হুবহু সচিন তেন্ডুলকরের মতো স্ট্রেট ড্রাইভ। পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের ওপেনার সিদরা আমিনের মধ্যে মাস্টার ব্লাস্টারের কার্বন কপি দেখা যায় ইংল্যান্ডের বিরুদ্ধে মহিলা বিশ্বকাপের ম্যাচে।
ইনিংসের ১৫তম ওভারে পাক ওপেনারের ব্যাটে দেখা যায় সুদৃশ্য স্ট্রেট ড্রাইভ, যা সচিনের ট্রেডমার্ক শট হিসেবে পরিচিত। ১৪.২ ওভারে ন্যাট সিভারের ফুল লেনথ বলে সোজা ব্যাটে এক্কেবারে সচিনের স্টাইলে শট খেলেন আমিন। বল বোলারের পাশ দিয়ে বাউন্ডারি লাইনের বাইলে চলে যায়।
বাস্তবিকই এমন শট দেখে সবার আগে কিংবদন্তি তেন্ডুলকরের কথা মনে হওয়া স্বাভাবিক। আইসিসি সিদরার এমন অনবদ্য শটের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। ক্যাপশনে তারা জানতে চায় যে, এমন শট কি সচিনের কথা মনে করিয়ে দেয় না?
সিদরা ৪টি বাউন্ডারির সাহায্যে ৭৭ বলে ৩২ রান করে আউট হন। পাকিস্তান ইংল্যান্ডের কাছে ১৮৪ বল বাকি থাকতে ৯ উইকেটে পরাজিত হয়। ক্রাইস্টচার্চে টস জিতে পাকিস্তানকে শুরুতে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। ৪১.৩ ওভারে পাকিস্তান মাত্র ১০৫ রানে অল-আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৯.২ ওভারে মাত্র ১ উইকেটের বিনিময়ে ১০৭ রান তুলে ম্যাচ জিতে যায়। ১১টি বাউন্ডারির সাহায্যে ৬৮ বলে ৭৬ রান করে ম্যাচের সেরা হয়েছেন ড্যানি ওয়াট।