভাবে ছক্কা হাঁকান সামারসেটের ওপেনার টম ব্যান্টন, সাম্প্রতিক সময়ে এমন ডাকাবুকো শট খেলতে খুব কম ব্যাটসম্যানকেই দেখা গিয়েছে।
ওভালে সারের কাছে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে সামারসেট। শুরুতেই উইল স্মিডের উইকেট হারাতে হলেও টম কোহলার-ক্যাডমোরকে সঙ্গে নিয়ে সামারসেটকে শক্ত ভিতে বসিয়ে দেন ব্যান্টন। ইনিংসের অষ্টম ওভারে প্রথমবার বল করতে আসেন সুনীল নারিন। ওভারের শেষ বলে (৭.৬ ওভারে) নারিনের ডেলিভারির ঠিক আগে স্টান্স বদল করেন ব্যান্টন।
নারিনের বলের লাইন-লেনথ অনুধাবন করেই সজোরে রিভার্স শট খেলেন ব্যান্টন। বল বাউন্ডারির বাইরে উড়ে গিয়ে সোজা গিয়ে লাগে ইলেক্ট্রনিক স্কোর বোর্ডে। ছয় রান উপহার পান ব্য়াটসম্যান। আসলে পেসারদের বলে গতি থাকে বলে জোরে শট নেওয়া তুলনায় সহজ হয় ব্যাটসম্যানদের পক্ষে। তবে স্পিনারদের বলে রিভার্স শট খেলতে গেলে যথাযথ কানেক্ট করাই কঠিন হয়ে দাঁড়ায়। ব্যান্টন এত জোরে রিভার্স শট নেন নারিনের বলে, তা অবাক করছে ক্রিকেটপ্রেমীদের।
বড় রানের ইনিংস গড়েও ম্যাচে ১৮ রানের সংক্ষিপ্ত ব্যবধানে জয় তুলে নেয় সামারসেট। নির্ধারিত ২০ ওভারে সামারসেট ৫ উইকেটের বিনিময়ে ২০৮ রান তোলে। ৮৪ রানের ঝকঝকে ইনিংস খেলে সাজঘরে ফেরেন ব্যান্টন। ৪৪ বলের ধুমধাড়াক্কা ইনিংসে তিনি ৭টি চার ও ৫টি ছক্কা মারেন। ২৩ বলে ৩৯ রান করেন ক্যাডমোর। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মারেন। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৪ বলে ৪০ রানের আগ্রাসী ইনিংস খেলে অপরাজিত থাকেন বেন গ্রিন।
সুনীল নারিন ৪ ওভার বল করে ৩৮ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। ১টি করে উইকেট সংগ্রহ করেন স্যাম কারান, শন অ্যাবট ও টম লাওয়েস। উইকেট পাননি গাস অ্যাটকিনসন ও ক্যাপ্টেন ক্রিস জর্ডন।
পালটা ব্যাট করতে নেমে সারে ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৯০ রানে আটকে যায়। উইল জ্যাকস ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৫০ রান করেন। ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৪৭ রান করেন স্যাম কারান। এছাড়া জেমি ওভার্টন ৩০ ও জর্ডন অপরাজিত ২৩ রানের যোগদান রাখেন। নারিন ৪টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ১৬ রান করে মাঠ ছাড়েন।
সামারসেটের হয়ে ম্যাট হেনরি ৩০ রানে ৪টি উইকেট নেন। ইশ সোধি ৩৩ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।