Updated: 19 Jan 2022, 01:02 PM IST
লেখক Sritama Mitra
পানীয় জলের স্থায়ী সুব্যবস্থার দাবিতে নিতুড়িয়া -বাঁ... more
পানীয় জলের স্থায়ী সুব্যবস্থার দাবিতে নিতুড়িয়া -বাঁকুড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আজ সকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বালিতোড়া গ্রাম সংলগ্ন এলাকায়। সকাল থেকেই রাস্তা অবরোধ চলে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনের কাছে জানিয়েও কোন লাভ হয়নি বলে দাবি বিক্ষুব্ধদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাতুড়ি থানার পুলিশ। ঘটনাস্থলে যান পিএইচই দফতরের কর্মীরা। পুলিশি আশ্বাসে ওঠে বিক্ষোভ।