লখনউতে দাঁড়িয়ে যোগী সরকারকে বাহবা ও সিএএ বিরোধীদে... more
লখনউতে দাঁড়িয়ে যোগী সরকারকে বাহবা ও সিএএ বিরোধীদের একহাত নিলেন প্রধানমন্ত্রী মোদী। যেসব বিক্ষোভকারীরা হিংসার আশ্রয় নিয়েছিলেন, তাদেরকে আত্মসমীক্ষা করার উপদেশ দেন তিনি। অধিকারের সঙ্গে যে দায়িত্বও এসে যায়, বিক্ষোভকারীদের সেটা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। মোদী বলেন যে যারা জনতার সম্পত্তি ভাঙল, তাদের আত্মসমীক্ষা করা উচিত, যে তারা ঠিক কাজ করেছেন কিনা। যে সম্পত্তি নষ্ট হল, সেটি ভবিষ্যত প্রজন্মের জন্যেই ছিল বলে জানান মোদী। যেসব আম আদমি ও পুলিশের চোট লাগল, তার দায় কে নেবে, প্রশ্ন করেন তিনি। প্রসঙ্গত গত সপ্তাহে নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভের সময় হিংসার বলি হয়েছেন আট বছরের শিশু সহ ১৭ জন। ৩৭০ ধারাকে পুরোনো রোগ বলে বর্ণনা করে মোদী বলেন যে সেটির সমাধান করা হয়েছে শান্তিপূর্ণ ভাবে। সকলের এই বিষয় ধারণা চুরচুর হয়ে গিয়েছে বলে বর্ণনা করেন মোদী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করে মোদী বলেন যে সকলের জন্য কাজ করছেন তিনি। এতে রাজ্যের উন্নতি হচ্ছে। সিএএ আইন নিয়ে মোদী বলেন যে নিজেদের মেয়েদের সম্ভ্রম বাঁচাতে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে চলে এসেছেন, এটা তাঁদের নাগরিকত্ব দেওয়ার বিষয়। এই সমস্যার সমাধানও ভারতীয়রা করেছেন বলে জানান মোদী।প্রধানমন্ত্রী বলেন যে আত্মবিশ্বাসের সঙ্গে নতুন দশকে যাচ্ছে ভারতীয়রা। যত বড়ই চ্যালেঞ্জ হোক, সেটিকে চ্যালেঞ্জ করতে দেশবাসী তৈরী বলে জানান মোদী।