বিভিন্ন সময়ে সংবাদ শিরোনামে এসেছেন গুগলের সিইও সুন্দর পিচাই। সম্প্রতি প্রকাশ্যের এসেছে সুন্দর পিচাইয়ের মোবাইল ব্যবহার করা নিয়ে একটি চমকপ্রদ তথ্য। ২০২১ সালে বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে পিচাই প্রথম জানিয়েছিলেন, তিনি একই সঙ্গে ২০টি মোবাইল ফোন ব্যবহার করেন। কিন্তু এমন অনুশীলনের কারণ কী? একাধিক কারণে পিচাই ২০টি মোবাইল ফোন ব্যবহার করেন বলে জানিয়েছেন। এতগুলি মোবাইল ব্যবহার করার একটি কারণ, বিভিন্ন কোম্পানির ফোনে গুগলের নিত্য নতুন ফিচারগুলি কাজ করছে কিনা তা দেখা। এর সঙ্গে সঙ্গে মোবাইলগুলির গুণমানও পরীক্ষা হয়ে যায়।
সুন্দর পিচাই তার সন্তানদের মোবাইল ব্যবহার করতে দেন কিনা, ইউটিউব ব্যবহারের ক্ষেত্রে বাচ্চাদের কোনও বিধিনিষেধ আছে কিনা, এই সকল প্রশ্নের উত্তরে গুগলের সিইও জানান, প্রযুক্তিগত শিক্ষা অবশ্যই প্রয়োজন। এর সঙ্গে তিনি মোবাইলের দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন। তরুণ প্রজন্ম যা মোবাইলের প্রতি আসক্ত না হয়ে পড়ে, সেদিকেই নজর রাখতে বলেছেন পিচাই।
তবে গুগলের বিভিন্ন ফিচারের আপডেট দেখা ছাড়াও অন্য একটি কারণে একসঙ্গে এতগুলি মোবাইল ফোন ব্যবহার করেন সুন্দর পিচাই। বিভিন্ন অ্যাকাউন্টগুলির নিরাপত্তার স্বার্থে তিনি বারংবার পাসওয়ার্ড পরিবর্তন না করে একাধিক মোবাইল ব্যবহার করেন। অতিরিক্ত নিরাপত্তার জন্য দুই ধাপ যুক্ত নিরাপত্তার উপর নির্ভর করেন পিচাই। বারবার পাসওয়ার্ড পরিবর্তনের বদলে দ্বি-ফ্যাক্টর প্রমাণীকরণ অনেক বেশি নিরাপদ বলে মনে করেন গুগলের সিইও। পাসওয়ার্ড বদলের ক্ষেত্রে বহু ধরনের সমস্যাও রয়েছে, বহুবার বদলের ফলে পাসওয়ার্ডটি গুলিয়ে যায় অনেক সময়েই। এই সমস্ত ঝঞ্জাট থেকে বাঁচতে একাধিক ডিভাইস ব্যবহার করেন পিচাই।
তবে সকাল সকাল গুগল খুলেই সুন্দর পিচাই চোখ বুলিয়ে নেন Techmeme-এর পাতায়। সুন্দর পিচাই ছাড়াও এই টেকনোলজি ভিত্তি জার্নালটি ফলো করেন, মেটার সিইও মার্ক জুকারবার্গ, মেটার সিটিও অ্যান্ড্রু বসওয়ার্থ এবং ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরির মতো অন্যান্য উচ্চ-পদস্থ কর্মকর্তারা। এছাড়াও মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা এবং টুইটারের প্রাক্তন সিইও ডিক কস্টোলোও Techmeme পড়ার জন্য সময় বের করেন ব্যস্ত কর্মকাণ্ডের ফাঁকেও।