বাংলা নিউজ > ময়দান > চাপে ছিলাম, ভাগ্যের জোরে শুরুতে উইকেট পাই, অকপট দিনের সেরা কুলদীপের

চাপে ছিলাম, ভাগ্যের জোরে শুরুতে উইকেট পাই, অকপট দিনের সেরা কুলদীপের

বাংলাদেশের বিরুদ্ধে কুলদীপ যাদব (ছবি-এপি)

এ দিনের ম্যাচের পরে কুলদীপ যাদব বলেন, ‘শুরুতে একটু নার্ভাস ছিলাম। প্রথম ওভারে প্রথম উইকেট পেয়ে কিছুটা ভাগ্যবান ছিলাম। কয়েক ওভারের পরে আমি ভালো অনুভব করতে শুরু করেছি, আমি আমার ডেলিভারিগুলিকে মিশ্রিত করছিলাম এবং ভালো টার্নও পাচ্ছিলাম। আমি আমার অ্যাকশন নিয়ে বেশি কিছু করিনি।’

বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রামে খেলা প্রথম টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার জয় প্রায় নিশ্চিত হয়েগিয়েছে। কোনও অঘটন না ঘটলে এই ম্যাচ যে ভারত জিতবে তা সকলেই বলবেন। দ্বিতীয় দিনে ব্যাটিং ও বোলিংয়ে কুলদীপ যাদবের সেরা পারফরমেন্সের কারণেই এই ম্যাচে জয়ের সেরা অবস্থানে রয়েছে ভারত। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে আট উইকেটে ১৩৩ রান করেছে বাংলাদেশ। দিনের খেলা শেষে মেহেদি হাসান মিরাজ ১৬ রানে এবং এবাদত হোসেন ১৩ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের দল এখনও ভারতের প্রথম ইনিংসের ৪০৪ রানের স্কোর থেকে ২৭১ রানে পিছিয়ে রয়েছে। এমন অবস্থায় প্রথম ইনিংসে বাংলাদেশের হাতে রয়েছে আর মাত্র দুটি উইকেট। 

আরও পড়ুন… জীবনের কঠিন এক দিন- অভিষেক করার আগেই মায়ের মৃত্যুর খবরে ভেঙে পড়েছিলেন নাসিম শাহ

ভারতের পক্ষে কুলদীপ যাদব ৪টি ও মহম্মদ সিরাজ ৩টি উইকেট নেন। এছাড়া একটি উইকেট নেন উমেশ যাদব। প্রথম ইনিংসে ৪০৪ রান করা ভারতের থেকে এখনও ২৭১ রান পিছিয়ে বাংলাদেশ দল। এর আগে, সকালের সেশনের নাম ছিল রবিচন্দ্রন অশ্বিন (১১৩ বলে ৫৮ রান, দুটি চার, দুটি ছক্কা) এবং কুলদীপ যাদব (১১৪ বলে ৪০ রান)। দুজনেই ব্যাটিংয়ের সময় অষ্টম উইকেটে ৮৭ রানের জুটি গড়েন। ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন কুলদীপ যাদব।

এ দিনের ম্যাচের পরে কুলদীপ যাদব বলেন, ‘শুরুতে একটু নার্ভাস ছিলাম। প্রথম ওভারে প্রথম উইকেট পেয়ে কিছুটা ভাগ্যবান ছিলাম। কয়েক ওভারের পরে আমি ভালো অনুভব করতে শুরু করেছি, আমি আমার ডেলিভারিগুলিকে মিশ্রিত করছিলাম এবং ভালো টার্নও পাচ্ছিলাম। আমি আমার অ্যাকশন নিয়ে বেশি কিছু করিনি। এখন এক বছর হয়ে গেছে, শুধু আমার ছন্দ নিয়ে একটু ভালো হওয়ার চেষ্টা করছি, যেটা আমাকে আমার গতি ও টার্নে সাহায্য করেছে। আমি ওভার এবং চারপাশে উভয় কোণে কাজ করছি। কয়েক মাস আগে যখন আমি ইন্ডিয়া এ-এর হয়ে খেলেছিলাম তখন আমি সেই চেষ্টা করেছিলাম। তাই উইকেটের চারপাশে বোলিং ভালো ছিল।’

আরও পড়ুন… না চার, না ছক্কা- তাও এক বলে সাত রান এল ভারতের ঝুলিতে! জেনে নিন আসল ঘটনাটা কী?

ম্যাচের দ্বিতীয় দিনে ভারত স্কোর বোর্ডে ৪০৪ রান তোলে। শ্রেয়স আইয়ার ১৯২ বলে ৮৬ রন করে আউট হন। এরপরে অশ্বিন করেন ৫৮ রান। কুলদীপ যাদব ৪০ রান করে আউট হন। উমেশ যাদব ১৫ রানে অপরাজিত থাকেন। মহম্মদ সিরাজ ৪ রান করে সাজঘরে ফিরে যান। এরপরে মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদবের চাপে কোণ ঠাসা হয়ে যায় বাংলাদেশ। দিনের শেষ তারা স্কোর বোর্ডে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলেছে। শান্তকে শূন্য রানে আউট করেন সিরাজ। জাকির হাসান ২০ রান করে সিরাজের শিকার হন। ইয়াসির আলিকে বোল্ড করেন উমেশ যাদব। লিটন দাস ২৪ রান করেন এবং সিরাজের শিকার হন। মুশফিকুর রহিমকে ২৮ রানের মাথায় আউট করেন কুলদীপ যাদব। ৩ রান করে কুলদীপের বলে আউট হন শাকিব আল হাসান। নুরুল হাসানকেও সাজঘরে ফেরান কুলীদপ যাদব। দিনের শেষে তাইজুল ইসলামকে বোল্ড করেন কুলদীপ। এখন ব্যাট হাতে অপরাজিত রয়েছেন এবাদত হুসেন ও মেহেদি হাসান।  

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল ভ্যাপসা গরমের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কোন কোন জেলায়? কোনগুলি শুষ্ক থাকবে? ২৩১ রান ও ৫ উইকেট- ‘১৯ নভেম্বরের জুটি’-র তাণ্ডবে ৪৪ ওভারেই ৩১৬ তুলে জিতল অজিরা! Tata Steel World 25K Kolkata: ডিসেম্বরই শহরে বসছে আন্তর্জাতিক ম্যারাথন ইতালির হয়ে খেলেন ১৬ ম্যাচ, তাতেই ১৯৯০ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা, প্রয়াত তোতো রান-আউটই করে দিচ্ছিলেন! পন্তের কাছে ক্ষমা চাইলেন যশস্বী, পরে ডোবাচ্ছিলেন ঋষভ RG কর দুর্নীতিতে কীভাবে ‘গরিবের ডাক্তার’-র ডাক্তারের নাম জড়াল? হতবাক স্থানীয়রা নম্বরে গরমিল, রিভিউ পিটিশন করতে পারে SSC, উচ্চপ্রাথমিকে নিয়োগে ফের জটিলতা 'এরা মুখ দিয়েই বাতকর্ম ক্রিয়া করে', পরম-স্বস্তিকা-দেবলীনাদের কটাক্ষ, পালটা কুণাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.