আরও দুটি শহরে চেতকের ইলেকট্রিক স্কুটারের রেজিস্ট্রেশন প্রক্রিয়ার ঘোষণা করল বাজাজ অটো। সংস্থার তরফে জানানো হয়েছে, চেন্নাই এবং হায়দরাবাদেও মিলবে চেতকের ইলেকট্রিক স্কুটার। সেজন্য হায়দরাবাদের কুকাটপল্লি ও কাচিগুড়া এবং চেন্নাইয়ের কালোথুর ও আন্না সালাইয়ে শো-রুম খোলা হচ্ছে।
চলতি বছর এপ্রিলে প্রথম ই-স্কুটার বুকিং চালু করেছিল বাজাজ অটো। কিন্তু ব্যাপক চাহিদার জেরে ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ করে দিতে হয়েছিল বুকিং প্রক্রিয়া। তারপর আবার পুণে এবং বেঙ্গালুরুতে ই-স্কুটারের জন্য বুকিং শুরু করেছে বাজাজ। তাছাড়া মাইসোর, ম্যাঙ্গালোর, ঔরঙ্গাবাদ এবং নাগপুরেও পাওয়া যাচ্ছে বাজাজ চেতকের সেই ইলেকট্রিক স্কুটার। আগামী বছরের মধ্যে দেশের ২২ টি শহরে নয়া ই-স্কুটার পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে বাজাজ। যা ২,০০০ টাকা দিয়ে বুকিং করতে পারছেন আগ্রহীরা।
এক চার্জে দৌড়াবে ৯৫ কিলোমিটার
বাজাজ চেতকে দুটি ভিন্ন ড্রাইভিং মোড আছে - স্পোর্ট এবং ইকো মোড। সংস্থার দাবি, ইকো মোডে ৯৫ কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ চেতকের। স্পোর্ট মোডে ৮৫ কিলোমিটার পর্যন্ত যাবে ড্রাইভিং রেঞ্জ। ব্যাটারি শেষ হলে সম্পূর্ণ চার্জ হতে প্রায় পাঁচ ঘণ্টা লাগবে। তবে ফাস্ট চার্জিং সিস্টেমের সাহায্যে এক ঘণ্টার মধ্যে এটি ২৫ শতাংশ পর্যন্ত চার্জ দিয়ে নেওয়া যেতে পারে।
বাজাজ চেতকের দাম
বাজাজের এই বৈদ্যুতিক স্কুটারে স্মার্টফোন সংযোগ, টাচ সেনসিটিভ সুইচ, কি-লেস স্টার্ট-স্টপ সিস্টেম এবং এলইডি হেডল্যাম্প এবং এলইডি টার্ন ইন্ডিকেটর সহ ডিজাইনার অ্যালয় হুইলস রয়েছে। বাজাজ চেতকে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোলও রয়েছে।