Samsung Galaxy F34 5G। একেবারে আনকোরা মডেল। ফাটাফাটি লুকস। সেই সঙ্গেই দারুন সব ফিচার্স। মানে ধরুন আপনি যদি ১৭ হাজার বা ২০ হাজারের মধ্যে ফোন কিনতে চান তবে তবে আপনি স্যামসাংয়ের একটি বিশেষ ফোনের মডেলটি একবার দেখতে পারেন।
কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ও ফ্লিপকার্টের মাধ্য়মে এই ফোন আপনি কিনতে পারবেন। সেল কিন্তু শুরু হয়ে গিয়েছে ইতিমধ্য়েই।
৬জিবি ও ১২৮ জিবি এবং ৮ জিবি ও ১২৮ জিবির এই ফোনদুটি পাবেন।
৬ জিবির ফোনটি পাবেন ১৬ হাজার ৯৯৯ টাকায়। আর ৮ জিবির ফোনটি পাবেন ১৮,৯৯৯ টাকায়। শুধু দামটা সস্তা সেটাই নয়, রঙ কিন্তু একেবারে মন জয় করা। একটি রঙ থাকছে ইলেকট্রিক ব্ল্যাক ও মিস্টিক গ্রিন রঙের।
এবার এই ফোনগুলির ফিচার্স ঠিক কী কী থাকবে?
এই ফোনে ৬.৫ ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে থাকবে। গোরিলা গ্লাসের প্রটেকশন থাকবে এই ফোনে। স্যামসাং ৫জি ফোনে ৮ জিবি RAM, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। এই ফোনের মেমোরি 1TB পর্যন্ত সম্প্রসারিত হতে পারে। মাইক্রো এসডি কার্ডের মাধ্য়মে এটা সম্প্রসারিত হতে পারে।
তিনটি ক্যামেরা থাকছে। এলইডি ফ্ল্যাশ থাকছে ক্যামেরার সঙ্গে। ৫০ মেগাপিক্সেল ক্য়ামেরা থাকছে এই ফোনের সঙ্গে। ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল সেন্সর থাকছে।
আর সেলফির জন্য কী থাকছে সেটা জেনে নিন। সেলফির জন্য এই ফোনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকছে। ব্যাটারি থাকছে 6000mAh। ফোনের পাশের দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। এছাড়াও 11 5G bands, 4G LTE, Dual Band Wi-Fi, ব্লু টুথ, ইউএসবি টাইপি সি পোর্ট, ৩.৫ মিমি হেডফোন জ্যাক, এনএফসি সাপোর্ট থাকবে।
সব মিলিয়ে একেবারে আধুনিকতম ফিচার্স যুক্ত থাকছে এই ফোনের সঙ্গে। দামটাও থাকছে অনেকের সাধ্য়ের মধ্য়ে। দেখতে পারেন। অনেকেই বলছেন এই দামে এত ভালো ফিচার্স মেলা দুষ্কর।