উইমেন্স প্রিমিয়র লিগের পাঁচটি দলই তাদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে। কেবলমাত্র গুজরাট জায়ান্টস টুর্নামেন্টের প্রথম দু'দিনেই মাঠে নেমেছে। যদিও উব্লিউপিএলের শুরুতেই তাদের জোড়া হারের মুখ দেখতে হয়েছে। নিজেদের প্রথম ম্যাচ হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও। জয় দিয়ে অভিযান শুরু করেছে বাকি তিন দল মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও ইউপি ওয়ারিয়র্জ।
উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স ১৪৩ রানের রেকর্ড ব্যবধানে বিধ্বস্ত করে গুজরাট জায়ান্টসকে। দ্বিতীয় ম্যাচে আরসিবিকে হারায় দিল্লি ক্যাপিটালস। তৃতীয় ম্যাচে ইউপি ওয়ারিয়র্জ পরাজিত করে গুজরাট জায়ান্টসকে। তিন ম্যাচের মধ্যে সব থেকে বড় ব্যবধানে ম্যাচ জেতে মুম্বই ইন্ডিয়ান্স। স্বাভাবিকভাবেই নেট রান-রেটে এগিয়ে থেকে তারা আপাতত লিগ টেবিলের শীর্ষে থাকে।
তবে তিন ম্যাচের মধ্যে সব থেকে বড় ২২৩ রানের দলগত ইনিংস গড়ে দিল্লি ক্যাপিটালস। তারা ৬০ রানে ম্যাচ জেতে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। দিল্লি রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। গুজরাটের বিরুদ্ধে শেষ ওভারে ম্যাচ জেতা ইউপি ওয়ারিয়র্জ অবস্থান করছে লিগ টেবিলের তৃতীয় স্থানে। আরসিবি এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। তারা রয়েছে চারে। প্রথম ২ ম্যাচে হারা গুজরাট অবস্থান করছে লিগ টেবিলের একেবারে শেষ পাঁচ নম্বরে।
উইমেন্স প্রিমিয়র লিগের পয়েন্ট টেবিল:-
১. মুম্বই ইন্ডিয়ান্স: ম্যাচ-১, জয়-১, হার-০, পয়েন্ট-২ (নেট রান-রেট: +৭.১৫০)
২. দিল্লি ক্যাপিটালস: ম্যাচ-১, জয়-১, হার-০, পয়েন্ট-২ (নেট রান-রেট: +৩.০০০)
৩. ইউপি ওয়ারিয়র্জ: ম্যাচ-১, জয়-১, হার-০, পয়েন্ট-২ (নেট রান-রেট: +০.৩৭৪)
৪. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ম্যাচ-১, জয়-০, হার-১, পয়েন্ট-০ (নেট রান-রেট: -৩.০০০)
৫. গুজরাট জায়ান্টস: ম্যাচ-২, জয়-০, হার-২, পয়েন্ট-০ (নেট রান-রেট: -৩.৭৬৫)
আরও পড়ুন:- RCB vs DC WPL 2023: ৫ উইকেট নিয়ে ইতিহাস তারার, আরসিবিকে বিধ্বস্ত করে যাত্রা শুরু দিল্লির
লিগের খেলা শেষ হলে পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকা দল সরসারি ফাইনালের টিকিট হাতে পাবে। লিগ টেবিলের দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দুই দল নিজেদের মধ্যে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে। এলিমিনেটরে যে দল জিতবে, তারা লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে খেতাবি লড়াইয়ে মাঠে নামবে।
পাঁচ দলের টুর্নামেন্ট হওয়ায় আইপিএলের মতো চারটি দল প্লে-অফ খেলার সুযোগ পাবে না উইমেন্স প্রিমিয়র লিগে। লিগ পর্যায়ের পরেই পয়েন্ট টেবিলের শেষে থাকা দু'টি দলকে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।