বাংলা নিউজ >
দেখতেই হবে >
Adhir Chawdhury got Angry Video:অধীরকে 'গো ব্যাক স্লোগান', মেজাজ হারিয়ে ধাক্কা..!রামনবমী ঘিরে তপ্ত পরিস্থিতির পর যা ঘটল
Updated: 18 Apr 2024, 09:20 PM IST
Sritama Mitra
রামনবমী ঘিরে তপ্ত হয় মুর্শিদাবাদের শক্তিপুর। মুর্শিদাবদের শক্তিপুরের সেই সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন অনেকে। আহতদের বুধবার রাতেই হাসপাতালে দেখতে যান অধীর চৌধুরী। তাঁকে দেখেই শুরু হয় আশপাশ থেকে বিজেপি সমর্থকরা দেন 'গো ব্যাক স্লোগান'। ক্ষোভ প্রকাশ করে অধীরের সামনে তখন এসে পড়েন বিজেপির বহরমপুরের জেলা সভাপতি শাখারব সরকার। ক্ষুব্ধ অধীর চৌধুরীকে ঘিরে এরপর এই দৃশ্য উঠে আসে। অধীর পাল্টা ক্ষোভে ফেটে পড়ে বিজেপি। ঘটনার পর অধীর বলেন... শাখারবও পাল্টা ক্ষোভে ফেটে পড়েন।