বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের শেষ দিনে ক্রিকেট ভক্তদের জন্য খুশির খবর। ক্রিকেট ভক্তদের মুখে হাসি ফোটালেন সূর্য দেব নিজে। না ম্যাচের শেষ দিনে বরুণ দেব সাউদাম্পটনের আকাশে থাকবেন না। বরং আকাশে বিরাজ করবেন সূর্যদেব নিজে। আবহাওয়া দফতর থেকে তেমনই খবর পাওয়া যাচ্ছে। অনুমান করা হচ্ছে, ম্যাচের ষষ্ঠ দিনে বৃষ্টি হবেনা সাউদাম্পটনে। ইংল্যান্ডের আবহাওয়া দফতর ক্রিকেট ভক্তদের আসার আলো দেখাচ্ছে, তারা জানাচ্ছে নিশ্চিত গোটা দিনই খেলা হবে। অর্থাৎ ঐতিহাসিক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের শেষ দিনটা স্মরণীয় হয়ে থাকতে চলেছে ক্রিকেট প্রেমীদের কাছে। আইসিসি-র তরফ থেকে টুইট করে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। আইসিসি নিজেদের টুইটারে সাউদাম্পটনের একটি ছবি পোস্ট করে লিখেছে, ‘ধারাভাষ্যকার আপনাদের কোনও প্রশ্ন রয়েছে। এখানে সব প্রশ্নের উত্তর রয়েছে।’
আসলে আইসিসি-কে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। কারণ এই সময়ে ইংল্যান্ডের মাটিতে এত বড় ম্যাচের আয়োজন করার জন্য আইসিসি-কে অনেক প্রশ্ন শুনতে হয়েছিল। এই ছবি দিয়ে সব প্রশ্নের উত্তর দিতে চেয়েছে আইসিসি।
টেস্টে এই প্রথম পাঁচ দিনের পরিবর্তে ষষ্ঠ দিন হাতে রাখার সিদ্ধান্ত নিয়েছিল আইসিসি। তারা এই দিনটাকে রিজার্ভ ডে হিসাবে রেখেছিল। কোনও কারণে খেলা বন্ধ হলে ষষ্ঠ দিনটিকে ব্যবহার করার কথা ভেবেছিল আইসিসি। এদিন সেটাই কাজে লাগছে আইসিসির। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ষষ্ঠ দিনটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।