Syed Mushtaq Ali Trophy 2022: লিগের খেলা শেষ। নক-আউটের আগে চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সব থেকে বেশি রান সংগ্রহ করা ৬ জন ক্রিকেটারের তালিকায় চোখ রাখুন।
1/6চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফির গ্রুপ লিগের ৭টি ম্যাচে মাঠে নেমে ৬৪.৮০ গড়ে সব থেকে বেশি ৩২৪ রান সংগ্রহ করেছেন দিল্লির যশ ধুল। কোনও সেঞ্চুরি না করলেও তিনি ৩টি হাফ-সেঞ্চুরি করেছেন। ছবি- বিসিসিআই।
2/6দিল্লির নীতিশ রানা লিগের ৭ ম্যাচে ৫১.১৬ গড়ে ৩০৭ রান সংগ্রহ করেছেন। টুর্নামেন্টে সব থেকে বেশি রান সংগ্রহকারীদের তালিকায় তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। রানা ১টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি করেছেন। ছবি- বিসিসিআই।
3/6রেলওয়েজের হয়ে মুস্তাক আলির ৭টি ম্যাচে ব্যাট করতে নেমে শিবম চৌধরী ৫১.০০ গড়ে ৩০৬ রান সংগ্রহ করেছেন। ৩টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। সার্বিক তালিকার তৃতীয় স্থানে রয়েছেন শিবম। ছবি- ফেসবুক।
4/6হায়দরাবাদের তিলক বর্মা ৬টি ইনিংসে ব্যাট করতে নেমে ৪৯.৫০ গড়ে ২৯৭ রান সংগ্রহ করেছেন। তিনি টুর্নামেন্টের সব থেকে বেশি রান সংগ্রহকারীদের তালিকায় চার নম্বরে রয়েছেন। ৪টি হাফ-সেঞ্চুরি করেছেন তিলক। ছবি- আইপিএল।
5/6মহারাষ্ট্রের হয়ে মুস্তাক আলির ৫টি ইনিংসে ব্যাট করতে নেমে রুতুরাজ গায়কোয়াড় ৫৯.০০ গড়ে ২৯৫ রান সংগ্রহ করেছেন। ২টি সেঞ্চুরি করেছেন তিনি। ছবি- আইপিএল।
6/6মুম্বইয়ের পৃথ্বী শ ৭টি ইনিংসে ব্যাট করতে নেমে ৪৭.৫০ গড়ে ২৮৫ রান সংগ্রহ করেছেন। বাকিদের থেকে পৃথ্বীর স্ট্রাইকরেট অনেক বেশি। পৃথ্বী ১টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি করেছেন। তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় ছয় নম্বরে অবস্থান করছেন। ছবি- টুইটার।