সন্ধ্যা সাতটা-সাড়ে সাতটা নাগাদ সমস্যা শুরু হয়। গুগলপে, ফোনপে বা পেটিএম-এর মতো অ্যাপে টাকা পেমেন্ট করতে পারছিলেন না গ্রাহকরা।
1/5শনিবার সন্ধ্যায় হঠাত্ সমস্যা শুরু হয় UPI-তে। কোনও কারণ সার্ভার ডাউন ছিল। নববর্ষের প্রাক্কালে কেনাকাটা, খাওয়াদাওয়া করে পেমেন্ট করতে গিয়ে বিপাকে পড়েন অনেকে। ফাইল ছবি: মিন্ট (MINT_PRINT)
2/5ব্যবহারকারীদের অভিযোগ, এদিন সন্ধ্যা সাতটা-সাড়ে সাতটা নাগাদ সমস্যা শুরু হয়। গুগলপে, ফোনপে বা পেটিএমের মতো অ্যাপে টাকা পেমেন্ট করতে পারছিলেন না গ্রাহকরা। ফাইল ছবি: ইউপিআই (MINT_PRINT)
3/5টুইটারে এই সমস্যার কথা জানিয়েছেন অনেকেই। দেশের নানা স্থানের ব্যবহারকারীরাই জানান, তাঁরা পেমেন্ট করতে পারছেন না। সমস্যার কারণ এখনও কিছু স্পষ্ট করা হয়নি। ফাইল ছবি: টুইটার (MINT_PRINT)
4/5অনেকে জানিয়েছেন টাকা ডেবিট হয়ে গেলেও ক্রেডিট হচ্ছে না। অভিযোগ জানিয়ে বিভিন্ন সরকারি অ্যাকাউন্টকে ট্যাগও করেছেন ব্যবহারকারীরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) (MINT_PRINT)
5/5UPI-এর মতো প্ল্যাটফর্মে প্রযুক্তিগত বিঘ্ন হতেই পারে। তাই ফোনে পেমেন্টের পরিকল্পনা নিয়ে বের হলেও অবশ্যই সঙ্গে ক্রেডিট বা ডেবিট কার্ড নিয়ে বের হবেন। ফাইল ছবি: টুইটার (MINT_PRINT)