মঙ্গলবার প্রকাশ্যে এল Bajaj Pulsar NS 125 । আর তার সঙ্গেই এই দামের সেগমেন্টে একটি নেকড স্পোর্টস কমিউটারের চাহিদা পূরণ করল Bajaj ।
অল্পবয়সী রাইডারদের চাহিদা অনুযায়ী যে একদম সঠিক মডেল এনেছে বাজাজ, তা বলাই যায়। এর চেয়ে কম দামে Pulsar 125 Neon ছিল বটে। তবে, সময়ের সঙ্গে তা যেন কিছুটা ব্যাকডেটেড স্টাইলের হয়ে গিয়েছে।
আবার Pulsar 160 NS বা Pulsar 200 NS-এর লুক অনেকেরই পছন্দ। কিন্তু তার দাম-ও অনেকটাই বেশি। তাছাড়া বেশি পেট্রোল খরচও হবে। ফলে অনেকেই এই মডেলটি কিনতে গিয়েও পিছিয়ে আসতেন।

কিন্তু এখন 125-এ NS-এর লুক মিলবে। ফলে, কম দামে স্টাইলিশ নেকড বাইক চাইলে এটি একটি ভাল অপশন হতে পারে।
তবে, শুধু কমিউটিংয়ের জন্য যাঁরা কেনার কথা ভাবছেন, তাঁদের ক্ষেত্রে এর দাম অনেকটাই বেশি। অর্থাত্ এর চেয়ে কম দামেই মিলবে ১২৫ সিসির কমিউটার।
এক নজরে দেখে নিন Bajaj Pulsar NS 125 স্পেসিফিকেশান :
ইঞ্জিন : 124.45cc single-cylinder air-cooled 2-valve engine (11.99PS @ 8500rpm and 11Nm @ 7000rpm)
সাসপেনশান : টেলিস্কোপিক ফ্রন্ট ফোর্ক এবং Nitrox রিয়ার মনোশক।
ব্রেক : 240mm ফ্রন্ট ডিস্ক এবং 130mm রিয়ার ড্রাম। CBS থাকছে।
ট্যাঙ্ক ক্যাপাসিটি : ১২ লিটার।
ফুয়েল ইকোনমি : এ বিষয়ে এখনও টেস্ট রিপোর্ট মেলেনি। তবে Pulsar 125-এর কাছাকাছিই হবে বলে মনে করা হচ্ছে।
Bajaj Pulsar NS 125-এর দাম (Price): ৯৩,৬৯০ টাকা (এক্স-শোরুম)