আমিরশাহির বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে এমার্জিং টিমস এশিয়া কাপ অভিযান শুরু করল ভারত। অধিনায়কোচিত শতরানে ভারতীয়-এ দলকে জয়ের মঞ্চে বসিয়ে দেন যশ ধুল। বল হাতে দুর্দান্ত পারফর্ম্যান্স মেলে ধরেন হর্ষিত রানা, গত আইপিএলে কেকেআরের হয়ে যিনি নজর কাড়েন।
শুক্রবার কলম্বোয় টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে ভারত টস জিতে শুরুতে ব্যাট করতে পাঠায় আমিরশাহিকে। শুরুতেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া আমিরশাহি বিপর্যয় রোধের চেষ্টায় রক্ষণাত্মক হয়ে পড়ে। তাদের রান তোলার গতি থমকে যায় ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে। শেষমেশ নির্ধারিত ৫০ ওভারে আমিরশাহি-এ দল ৯ উইকেটের বিনিময়ে ১৭৫ রান সংগ্রহ করে।
অশ্বন্ত ভালথাপা দলের হয়ে সব থেকে বেশি ৪৬ রান করে আউট হন। যদিও তিনি টেস্টের গতিতে রান সংগ্রহ করেন। ১০৭ বলের ঠুকঠুকে ইনিংসে একটিও বাউন্ডারি মারতে পারেননি তিনি। এছাড়া ৭টি বাউন্ডারির সাহায্যে ৪২ বলে ৩৮ রান করেন ওপেনার আর্যংশ শর্মা। ২টি বাউন্ডারির সাহায্যে ৮৮ বলে ৩৫ রানের যোগদান রাখেন মহম্মদ ফরাজউদ্দিন। ক্যাপ্টেন আলি নাসের করেন ১১ বলে ১০ রান। তিনি ২টি চার মারেন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০ বলে ১৩ রান করেন যশ গিয়ানানি।
ভারতের হয়ে ৯ ওভার বল করে ৪১ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন হর্ষিত রানা। ৫ ওভারে ৩২ রান খরচ করে ২টি উইকেট নেন নীতীশ কুমার রেড্ডি। ১০ ওভারে ২৮ রান খরচ করে ২টি উইকেট পকেটে পোরেন মানব সুতার। ৮.৩ ওভার বল করে ১৯ রানের বিনিময়ে ১টি উইকেট নেন অভিষেক শর্মা।
জবাবে ব্যাট করতে নেমে ভারত ২৬.৩ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৭৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৪১ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে এশিয়া কাপ অভিযান শুরু করে ভারতীয়-এ দল।
ক্যাপ্টেন যশ ধুল ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন। ২০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮৪ বলে ১০৮ রানের মারকাটারি ইনিংস খেলে নট-আউট থাকেন তিনি। এছাড়া ৫টি বাউন্ডারিরি সাহায্যে ৫৩ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন নিকিন জোস। সাই সুদর্শন ২টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৮ রান করে আউট হন। ৪টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন অভিষেক শর্মা। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ভারতের ক্যাপ্টেন যশ ধুল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।