অন্য কোনও স্মার্টফোন থেকে তাঁদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করলে, এই ডবল যাচাইকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে।
1/5আরও নিরাপদ হবে হোয়াটসঅ্যাপ। নতুন 'ডবল ভেরিফিকেশন' ফিচারের উপর কাজ করছেন নির্মাতারা। ফাইল ছবি : রয়টার্স (PTI)
2/5WaBetaInfo এই ফিচারের বিষয়ে জানিয়েছে। ব্যবহারকারীরা অন্য কোনও স্মার্টফোন থেকে তাঁদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করলে, এই ডবল যাচাইকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। প্রতীকী ছবি : পিটিআই (PTI)
3/5এমন ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে OTP-র মতো একটি অতিরিক্ত সিকিউরিটি কোড আসবে। এসএমএসের মাধ্যমে অ্যাকাউন্টের মালিককে পাঠানো হবে। ফাইল ছবি : রয়টার্স (PTI)
4/5বর্তমানে, ব্যবহারকারীদের শুধুমাত্র একটি ৬-সংখ্যার ভেরিফিকেশন কোড দিতে হয়। ডবল ভেরিফিকেশনে এটা নিশ্চিত করা হবে যাতে, ব্যবহারকারীরা যে তাঁদের অ্যাকাউন্টটি অন্য ফোন থেকে অ্যাক্সেস করা হচ্ছে, সেই সম্পর্কে সচেতন হন। ফাইল ছবি : রয়টার্স (PTI)
5/5সাম্প্রতিক হোয়াটসঅ্যাপ স্ক্যামের সংখ্যা বৃদ্ধির নিরিখে হোয়াটসঅ্যাপের এই আপডেট বেশ তাত্পর্যপূর্ণ। শীঘ্রই বেটা ভার্সানের জন্য এটি রিলিজ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। ছবিটি প্রতীকী, সৌজন্য : রয়টার্স (PTI)