বাংলা নিউজ > ময়দান > RCB vs DC WPL 2023: ৫ উইকেট নিয়ে ইতিহাস তারার, আরসিবিকে বিধ্বস্ত করে যাত্রা শুরু দিল্লির
উচ্ছ্বসিত শেফালিরা। ছবি- বিসিসিআই।

RCB vs DC WPL 2023: ৫ উইকেট নিয়ে ইতিহাস তারার, আরসিবিকে বিধ্বস্ত করে যাত্রা শুরু দিল্লির

Royal Challengers Bangalore vs Delhi Capitals Women's Premier League Live Score: ঝোড়ে হাফ-সেঞ্চুরি করে দিল্লির ভিত গড়েন শেফালি বর্মা ও মেগ ল্যানিং। একাই ৫ উইকেট নিয়ে ক্যাপিটালসকে জয়ের মঞ্চে বসান তারা নরিস।

উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী ম্যাচে গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। এবার টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে সম্মুখমরে নামে স্মৃতি মন্ধনার নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস। উভয় দলই ছেলেদের আইপিএলে এখনও খেতাব জেতেনি। মেয়েদের আইপিএল দিয়ে সেই ট্রফি খরা কাটাতে মরিয়া উভয় ফ্র্যাঞ্চাইজি। আপাতত উইমেন্স প্রিমিয়র লিগে জয় দিয়ে অভিযান শুরু করে দিল্লি ক্যাপিটালস। ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় ব্যাঙ্গালোরকে।

05 Mar 2023, 07:04:43 PM IST

ম্যাচের সেরা তারা

৪ ওভার বল করে ২৯ রানের বিনিময়ে ৫টি উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন দিল্লি ক্যাপিটালসের মার্কিন তারকা তারা নরিস।

05 Mar 2023, 06:48:17 PM IST

৬০ রানে জয় দিল্লির

দিল্লি ক্যাপিটালসের ২ উইকেটে ২২৩ রানের জবাবে ব্যাট করতে নেমে আরসিবি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৬৩ রান তোলে। ৬০ রানের বড় ব্যবধানে ম্য়াচ জেতে দিল্লি। মেগান শুট ১৯ বলে ৩০ রান করে নট-আউট থাকেন। তিনি ৫টি চার মারেন। ৮ বলে ২ রান করেন প্রীতি।

05 Mar 2023, 06:40:47 PM IST

নাইটকে ফিরিয়ে ৫ উইকেট তারার

১৮তম ওভারে তারা নরিসের প্রথম বলে চার মারেন নাইট। দ্বিতীয় বলে ছক্কা হাঁকান তিনি। ১৭.৫ ওভারে তারার বলে ল্যানিংয়ের হাতে ধরা পড়েন নাইট। ২১ বলে ৩৪ রান করেন তিনি। মারেন ২টি চার ও ২টি ছক্কা। আরসিবি ১৫০ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন প্রীতি বোস। নরিস ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। উইমেন্স প্রিমিয়র লিগের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন সহযোগী দেশের এই বোলার।

05 Mar 2023, 06:35:45 PM IST

৩ ওভারে আরসিবির দরকার ৮৬

১৭ ওভার শেষে আরসিবির স্কোর ৭ উইকেটে ১৩৮ রান। জয়ের জন্য ৩ ওভারে তাদের দরকার ৮৬ রান। নাইট ১৭ বলে ২৩ রান করেছেন। ১৩ বলে ১৮ রান করেছেন মেগান শুট।

05 Mar 2023, 06:30:26 PM IST

৫ ওভারে আরসিবির দরকার ১০৮ রান

১৫ ওভার শেষে আরসিবির স্কোর ৭ উইকেটে ১১৬ রান। জয়ের জন্য শেষ ৫ ওভারে তাদের দরকার ১০৮ রান। মেগান ১১ ও নাইট ৯ রানে ব্যাট করছেন।

05 Mar 2023, 06:23:18 PM IST

আশাকে ফেরলেন শিখা

১৩.১ ওভারে শিখা পান্ডের বলে রাধা যাদবের হাতে ধরা দেন আশা। ৩ বলে ২ রান করেন তিনি। আরসিবি ৯৬ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মেগান শুট। ১৪ ওভার শেষে আরসিবির স্কোর ৭ উইকেটে ১০৫ রান।

05 Mar 2023, 06:17:20 PM IST

কণিকা আউট

পরপর ২ বলে ২টি উইকেট নিলেন তারা। ১২.৩ ওভারে নরিসের বলে শেফালির হাতে ধরা পড়েন সদ্য ক্রিজে আসা কণিকা আহুজা। গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন তিনি। আরসিবি ৯৩ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শোভনা আশা। ১৩ ওভার শেষে আরসিবির স্কোর ৬ উইকেটে ৯৬ রান। তারা ২ ওভারে ৬ রান খরচ করে ৪টি উইকেট নিয়েছেন।

05 Mar 2023, 06:14:01 PM IST

রিচা ঘোষ আউট

১২.২ ওভারে তারা নরিসের বলে রাধা যাদবের হাতে ধরা পড়েন রিচা ঘোষ। ৪ বলে ২ রান করেন তিনি। আরসিবি ৯৩ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কণিকা আহুজা।

05 Mar 2023, 06:08:17 PM IST

দিশাকে ফেরালেন নরিস

একই ওভারে ২টি উইকেট নিলেন আমেরিকার তারা নরিস। ১০.৫ ওভারে নরিসের বলে ক্যাপসির হাতে ধরা পড়েন দিশা। ১১ বলে ৯ রান করেন তিনি। মারেন ১টি চার। আরসিবি ৯০ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হেথার নাইট।

05 Mar 2023, 06:05:24 PM IST

পেরিকে ফেরালেন নরিস

১০.৩ ওভারে তারা নরিসের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন এলিস পেরি। ১৯ বলে ৩১ রান করেন তিনি। মারেন ৫টি চার। আরসিবি ৮৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিচা ঘোষ।

05 Mar 2023, 06:02:33 PM IST

১০ ওভারে ১৩৬ দরকার আরসিবির

দশম ওভারে রাধা যাদবের বলে ৩টি চার মারেন এলিস পেরি। ওভারে ১৬ রান ওঠে। ১০ ওভার শেষে আরসিবির স্কোর ২ উইকেটে ৮৮ রান। সুতরাং, জয়ের জন্য শেষ ১০ ওভারে ১৩৬ রান দরকার ব্যাঙ্গালোরের। পেরি ৩১ ও দিশা ৮ রানে ব্যাট করছেন।

05 Mar 2023, 05:59:45 PM IST

আরসিবিকে টানছেন দিশা-পেরি

অষ্টম ওভারে রাধা যাদবের বলে ১টি চার মারেন পেরি। নবম ওভারে মারিজানের বলে ১টি চার মারেন দিশা। ৯ ওভার শেষে আরসিবির স্কোর ২ উইকেটে ৭২ রান। পেরি ১৬ ও দিশা ৭ রানে ব্যাট করছেন। 

05 Mar 2023, 05:48:00 PM IST

স্মৃতি মন্ধনা আউট

৬.৩ ওভারে অ্যালিস ক্যাপসির বলে শিখা পান্ডের হাতে ধরা পড়েন স্মৃতি মন্ধনা। ২৩ বলে ৩৫ রান করেন তিনি। মারেন ৫টি চার ও ১টি ছক্কা। আরসিবি ৫৬ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দিশা কাসাত। ৭ ওভার শেষে ব্যাঙ্গালোরের স্কোর ২ উইকেটে ৫৮ রান।

05 Mar 2023, 05:44:48 PM IST

পাওয়ার প্লে-তে ৫০ টপকাল আরসিবি

ষষ্ঠ ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় আরসিবি। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে তাদের স্কোর ১ উইকেটে ৫৪ রান। মন্ধনা ২১ বলে ৩৪ রান করেছেন। মেরেছেন ৫টি চার ও ১টি ছক্কা। পেরি ৬ রানে ব্যাট করছেন। 

05 Mar 2023, 05:40:09 PM IST

সোফি ডিভাইন আউট

৪.২ ওভারে অ্যালিস ক্যাপসির বলে সোফি ডিভাইনের দুর্দান্ত ক্যাচ ধরেন শেফালি বর্মা। ১১ বলে ১৪ রান করে মাঠ ছাড়েন ডিভাইন। তিনি ৩টি চার মারেন। আরসিবি ৪১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন এলিস পেরি। ৫ ওভার শেষে ব্যাঙ্গালোরের স্কোর ১ উইকেটে ৪৭ রান।

05 Mar 2023, 05:34:25 PM IST

জোনাসেনকে জোড়া বাউন্ডারি মন্ধনার

চতুর্থ ওভারে জেস জোনাসেনের বলে ২টি চার মারেন স্মৃতি মন্ধনা। ৪ ওভার শেষে আরসিবির স্কোর বিনা উইকেটে ৪১ রান। মন্ধনা ২৭ ও সোফি ১৪ রানে ব্যাট করছেন।

05 Mar 2023, 05:32:10 PM IST

শিখার ওভরে ৩টি বাউন্ডারি সোফির

তৃতীয় ওভারে শিখা পান্ডের বলে ৩টি চার মারেন সোফি ডিভাইন। ওভারে ১৪ রান ওঠে। ৩ ওভার শেষে আরসিবির স্কোর বিনা উইকেটে ৩১ রান। মন্ধনা ১৭ ও সোফি ১৪ রানে ব্যাট করছেন।

05 Mar 2023, 05:26:09 PM IST

রান তাড়া শুরু আরসিবির

সোফি ডিভাইনকে নিয়ে ওপেন করতে নামেন স্মৃতি মন্ধনা। বোলিং শুরু করেন শিখা পান্ডে। প্রথম ওভারে ৩ রান ওঠে। দ্বিতীয় ওভারে বল করতে আসেন মারিজান কাপ। প্রথম বলেই চার মারেন মন্ধনা। তৃতীয় বলে ছক্কা মারেন স্মৃতি। পঞ্চম বলে ফের চার মারেন তিনি। ২ ওভার শেষে আরসিবির স্কোর বিনা উইকেটে ১৭ রান। মন্ধনা ১৬ রানে ব্যাট করছেন।

05 Mar 2023, 05:07:37 PM IST

বিরাট ইনিংস গড়ল দিল্লি

নির্ধারিত ২০ ওভারে দিল্লি ক্যাপিটালস ২ উইকেট হারিয়ে ২২৩ রানের বিরাট ইনিংস গড়ে তোলে। মারিজান কাপ ১৭ বলে ৩৯ রান করে নট-আউট থাকেন। তিনি ৩টি চার ও ৩টি ছক্কা মারেন। ১৫ বলে ২২ রান করে নট-আউট থাকেন জেমিমা। তিনি ৩টি চার মারেন। সুতরাং, জয়ের জন্য ২২৪ রান তুলতে হবে আরসিবিকে।

05 Mar 2023, 04:58:50 PM IST

২০০ টপকাল দিল্লি

১৯তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে যায় দিল্লি ক্যাপিটালস। নাইটের বলে ২টি ছক্কা মারেন মারিজান। ১৯ ওভার শেষে ক্যাপিটালসের স্কোর ২ উইকেটে ২১১ রান। ১৪ বলে ৩৪ রান করেছেন মারিজান। ১৫ রানে ব্যাট করছেন জেমিমা।

05 Mar 2023, 04:52:53 PM IST

প্রীতির ওভারে জোড়া বাউন্ডারি জেমিমার

১৭তম ওভারে প্রীতি বোসের বলে জোড়া বাউন্ডারি মারেন জেমিমা রডরিগেজ। দিল্লির স্কোর ২ উইকেটে ১৮৭ রান। জেমিমা ১২ ও মারিজান ১৩ রানে ব্যাট করছেন।

05 Mar 2023, 04:49:58 PM IST

পেরিকে ছক্কা হাঁকালেন কাপ

১৬তম ওভারে পেরির বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন মারিজান কাপ। ওভারে ১৩ রান ওঠে। ১৬ ওভার শেষে দিল্লির স্কোর ২ উইকেটে ১৭৭ রান। মারিজান ১২ রানে ব্যাট করছেন।

05 Mar 2023, 04:45:51 PM IST

শেফালি বর্মা আউট

১৪.৫ ওভারে নাইটের বলে শেফালিকে স্টাম্প আউট করেন রিচা ঘোষ। ৪৫ বলে ৮৪ রান করে সাজঘরে ফেরেন শেফালি। তিনি ১০টি চার ও ৪টি ছক্কা মারেন। দিল্লি ১৬৩ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জেমিমা রডরিগেজ।

05 Mar 2023, 04:42:28 PM IST

ল্যানিংকে ফেরালেন নাইট

১৫তম ওভারে হেথার নাইটের বলে ২টি চার মারেন মেগ ল্যানিং। শেষে ১৪.৩ ওভারে নাইটের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ল্যানিং। ৪৩ বলে ৭২ রান করেন তিনি। মারেন ১৪টি চার। দিল্লি ১৬২ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মারিজান কাপ।

05 Mar 2023, 04:36:13 PM IST

১৫০ টপকাল দিল্লি

১৪তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় দিল্লি ক্যাপিটালস। পেরির বলে ১টি চার মারেন শেফালি। ১৪ ওভার শেষে দিল্লির স্কোর বিনা উইকেটে ১৫৩ রান। শেফালি ৪৪ বলে ৮৪ রান করেছেন। ল্যানিং ৪০ বলে ৬৪ রান করেছেন।

05 Mar 2023, 04:32:01 PM IST

প্রীতিকে জোড়া বাউন্ডারি ল্যানিংয়ের

১৩তম ওভারে প্রীতি বোসের বলে জোড়া বাউন্ডারি মারেন মেগ ল্যানিং। ওভারে মোট ১০ রান ওঠে। ১৩ ওভার শেষে দিল্লির স্কোর বিনা উইকেটে ১৪৫ রান। শেফালি ৭৮ ও ল্যানিং ৬২ রানে ব্যাট করছেন।

05 Mar 2023, 04:29:15 PM IST

রেনুকার ওভারে ৩টি বাউন্ডারি শেফালির

১২তম ওভারে রেনুকা ঠাকুরের বলে ৩টি চার মারেন শেফালি বর্মা। ওভারে মোট ১৬ রান ওঠে। ১২ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর বিনা উইকেটে ১৩৫ রান। শেফালি ৪০ বলে ৭৭ রান করেছেন। মেরেছেন ৯টি চার ও ৪টি ছক্কা। ৩২ বলে ৫৩ রান করেছেন মেগ ল্যানিং। তিনি ১০টি চার মেরেছেন।

05 Mar 2023, 04:19:49 PM IST

হাফ-সেঞ্চুরি ল্যানিংয়ের

১০টি বাউন্ডারির সাহায্যে ৩০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মেগ ল্যানিং। ১১তম ওভারে নাইটের বলে ১টি ছক্কা মারেন শেফালি। ১১ ওভার শেষে দিল্লির স্কোর বিনা উইকেটে ১১৯ রান। শেফালি ৬২ ও ল্যানিং ৫২ রানে ব্যাট করছেন।

05 Mar 2023, 04:14:50 PM IST

হাফ-সেঞ্চুরি শেফালির

৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শেফালি বর্মা। ১০ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর বিনা উইকেটে ১০৫ রান। শেফালি ৩২ বলে ৫৪ রান করেছেন। মেরেছেন ৬টি চার ও ৩টি ছক্কা। ২৮ বলে ৪৭ রান করেছেন ল্যানিং। তিনি ৯টি চার মেরেছেন।

05 Mar 2023, 04:12:26 PM IST

আশার ওভারে ২২ রান

নবম ওভারে আশার প্রথম বলে ছক্কা মারেন শেফালি। দ্বিতীয় বলে চার মারেন তিনি। চতুর্থ বলে চার মারেন ল্যানিং। শেষ বলে ফের ছক্কা হাঁকান শেফালি। ৯ ওভার শেষে দিল্লির স্কোর বিনা উইকেটে ৯৪ রান। শেফালি ৪৯ ও ল্যানিং ৪১ রানে ব্যাটস করছেন।

05 Mar 2023, 04:08:47 PM IST

৮ রান খরচ করলেন প্রীতি

অষ্টম ওভারে বল করতে আসেন প্রীতি বোস। প্রথম বলে চার মারেন ল্যানিং। ওভারে ৮ রান ওঠে। ৮ ওভার শেষে দিল্লির স্কোর বিনা উইকেটে ৭২ রান। শেফালি ৩২ ও ল্যানিং ৩৬ রানে ব্যাট করছেন।

05 Mar 2023, 04:06:45 PM IST

আশার ওভারে ৭ রান

সপ্তম ওভারে বল করতে আসেন আশা। প্রথম বলেই চার মারেন ল্যানিং। ওভারে ৭ রান ওঠে। ৭ ওভার শেষে ক্যাপিটালসের স্কোর বিনা উইকেটে ৬৪ রান। শেফালি ও ল্যানিং উভয়েই ৩০ রানে ব্যাট করছেন।

05 Mar 2023, 04:00:27 PM IST

পাওয়ার প্লে-তেই ৫০ টপকাল দিল্লি

ষষ্ঠ ওভারে সোফি ডিভাইনের বলে ২টি চার মারেন শেফালি বর্মা। ২চি চার মারেন মেগ ল্যানিং। ওভারে মোট ২০ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর বিনা উইকেটে ৫৭ রান। শেফালি ২০ বলে ২৯ রান করেছেন। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। ল্যানিং ১৬ বলে ২৪ রান করেছেন। তিনি ৫টি চার মেরেছেন।

05 Mar 2023, 03:55:30 PM IST

জমাট জুটি শেফালি-ল্যানিংয়ের

পঞ্চম ওভারে এলিস পেরির বলে ১টি চার মারেন শেফালি। ওভারে মোট ৮ রান ওঠে। ৫ ওভার শেষে দিল্লির স্কোর বিনা উইকেটে ৩৭ রান। শেফালি ২১ ও ল্যানিং ১৫ রানে ব্যাট করছেন।

05 Mar 2023, 03:48:05 PM IST

প্রীতিকে ছক্কা হাঁকালেন শেফালি

চতুর্থ ওভারে বল করতে আসেন প্রীতি বোস। প্রথম বলেই ছক্কা মারেন শেফালি বর্মা। ৪ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর বিনা উইকেটে ২৯ রান। ল্যানিং ১৪ ও শেফালি ১৫ রানে ব্যাট করছেন।

05 Mar 2023, 03:46:05 PM IST

রেনুকাকে বাউন্ডারি ল্যানিংয়ের

তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন রেনুকা সিং ঠাকুর। চতুর্থ বলে চার মারেন ল্যানিং। ৩ ওভার শেষে দিল্লির স্কোর বিনা উইকেটে ২২ রান। ল্যানিং ১৪ রানে ব্যাট করছেন।

05 Mar 2023, 03:40:27 PM IST

মেগানের ওভারে ১৪ রান

দ্বিতীয় ওভারে মেগান শুটের বলে ১টি চার মারেন শেফালি বর্মা। ২টি চার মারেন মেগ ল্যানিং। ওভারে মোট ১৪ রান ওঠে। ২ ওভার শেষে দিল্লির স্কোর বিনা উইকেটে ১৭ রান। ল্যানিং ১০ ও শেফালি ৭ রানে ব্যাট করছেন।

05 Mar 2023, 03:34:17 PM IST

ম্যাচ শুরু

শেফালিকে নিয়ে ওপেন করতে নামেন দিল্লির ক্যাপ্টেন মেগ ল্যানিং। আরসিবির হয়ে বোলিং শুরু করেন রেনুকা সিং ঠাকুর। তৃতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন ল্যানিং। পঞ্চম বলে ২ রান নেন শেফালি। প্রথম ওভারে ৩ রান ওঠে।

05 Mar 2023, 03:31:49 PM IST

পাঁচ বিদেশি নিয়ে লড়াইয়ে দিল্লি

আরসিবি যথারীতি ৪ জন বিদেশি ক্রিকেটারকে নিয়ে মাঠে নামে। তবে দিল্লি ক্যাপিটালস ৫ জন বিদেশিকে খেলাচ্ছে প্রথম ম্যাচে। আসলে উইমেন্স প্রিমিয়র লিগের নিয়ম মতো সহযোগী দেশের ক্রিকেটারকে খেলাতে চাইলে ৫ জন ক্রিকেটার মাঠে নামানো যাবে। দিল্লি প্রথম ম্যাচে পঞ্চম বিদেশি হিসেবে মাঠে নামায় আমেরিকার তারা নরিসকে।

05 Mar 2023, 03:28:11 PM IST

দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ

শেফালি বর্মা, মেগ ল্যানিং (ক্যাপ্টেন), মারিজান কাপ, জেমিমা রডরিগেজ, অ্যালিস ক্যাপসি, জেস জোনাসেন, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), অরুন্ধতী রেড্ডি, শিখা পান্ডে, রাধা যাদব ও তারা নরিস।

05 Mar 2023, 03:17:14 PM IST

আরসিবির প্রথম একাদশ

স্মৃতি মন্ধনা (ক্যাপ্টেন), সোফি ডিভাইন, দিশা কাসাত, এলিস পেরি, রিচা ঘোষ (ক্যাপ্টেন), হেথার নাইট, কণিকা আহুজা, শোভনা আশা, মেগান শুট, প্রীতি বোস ও রেনুকা সিং ঠাকুর।

05 Mar 2023, 03:04:04 PM IST

টস জিতল আরসিবি

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে উইমেন্স প্রিমিয়র লিগের ম্যাচে টস জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টস জিতে আরসিবির ক্যাপ্টেন স্মৃতি মন্ধনা শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান দিল্লি ক্যাপিটালসকে। সুতরাং, ব্র্যাবোর্নে রান তাড়া করবে আরসিবি।

05 Mar 2023, 02:57:19 PM IST

চমকে দিয়েছেন সাইকা, নজর রিচার দিকে

উইমেন্স প্রিমিয়র লিগের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১১ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে চমকে দিয়েছেন বাংলার সাইকা ইশাক। এবার দ্বিতীয় ম্যাচে আরসিবির হয়ে মাঠে নামছেন বাংলার আরও এক তারকা রিচা ঘোষ। স্বাভাবিকভাবেই নজর থাকবে দিল্লির বিরুদ্ধে রিচা কেমন খেলেন সেদিকে।

05 Mar 2023, 02:53:28 PM IST

মেয়েদের হার ধরে ট্রফি খরা কাটাতে মরিয়া উভয় দল

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস, উভয় দলই এখনও ছেলেদের আইপিএল চ্যাম্পিয়ন হয়নি। মেয়েদের হাত ধরে ট্রফি খরা কাটাতে মরিয়া দুই ফ্র্যাঞ্চাইজি। আপাতত রবিবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে কোনও একদল জয় দিয়ে অভিযান শুরু করবে। হার দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করতে হবে অন্য দলকে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কথা-গীতার হাড্ডাহাড্ডি লড়াইয়ে TRP তালিকায় টপার হল কে? সেরা ৫-এই বা জায়গা পেল ১২৪ মিটারের দৈত্যাকার ছক্কা প্যারিসের, রাসেলের তাণ্ডবে দাপুটে জয় নাইট রাইডার্সের স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান তুলে দেওয়ার 'ছক'? চরমে জল্পনা মৌসুনি দ্বীপে রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফাটল একের পর এক গ্যাস সিলিন্ডার আরজি কর কাণ্ডে আরও অস্বস্তিতে শাসকদল, তৃণমূল বিধায়ককে তলব কেন্দ্রীয় সংস্থার পয়েন্ট নষ্টের খেসারত! ACL2-তে কত নম্বরে থাকল মোহনবাগান? রইল পুরো পয়েন্ট তালিকা পিতৃপক্ষে পিতৃ পুরুষদের শ্রাদ্ধ কোন সময়ে করা উচিত? জেনে নিন শ্রাদ্ধের সময় বিধি ৫ ওভারেই শিকার রোহিত-গিল-কোহলি, কে এই হাসান মাদমুদ?চিনুন বাংলাদেশের তরুণ পেসারকে আদেশের মৃত্যুর পর পাল্টে গেছেন শাহরুখ! কিংয়ের নামে বিস্ফোরক অভিযোগ বিজয়েতার দেরি করায় ডেলিভারি বয়কে তিরস্কার, তামিলনাড়ুতে অপমানে আত্মঘাতী তরুণ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.