রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনকে কঠোর শাস্তি দিয়েছে বিসিসিআই। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল ২০২৪-এর ৫৬ তম লিগ ম্যাচে, সঞ্জু স্যামসন আম্পায়ারদের সঙ্গে নিজের আউট নিয়ে তর্ক করেছিলেন। এরপরেই তাঁকে জরিমানা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। অর্থাৎ তর্ক করার বড় মূল্য দিতে হয়েছে তাঁকে। আম্পায়ারের সঙ্গে তর্ক করার কারণে বিসিসিআই সঞ্জু স্যামসনকে জরিমানা করেছে।
বিসিসিআই সঞ্জু স্যামসনকে জরিমানা করেছে-
সঞ্জু স্যামসনকে তাঁর ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে এই অর্থ তাঁকে বোর্ডকে দিতে হবে। আসলে সঞ্জু স্যামসনের ক্যাচ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সঞ্জু স্যামসন যখন আউট হয়েছিলেন, সেই সময় একটু বিতর্ক তৈরি হয়েছিল। সেই সময়ে থার্ড আম্পায়ার মেনে নিয়েছিলেন যে সঞ্জু স্যামসন আউট হয়েছেন, তবে এটাও মনে হয়েছিল যে সম্ভবত তৃতীয় আম্পায়ার তাড়াহুড়ো করে এই সিদ্ধান্তটা দিয়েছেন। সেই কারণে একটা পর্যায়ে মনে হয়েছিল যে শাই হোপের পা বাউন্ডারি লাইন স্পর্শ করেছিল।
আরও পড়ুন… IPL 2024: খারাপ আম্পায়ারিং নাকি অন্য কিছু! কী জন্য DC-র কাছে হারল RR? কারণ জানালেন সঞ্জু
কী নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল-
এই কারণে সঞ্জু স্যামসন মাঠের আম্পায়ারদের সঙ্গে তর্ক করেছিলেন ও রিভিউ নিতে চেয়েছিলেন। তবে মাঠের আম্পায়াররা সঞ্জুর কথা শোনেননি। আসলে সঞ্জুকে আউট দিয়েছলেন ম্যাচের তৃতীয় আম্পায়ার। সেই কারণে আম্পায়াররা সঞ্জুর কথা মানেননি ও এই জন্য সঞ্জুর সঙ্গে মাঠের আম্পায়ারদের তর্ক বাড়তে থাকে। পরে অবশ্য এই নিয়ে সর্বত্র বিতর্কের জন্ম হয়েছে। তবে শেষ পর্যন্ত সঞ্জু স্যামসনকে জরিমানা করল বিসিসিআই।
আরও পড়ুন… IPL 2024: সঞ্জু আউট হতে এটা কী করলেন DC-র কর্ণধার পার্থ জিন্দাল! উঠেছে বিতর্কের ঝড়
BCCI-এর কোন ধারা ভেঙেছিলেন সঞ্জু স্যামসন
জানা গিয়েছে সঞ্জু স্যামসন আইপিএল কোড অফ কন্ডাক্টের ধারা 2.8 এর অধীনে লেভেল 1 অপরাধ করেছেন। তিনি দোষ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারির অনুমোদন গ্রহণ করেছেন। আচরণবিধির লেভেল 1 লঙ্ঘনের জন্য ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত এবং বাধ্যতামূলক। এমন অবস্থায় এ বিষয়ে এখন আর কোনও শুনানি হবে না। এই ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারের মুখে পড়তে হয়েছে। ম্যাচের কিছু সিদ্ধান্ত বিতর্কের জন্ম দিয়েছিল।
আরও পড়ুন… IPL 2024: CSK-তে বড় ধাক্কা! মুস্তাফিজুরের পরে এবার দেশে ফিরলেন দলের অন্যতম সেরা পেস বোলার
DC vs RR ম্যাচ কেমন হয়েছিল-
এই ম্যাচের কথা বলতে গেলে, রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন, কিন্তু দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাট করে ২২১ রান তোলে। জবাবে রাজস্থান দল ২০১ রান করতে পারে এবং ২০ রানের ব্যবধানে ম্যাচটি হেরে যায়। দিল্লির হয়ে কুলদীপ যাদব নেন ২ উইকেট। যেখানে ব্যাটিংয়ে ফ্রেজার ম্যাকগার্ক ও অভিষেক পোড়েল জোরালো হাফ সেঞ্চুরি করেন। সঞ্জু স্যামসনের ৮৬ রানের ইনিংস বৃথা যায়।