প্রত্যাশিতভাবেই চলতি মহিলা বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিল ইংল্যান্ড। একই সঙ্গে দু'টি লক্ষ্য নিয়ে বিসমাহ মারুফদের বিরুদ্ধে মাঠে নামেন হেথার নাইটরা। প্রথমত, ম্যাচ জিতে ২ পয়েন্ট সংগ্রহ করা। দ্বিতীয়ত, নেট রান-রেট বাড়িয়ে নেওয়া। দু'টি লক্ষ্যেই চূড়ান্ত সফল ব্রিটিশরা।
ক্রাইস্টচার্চে টস জিতে পাকিস্তানকে শুরুতে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। ৪১.৩ ওভারে পাকিস্তান মাত্র ১০৫ রানে অল-আউট হয়ে যায়। সিদরা আমিন ৩২, সিদরা নওয়াজ ২৩ ও ওমাইমা সোহেল ১১ রান করেন। বাকিরা কেউই বলার মতো রান পাননি। খাতা খুলতে পারেননি নাহিদা খান ও আইমান আনোয়ার। বিসমাহ মারুফ ৯, নিদা দার ৪, আলিয়া রিয়াজ ৯, ফতিমা সানা ৪, ডায়না বেজ ৬ ও নাশরা সান্ধু অপরাজিত ১ রান করেন।
ইংল্যান্ডের হয়ে ১৭ রানে ৩ উইকেট নেন ক্যাথেরিন ব্রান্ট। ১৮ রানে ৩ উইকেট নিয়েছেন সোফি একলেস্টোন। ১৯ রানে ১ উইকেট নিয়েছেন কেট ক্রস এবং হেথার নাইট নিয়েছেন ১৩ রানে ১ উইকেট। পাকিস্তানের ২ জন ব্যাটার রান-আউট হয়ে সাজঘরে ফেরেন।
জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৯.২ ওভারে মাত্র ১ উইকেটের বিনিময়ে ১০৭ রান তুলে ম্যাচ জিতে যায়। ট্যামি বিউমন্ট ২ রান করে আউট হন। ড্যানি ওয়াট ১১টি বাউন্ডারির সাহায্যে ৬৮ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন। ২৬ রানে নট-আউট থাকেন হেথার নাইট। একমাত্র উইকেটটি নেন ডায়না। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড ২০ ওভারের মধ্যেই কার্যত টি-২০'র ঢংয়ে ম্যাচ জেতে। তারা ১৮৪ বল বাকি থাকতে ৯ উইকেটে বিধ্বস্ত করে পাকিস্তানকে। ম্যাচের সেরা হয়েছেন ড্যানি ওয়াট।
বৃহস্পতিবারে বিশ্বকাপের অপর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা। তবে বৃষ্টির জন্য ম্যাচ মাঝপথেই পরিত্যক্ত হয়। ফলে দু'দলকে ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়।