দার্জিলিং জেলার ফাঁসিদেওয়ার ভারত - বাংলাদেশ সীমান্ত থেকে ২ বাংলাদেশির রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। কাঁটাতারের বেড়া কেটে অনুপ্রবেশের সময় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে অনুমান। বুধবার সকালে ফাঁসিদেওয়ার ভারত -বাংলাদেশ সীমান্তের ফকিরপাড়া এলাকায় সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে দুই বাংলাদেশির মৃত্যুর খবর জানতে পেরে এলাকায় ভিড় করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ এবং বিএসএফের উপস্থিতিতে মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চাকরি বাতিলের নির্দেশে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ, আপাতত ফেরত দিতে হবে না বেতনও
পড়তে থাকুন: মাঝ আকাশে মারামারিতে জড়িয়ে পড়লেন মহিলা যাত্রীরা, বিমান জরুরি অবতরণ করলেন পাইলট
জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১২টা নাগাদ ফাঁসিদেওয়ার ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে অনুপ্রবেশের চেষ্টা করছিল কয়েকজন বাংলাদেশি যুবক। অনুমান করা হচ্ছে গরু পাচারের উদ্দেশ্যে পাচারকারীরা এদেশে আসছিল। বিএসএফ তাদের সতর্ক করলেও তারা সেকথায় কর্ণপাত করেনি। এর পর প্রতিরোধমূলক পদক্ষেপ হিসাবে BSF জওয়ানরা গুলি চালান। সেই গুলিতেই মৃত্যু হয় ২ যুবকের।
গোটা ঘটনায় তদন্তে নেমেছে রাজ্য পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকদের মাথায় আঘতের চিহ্ন রয়েছে। নিহতরা হল, বাংলাদেশের পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার মাগুড়া গ্রামের জুনু মিয়ার ছেলে জলিল (২৪) ও তিরনইহাট ব্রহ্মতল গ্রামের কেতাব আলির ছেলে ইয়াসিন আলি (২৩)। বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া মডেল থানার ওসি সুজয় কুমার। তিনি সংবাদ মাধ্যমে জানান, বিজিবিকে বিষয়টি অবগত করেছে বিএসএফ। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে গরু চোরাচালানের সাথে যুক্ত ছিল ওই দুই যুবক।
আরও পড়ুন: মেদীজির ঠেলায় সুপ্রিম কোর্টে যোগ্যদের তালিকা দিতে বাধ্য হয়েছে SSC: শুভেন্দু
ভারত – বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে চোরাচালানকারীর মৃত্যু নতুন কিছু নয়। এমনকী পাচারকারীদের হামলায় সীমান্তে BSF জওয়ানের মৃত্যুও হয়েছে। নিহত ২ যুবকের দেহ ফেরাতে বাংলাদেশি বাহিনীর সঙ্গে ফ্ল্যাগ মিটিং করবে বিএসএফ।
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই ২ পাচারকারীর সঙ্গে আরও বেশ কয়েকজন ছিল। বিএসএফ গুলি চালানোয় তারা পালিয়ে যায়।