শুভব্রত মুখার্জি: বছরের প্রথম সুপার ১০০০ সিরিজের ফাইনালে পৌঁছেছিল ভারতের সেরা শাটলার জুটি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি। মালয়েশিয়া ওপেনের ফাইনালে রবিবার তারা নেমেছিল শিরোপা জয়ের লড়াইয়ে। সেই লড়াইয়ে যদিও তারা শেষ হাসি হাসতে পারেনি। তাদেরকে হেরে যেতে হয়েছে ফাইনালে। ফলে আপাতত অধরা থেকে গিয়েছে তাদের দ্বিতীয় সুপার ১০০০ সিরিজ জয়। প্যারিস অলিম্পিক গেমসের বছরেই বেশ ভালো ফর্মে রয়েছে ভারতীয় এই শাটলার জুটি। মালয়েশিয়া ওপেনের শিরোপা জিততে না পারার ব্যর্থতা দূরে সরিয়ে রেখে তাঁরা প্রস্তুত হচ্ছেন তাদের পরবর্তী লক্ষ্যের জন্য। ইন্ডিয়ান ওপেনের খেতাব জিততে যে তারা ক্ষুধার্ত তাও স্পষ্ট করে দিয়েছেন চিরাগ শেট্টি ও সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি।
মালয়েশিয়া ওপেনের ফাইনালে ভারতীয় জুটি রবিবার বিশ্ব ক্রমতালিকায় এক নম্বরে থাকা লিয়াঙ্গ ওয়েই কেন এবং ওয়াঙ্গ চ্যাঙ্গের বিরুদ্ধে লড়াই করেও হেরে যেতে হয়েছে ভারতীয় জুটিকে। ২১-৯, ১৮-২১ এবং ১৭-২১ ফলে হেরে যেতে ভারতীয় জুটিকে। এক গেমে এগিয়ে গিয়েও ম্যাচ হারের পরে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি জানিয়েছেন, ‘আমরা আমাদের দেশের মাটিতেও ভালো ফল করতে চাই। পরের সপ্তাহেই ভালো পারফরম্যান্স করতে চাই। ফলে আমরা এই ফলাফলের পরেও রিল্যাক্স করছি না। আমরা আরও বেশি ক্ষুধার্ত।পরের সপ্তাহেও ভালো পারফরম্যান্স করতে মুখিয়ে রয়েছি আমরা। আমাদের ঘরোয়া সমর্থকদের সামনে পারফরম্যান্স করতে ও আমরা উদগ্রীব।’
চিরাগ শেট্টি জানিয়েছেন, ‘আমরা আরও বেশি ভালো খেলতে পারতাম। বিশেষ করে ম্যাচের শেষের দিকে আমরা আরও ভালো ফল করতে পারতাম। তবে আমি মনে করি গুরুত্বপূর্ণ হল সবসময় পজিটিভ জিনিসটাকেই গ্রহণ করা। আমরা খুব ভালো ব্যাডমিন্টন খেলেছি। তবে এখানেই শেষ নয়। আমরা ইন্ডিয়ান ওপেনে ভালো খেলতে মুখিয়ে রয়েছি। আগামী সপ্তাহেই ইন্ডিয়ান ওপেন শুরু হবে। সেখানে আমরা একধাপ এগিয়ে শিরোপা জিততে মুখিয়ে রয়েছি।’ উল্লেখ্য চাইনিজ প্রতিপক্ষ লিয়াঙ্গ এবং ওয়াঙ্গের বিরুদ্ধে ভারতীয় জুটির এটি ছিল চতুর্থ হার। যার মধ্যে ২০২৩ সালেই এসেছে বাকি তিনটি হার। কোরিয়া ওপেন সুপার ৫০০ সিরিজে শেষবার ভারতীয় জুটি হারিয়েছিল চাইনিজ জুটিকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।