বাংলা নিউজ > ময়দান > ইশানের জায়গায় দলে স্থান, রোহিতকে প্রশংসায় ভরালেন গিল

ইশানের জায়গায় দলে স্থান, রোহিতকে প্রশংসায় ভরালেন গিল

শুভমন গিল এবং রোহিত শর্মা। ছবি- এএনআই 

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্য়াচে ৭০ রান করেন শুভমন গিল। রোহিতও করেন ৮৩ রান। অল্পের জন্য দুই ব্যাটারই শতরান হাতছাড়া করেছেন। তবে দল জতায় শতরানের আক্ষেপ ভুলে খুশি গিল। সেই সঙ্গে রোহিতের প্রশংসাও করেছেন তিনি। 

গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে সহজেই জিতে নিয়েছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ভারত ৭ উইকেট হারিয়ে ৩৭৩ রান তোলে। প্রথম থেকেই রানের মধ্যে ছিল টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমন গিল। এই দুই ব্যাটারই রান পান। এই দুই ব্যাটার মিলে ১৪৩ রানের পার্টনারশিপ গড়েন।

রোহিত শর্মা ৯টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারির সৌজন্যে ৬৭ বলে ৮৩ রান করেন রোহিত। গিল করেন ৬০ বলে ৭০ রান মাত্র ১১টি বাউন্ডারির সৌজন্যে। এই দুই ব্যাটারই অল্পের জন্য শতরান হাতছাড়া করেন। তবে শুধুমাত্র এই দুই ব্যাটার রান পাননি। একই সঙ্গে বিরাট কোহলিও রান পেয়েছেন। বাকি দুই ক্রিকেটার শতরান হাতছাড়া করেছেন। কিন্তু ভিকে শতরান করে ড্রেসিংরুমে ফেরেন।

শ্রীলঙ্কাকে হারিয়ে এই মুহূর্তে খোশ মেজাজে গোটা ভারতীয় দল। ভারতের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার কলকাতায়। গুয়াহাটি ছাড়ার আগে গিল সাংবাদিক সম্মেলনে এসেছিলেন। সেখানে অধিনায়ক রোহিতের প্রশংসা করেন তরুণ এই ব্যাটার। গিল বলেছেন, 'আমি আর রোহিত ভাই মাঠে নামার আগেই ঠিক করে নিয়েছিলাম এই ম্য়াচে রান তুলতে হবে। এই পিচ পুরো ব্যাটিং সহায়ক। আমরা সেই পরিকল্পনা মাফিক এগিয়ে যেতে থাকি। তবে এটা ঠিক, রোহিত ভাই আমাকে অনেক সাহায্য করেছিল। আমাকে নিজের মতো করে খেলতে বলে। আমি সেই কথা মেনেই খেলে যাই।'

এখানেই থেমে থাকেননি গিল। তরুণ এই ব্যাটার আরও বলেছেন, 'যখন অধিনায়ক পাশে এসে দাঁড়ায় তখন নিজের উপর ভরসা এবং আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায়। আমরা দু-জনেই বড় শট খেলছিলাম যাতে বড় রান করা সম্ভব হয়। আর তাতে আমরা সফল হই।' প্রসঙ্গত, বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরান করেও প্রথম একাদশে সুযোগ পাননি ইশান কিষাণ। ভারত যে গিলকে আগে কিছু ম্যাচ সুযোগ দিতে চায় সেটা স্পষ্ট করে দিয়েছিলেন রোহিত শর্মা, ম্যাচের আগের দিন। শুভমন গিলও জানিয়েছেন, তাঁকে নেটেই বলে দেওয়া হয়েছিল যে তিনি ম্যাচ খেলবেন। ফলে স্বাভাবিকভাবেই আপ্লুত তিনি। 

লঙ্কানদের বিরুদ্ধে প্রথম ম্যাচে অল্পের জন্য শতরান হাতছাড়া হয় গিলের। সেই আক্ষেপ থাকলেও একেবারেই মন খারাপ করতে চাইছেন না গিল। শুভমন বলেন,'সব ব্যাটার চায় শতরান করতে। অমিও অবশ্যই চাই। কিন্তু এই ম্যাচে আমি সেই দিকেই এগোচ্ছিলাম। কিন্তু হল না। ৭০ রানে থেমে যেতে হয় আমাকে। কিছু করার নেই। সবচেয়ে বড় কথা হল আমি যে রানটা করেছি তা দলের কাজে লেগেছে। এটা ঠিক শতরান পেলে আরও ভালো লাগত।'

শুধু রোহিত শর্মার প্রশংসা করেননি তিনি। উমরান মালিক, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজের প্রশংসা করেছেন গিল। পঞ্জাবের এই তরুণ বলেন, 'শুধু ব্যাটাররাই ভালো ব্য়াট করেনি। একটা ম্যাচ জিততে গেলে অলরাউন্ড পারফরম্যান্সের প্রয়োজন। আমরা সেটা করতে পেরেছি। অক্ষর ভাই, সিরাজ ভাই এবং উমরান খুব ভালো বল করেছ। সবার অবদানের জন্যই আমরা এই ম্যাচ জিততে পেরেছি।'

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

২৬২ করেও হার, খতিয়ে দেখতে হবে, কোথায় ভুল হল- ম্যাচের পর হতাশা উগরে দিলেন শ্রেয়স কাজলের ‘না বলা’ ক্রাশ ছিল অক্ষয়! এবার লন্ডনে একসঙ্গে পার্টি আরভ আর নাইসার আন্তর্জাতিক রুটে ডানা মেলতে ৩০টি নতুন A350-900 বিমান কিনছে ভারতের উড়ান সংস্থা ধনু-মকর-কুম্ভ-মীনের শনিবার কেমন কাটবে? জানুন রাশিফল বুমরাহের থেকে পার্পল ক্যাপ দখল হর্ষালের, কমলা টুপির লড়াইয়ে দুইয়ে উঠলেন নারিন রেকর্ড যাত্রী, এসি কামরায় 'টিকিটবিহীনদের ভিড়', বিয়ের সানাইতে কান ঝালাপালা রেলের মাতৃত্বকালীনের সাথে ২ বছরের চাইল্ড কেয়ার ছুটি কি প্রাপ্য মহিলাদের? যা বলল SC মিঠুন-বিতর্কে কুণালের নিশানায় দেব! কল্যান-কাঞ্চনের পর ফের কোন্দল টিএমসি-তে সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল

Latest IPL News

২৬২ করেও হার, খতিয়ে দেখতে হবে, কোথায় ভুল হল- ম্যাচের পর হতাশা উগরে দিলেন শ্রেয়স স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.