Maruti Suzuki Diwali Offer: অক্টোবরে WagonR, Celer... more
Maruti Suzuki Diwali Offer: অক্টোবরে WagonR, Celerio, Alto বা Swift-এর মতো গাড়িতে বিশেষ ডিসকাউন্ট দিচ্ছে মারুতি। ৫৯ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন নির্দিষ্ট কিছু মডেলে। এক নজরে দেখে নিন কোন মডেলে কত টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে মারুতি সুজুকি।
1/5দীপাবলি বা তার আগে গাড়ি কেনার পরিকল্পনা? সেক্ষেত্রে রয়েছে সুখবর। অক্টোবরে WagonR, Celerio, Alto বা Swift-এর মতো গাড়িতে বিশেষ ডিসকাউন্ট দিচ্ছে মারুতি। ফাইল ছবি: রয়টার্স (PTI)
2/5Swift: সুইফটে দুর্দান্ত ছাড় দিচ্ছে মারুতি। সুইফট কিনলে এখন প্রায় ৫০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এর মধ্যে ৩০,০০০ টাকার নগদ ছাড় পাবেন। এর সঙ্গে, ১৫ হাজার টাকার এক্সচেঞ্জ ডিসকাউন্ট এবং ৫ হাজার টাকার কর্পোরেট ডিসকাউন্টও পেতে পারেন। ছবি : মারুতি সুজুকি (PTI)
3/5WagonR: মারুতি সুজুকি WagonR-এও ৪০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। ২০ হাজার টাকা পর্যন্ত নগদ ছাড় পাবেন। এছাড়াও, এই গাড়িতে ১৫ হাজার টাকার এক্সচেঞ্জ ডিসকাউন্ট এবং ৫ হাজার টাকার কর্পোরেট ডিসকাউন্ট রয়েছে। ছবি : মারুতি সুজুকি (PTI)
4/5Celerio: মারুতি সুজুকির নতুন সেলেরিওতে বাম্পার ডিসকাউন্ট চলছে। Maruti Suzuki Celerio-এর নতুন ভার্সানের মডেলে ৫৯ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন। এর মধ্যে প্রায় ৪০,০০০ টাকার নগদ ছাড় পাবেন। এর পাশাপাশি, ১৫ হাজার টাকার এক্সচেঞ্জ ডিসকাউন্ট এবং ৪ হাজার টাকার কর্পোরেট ডিসকাউন্টও পেতে পারেন ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস অটো (PTI)
5/5Alto K10: নতুন Alto K10-এও ভাল ছাড় দিচ্ছে মারুতি। নতুন প্রজন্মের Alto K10-এ ৩৯,০০০ টাকা ছাড় পাবেন। এর মধ্যে ২০,০০০ টাকার নগদ ছাড়। ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস পেয়ে যাবেন। এছাড়া ৪,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্টও এতে অন্তর্ভুক্ত রয়েছে। ছবি-পিটিআই (PTI)