Jio Best Recharge Plans: Jio-র ৫৮৩ টাকা এবং ৫৫৩ টাকার প্ল্যান। দু'টির মধ্যে দামের পার্থক্য খুবই কম। কিন্তু মাত্র দুই দিক দিয়ে আলাদা। আর তাতেই ৩০ টাকার পার্থক্য। কোনটা নিলে আপনার লাভ? জানুন…
রিলায়েন্স জিয়োর ভাণ্ডারে অজস্র রিচার্জ প্ল্যান রয়েছে। এর মধ্যে বেশ কিছু প্রিপেড প্যাকের দাম প্রায় কাছাকাছি। ফলে এই ধরনের প্ল্যান নিয়ে বিভ্রান্ত হওয়াটাই স্বাভাবিক। কোন প্রিপেড প্ল্যান বেছে নেবেন, তা বোঝাই কঠিন হয়ে যায়।
এমনই দুটি প্ল্যান হল Jio-র ৫৮৩ টাকা এবং ৫৫৩ টাকার প্ল্যান। দু'টির মধ্যে দামের পার্থক্য খুবই কম।
কোনটা নিলে আপনার লাভ বেশি?
Reliance Jio-র ৫৮৩ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান
এই প্রিপেড প্যাকে গ্রাহকরা প্রতিদিন ১.৫ GB ডেটা পাবেন।
প্ল্যানটির মেয়াদ ৫৬ দিন।
অর্থাত্ ব্যবহারকারীরা মোট ৮৪ GB ডেটা পাবেন। এ
ছাড়াও, আনলিমিটেড ভয়েস কলের সুবিধা-সহ প্রতিদিন ১০০ টি SMS পাওয়া যাবে।
এছাড়াও JioTV এবং JioCinema অ্যাপে বিনামূল্যে অ্যাক্সেস পাবেন।
৫৫৩ টাকার প্রিপেড প্ল্যানেও প্রায় একই সুবিধা পাবেন। পার্থক্য সামান্য।
এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২ GB ডেটা পাবেন।
যে কোনও নেটওয়ার্কে সীমাহীন ভয়েস কল এবং প্রতিদিন ১০০টি SMS পাবেন।
এটিরও ভ্যালিডিটি ৫৬ দিন।
এর পাশাপাশি JioTV ও JioCinema অ্যাপের অ্যাক্সেস মিলবে।
Jio ₹583 বনাম ₹553 প্ল্যান: কোনটি নেওয়া ভাল?
৫৮৩ টাকার প্রিপেড প্ল্যানে Disney+ Hotstar পাবেন। কিন্তু ১.৫ GB করে দৈনিক ডেটা। অন্যদিকে যখন ৫৫৩ টাকার প্রিপেড Jio প্ল্যানে ২ GB করে দৈনিক ডেটা পাবেন। বাকি সব একই।
প্ল্যান
ডেটা/দিন
ভ্যালিডিটি
কল
SMS/দিন
Disney+ Hotstar
Rs. 553
২ জিবি
৫৬ দিন
আনলিমিটেড
১০০টি
NA
Rs. 583
১.৫ জিবি
৫৬ দিন
আনলিমিটেড
১০০টি
Yes
ফলে আপনার যদি রোজ ২ জিবি করে ডেটা প্রয়োজন হয়, এবং Disney+ Hotstar না লাগে, সেক্ষেত্রে ৫৫৩ টাকার প্ল্যানেই রিচার্জ করতে পারেন। অন্যদিকে Disney+ Hotstar দেখতে চাইলে এবং কিছুটা কম ডেটায় সমস্যা না থাকলে ৫৮৩ টাকা প্ল্যানটাই নিন।