বাংলা নিউজ > ময়দান > ব্রেট লি-আখতার নয়, আনকোরা ম্যাকমুলেন-সোলের বলেই থরথর করে কাঁপল ওয়েস্ট ইন্ডিজ, হাওয়ার উড়ল স্টাম্প- ভিডিয়ো

ব্রেট লি-আখতার নয়, আনকোরা ম্যাকমুলেন-সোলের বলেই থরথর করে কাঁপল ওয়েস্ট ইন্ডিজ, হাওয়ার উড়ল স্টাম্প- ভিডিয়ো

সোলের বলে উড়ল মায়ের্সের স্টাম্প। ছবি- আইসিসি।

West Indies vs Scotland ICC Cricket World Cup Qualifier 2023: মাত্র ৬০ রানেই ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। বিদায় ঘণ্টা কি বেজে গেল ক্যারিবিয়ানদের?

স্কটল্যান্ডের অখ্যাত পেসারদের বিরুদ্ধে যেভাবে ভয়ে থরথর করে কাঁপছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা, মনে হচ্ছিল বুঝি আখতার-ব্রেট লির মোকাবিলা করতে হচ্ছে তাঁদের। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের সুপার সিক্সে স্কটিশদের বিরুদ্ধে যেভাবে ধসে যায় ক্যারিবিয়ানদের টপ অর্ডার, তার বড়সড় মাশুল দিতে হতে পারে ওয়েস্ট ইন্ডিজকে।

গ্রুপ লিগে জোড়া ম্যাচ হেরে সুপার সিক্সে ওঠায় ওয়েস্ট ইন্ডিজের কাছে টুর্নামেন্টের বাকি সব ম্যাচই ডু অর ডাই হয়ে দাঁড়িয়েছে। কোয়ালিফায়ারের বাকি সব ম্যাচ জিতলেও বিশ্বকাপের টিকিট নিশ্চিত নয়। তবে হারলেই সব আশা শেষ। এমন মরণ-বাঁচন পরিস্থিতিতে হারারেতে টস হেরে ওয়েস্ট ইন্ডিজ শুরুতে ব্যাট করতে নামে।

ইনিংসের দ্বিতীয় ওভার থেকে ধারাবাহিকভাবে উইকেট খোয়াতে থাকে ক্যারিবিয়ান দল। ১.৬ ওভারে ব্র্যান্ডন ম্য়াকমুলেনের বলে ক্রিস্টোফার ম্যাকব্রাইডের হাতে ধরা পড়েন ওপেনার জনসন চার্লস। ৬ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। ৩.৬ ওভারে ম্যাকমুলনের দ্বিতীয় শিকার হন ব্রুকস। ৩ বল খেলে খাতা খোলার আগে মার্ক ওয়াটের হাতে ধরা পড়েন ব্রুকস।

আরও পড়ুন:- Vitality Blast 2023: মান থাকল না নারিনের! এমন জোরালো রিভার্স শটে আগে কাউকে ছক্কা হাঁকাতে দেখেছেন?- ভিডিয়ো

৫.২ ওভারে ম্যাকমুলেন তৃতীয়বার ধাক্কা দেন ক্যারিবিয়ান শিবিরে। ৫টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ২২ রান করে বোলারের হাতেই ফিরতি ক্যাচ দেন ব্র্যান্ডন কিং।

ইনিংসের সপ্তম ওভারে কাইল মায়ের্সকে সাজঘরে ফেরান ক্রিস সোল। ৬.৫ ওভারে যে ডেলিভারিটিতে তিনি মায়ের্সকে বোল্ড করেন, পেসারদের কাছে স্বপ্নের ডেলিভারি মনে হতে পারে সেটি। আসলে মায়ের্সের অফ-স্টাম্প যেভাবে হাওয়ায় উড়ছিল, তা দেখে যে কোনও বোলারই বাড়তি উদ্দীপ্ত হবেন নিশ্চিত।

আরও পড়ুন:- MPL 2023: ভাগ্যের হাতে মার খেলেন কেদাররা, ফাইনাল ভেস্তে যাওয়ায় মহারাষ্ট্র প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন রত্নাগিরি

ওয়েস্ট ইন্ডিজ দলগত ৩০ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে বসে। প্রথম ৩টি উইকেট পকেটে পোরেন ম্যাকমুলেন। ১টি উইকেট নেন সোল। পরে ১২.২ ওভারে সফিয়ান শরিফের বলে উইকেটকিপার ম্যাথু ক্রসের দস্তানায় ধরা পড়েন ক্যারিবিয়ান দলনায়ক শাই হোপ। ২টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ১৩ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ দলগত ৬০ রানে ৫ উইকেট হারায়।

২০.৪ ওভারে মার্ক ওয়াটের বলে ম্যাকব্রাইডের হাতে ধরা পড়েন নিকোলাস পুরান। ২টি বাউন্ডারির সাহায্যে ৪৩ বলে ২১ রান করে মাঠ ছাড়েন পুরান। ওয়েস্ট ইন্ডিজ ৮১ রানের মাথায় ৬ উইকেট হারায়। তারা দলগত ১০০ রানের গণ্ডি টপকায় ৬ জন ব্যাটসম্যানকে হারিয়ে। শেফার্ডকে সঙ্গে নিয়ে পালটা লড়াই চালানোর চেষ্টা করেন জেসন হোল্ডার।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

পিতৃপক্ষে পিতৃ পুরুষদের শ্রাদ্ধ কোন সময়ে করা উচিত? জেনে নিন শ্রাদ্ধের সময় বিধি ৫ ওভারেই শিকার রোহিত-গিল-কোহলি, কে এই হাসান মাদমুদ?চিনুন বাংলাদেশের তরুণ পেসারকে আদেশের মৃত্যুর পর পাল্টে গেছেন শাহরুখ! কিংয়ের নামে বিস্ফোরক অভিযোগ বিজয়েতার দেরি করায় ডেলিভারি বয়কে তিরস্কার, তামিলনাড়ুতে অপমানে আত্মঘাতী তরুণ খাওয়ার সময় কাঁচা লঙ্কা না পেয়ে সহকর্মীদের একের পর এক গুলি, নিহত ২ CAF জওয়ান চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে আটকে গেল ম্যান সিটি, জয় পেল পিএসজি 'ওসি-র ওপর কলকাঠি নেড়ে থাকতে পারেন প্রভাবশালীরা', আরজি কর কাণ্ডে নয়া মোড় কালীঘাটে পুজো দিয়ে সপরিবারে বাড়ি ফেরার পথে তৃণমূল নেতার সঙ্গে ঘটল ভয়ঙ্কর ঘটনা পুজোয় ভিলেন হতে পারে বৃষ্টি? না কি আকাশ থাকবে ঝলমলে, দেখে নিন এখনই প্রতিদিন ৫ স্থানে প্রদীপ জ্বালানো করবে লক্ষ্মীকে প্রসন্ন, সঙ্গে মিলবে পিতৃর কৃপা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.