শুভব্রত মুখার্জি: ভারতীয় কুস্তিতে ডামাডোলের আবহ অব্যাহত রয়েছে।কুস্তি ফেডারেশন বনাম তারকা কুস্তিগীরদের লড়াই যেন থামার কোন লক্ষণ নেই।কয়েকদিন ধরেই পদক ফেরানো থেকে সরকারের সম্মান ফিরিয়ে দেওয়ার কর্মসূচি নিয়েছেন ভারতের বেশকিছু সফল কুস্তিগীর। মূলত তিন ভারতীয় কুস্তিগীর এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। এবার আন্দোলনের পুরোভাগে থাকা বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটের বিরুদ্ধেই পথে নেমে বিক্ষোভ দেখালেন ভারতের তরুণ কুস্তিগিররা। আর ঘটনার পিছনে ভারতীয় রেসলিং ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ শর্মার হাত দেখছেন কুস্তিগীররা। সামনে এসেছে মারাত্মক এক অভিযোগ। তারকা কুস্তিগীরদের পরিবারের সদস্যদের প্রাণে মারার হুমকিও নাকি দিচ্ছেন ব্রিজভূষণ শরণ শর্মার গুন্ডারা! এমন গুরুতর অভিযোগ এনেছেন সাক্ষী মালিক।
প্রসঙ্গত বুধবার দেশজুড়ে প্রতিবাদে নামতে দেখা গিয়েছে তরুণ কুস্তিগীরদের। মূলত তিন পদকজয়ী কুস্তিগিরদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন প্রতিবাদীরা। তরুণ কুস্তিগীরদের বক্তব্য আন্দোলনের নামে তাঁদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছেন তারকা কুস্তিগীররা। ফেডারেশনের সমস্ত কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে তরুণ কুস্তিগীরদের সমস্যা বাড়ছে। অভিযোগ উঠেছে গোটা প্রতিবাদকে আড়াল থেকে নেতৃত্ব দিচ্ছেন ব্রিজভূষণ। এমনটাই তোপ দেগেছেন সাক্ষী। সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, ‘ব্রিজভূষণের আইটি সেল রয়েছে। সেখান থেকেই প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। সোশাল মিডিয়াকে ব্যবহার করে এই সব করা হচ্ছে। প্রথম থেকেই আমাদের আন্দোলন চলাকালীন অনেক নেতিবাচক মন্তব্য করেছেন ব্রিজভূষণ। গত ৩দিন ধরে ব্রিজভূষণের গুন্ডারা ভয় দেখাচ্ছে। ফোনে হুমকি দেওয়া হচ্ছে মাকে। প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। লোকে আমার বাড়িতে ফোন করে ভয় দেখাচ্ছে। আমাদের বিরুদ্ধে মামলা করে ফাঁসিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে একাধিকবার। সরকার আমাদের অভিভাবক। ফলে আমাদের নিরাপত্তা দেওয়াও তাঁদের দায়িত্বের মধ্যে পড়ে।আমাদের একটাই বক্তব্য রেসলিং ফেডারেশন তাদের মত করে কাজ করুক।তবে নিয়ম লঙ্ঘনকারী সঞ্জয় সিংকে যেন কোনও রকম সুযোগ না দেওয়া হয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।