বাংলা নিউজ > বিষয় > Ravinder raina
Ravinder raina
সেরা খবর
সেরা ভিডিয়ো
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং কোয়ারেন্টাইনে গিয়েছেন। টুইটারে এই কথা জানান তিনি। একই রকম আইসোলেশনে গিয়েছেন রাম মাধব। এই দুই নেতাই বিজেপি নেতা রবীন্দ্র রায়নার সংস্পর্শে এসেছিলেন। বিজেপির জম্মু-কাশ্মীর প্রধান রবীন্দ্রের করোনা ধরা পড়েছে। বান্দিপোরে বিজেপি নেতার হত্যার পর সেখানে ছিলেন রবীন্দ্র রায়না। সেখানে যান রাম মাধব ও জিতেন্দ্র সিং। তখনই তাঁর সঙ্গে দেখা হয় এই দুই নেতা। সেই কারণে কোনও ঝুঁকি না নিয়ে আইসোলেশনে চলে গেলেন জিতেন্দ্র সিং।